মেজর (অব.) ড. নাসির উদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৩:০৬ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ

ইরানের কাঠের মসজিদ

ইরানের কাঠের মসজিদ

পৃথিবীর বুকে কাঠ দিয়ে নির্মিত বিভিন্ন স্থাপনার মধ্যে এক অনন্য উদাহরণ ইরানের রাজা ভি খোরাসান প্রদেশের নিশাপুর (স্থানীয় উচ্চারণে নিসাবর) এলাকার ছোবিন গ্রামে অবস্থিত একটি কাঠের মসজিদ। মুসলমান অধ্যুষিত ইরানের প্রায় ৯ কোটি মানুষের পাশাপাশি জ্ঞান ও ভ্রমণপিপাসু মানুষের কাছে ‘নিশাপুর কাঠের মসজিদ’ নামে এই এবাদতখানার পরিচিতি রয়েছে।

নানা কারণে ইরানের খোরাসান এলাকাটি বিশেষ তাৎপর্যময়। মুসলিম বিশ্বের বহু প্রখ্যাত মানুষের জন্ম, লেখাপড়া ও গবেষণার জন্য এই এলাকাটি বিশেষভাবে সমৃদ্ধ। অষ্টাদশ দশকের শেষ ভাগে ইরানের অন্যতম ধর্মীয় গুরু ছিলেন আখন্দ খোরাসানি। তারই সুযোগ্য নাতি হামিদ মুস্তাহেদির হাত ধরে নির্মিত হয় নিশাপুর কাঠের মসজিদ।

প্রচলিত ইতিহাস মতে, নিশাপুর এলাকায় ভূমিকম্পের সম্ভাবনাকে মাথায় রেখে সম্পূর্ণ কাঠ দিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। তাই পৃথিবীর বুকে প্রথম ভূমিকম্প সহনীয় এবাদতখানা রূপেও মসজিদটির পরিচিতি রয়েছে। ২০০ বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত মসজিদের দুপাশে দুটি মিনার রয়েছে। প্রতিটি মিনারের উচ্চতা ১২ মিটার (প্রায় ৪০ ফিট), যার প্রতিটি নির্মাণে ব্যবহৃত হয়েছে চার টন করে কাঠ। আর পুরো মসজিদ নির্মাণে ৪০ টন কাঠ ব্যবহৃত হয়েছে।

মসজিদের ভেতরে নানা আকারের ও বিচিত্র বর্ণের কাঠ খণ্ডের ব্যবহার লক্ষ করা যায়। স্থানীয় গাছগাছালির নানা আকৃতির পাতার আদলে পাতলা কাঠের টুকরো কেটে কেটে কিছু দেয়াল সাজানো হয়েছে। আবার ইসলামিক ক্যালিগ্রাফি ও পবিত্র কোরআনের বাণী গ্রথিত হয়েছে দেয়ালে ব্যবহৃত কিছ কিছু কাঠের ওপর। শুধু দেয়ালই নয়, মসজিদের দরজা, জানালা, সিঁড়ি এমনকি মেঝেও নির্মিত হয়েছে কাঠ দিয়ে। দরজার হাতল ও খিলানে ব্যবহৃত কাঠে রয়েছে অপূর্ব কারুকাজ।

মসজিদের ওপরে এবং পেছনেও কাঠের কিছু ঘর নির্মিত হয়েছে। কাঠের বেঞ্চ, কাঠের বুকশেলফ ও অন্যান্য কাঠের আসবাবপত্র দেখে ধারণা করা যায় যে, জ্ঞান অর্জন ও জ্ঞান বিতরণের জন্য এসব কাঠের ঘর ব্যবহৃত হতো। মসজিদের চারপাশের বাগানের বেড়াও নির্মিত হয়েছে কাঠ দিয়ে। মসজিদে পাশ দিয়ে একটি সরু জলাধার রয়েছে, যা দিয়ে পানি প্রবাহিত হয়। আগেরকার দিনে অজুর জন্য এই পানি ব্যবহৃত হতো।

নিশাপুর গ্রামে মসজিদের আশপাশে বেশ কিছু কাঠের ঘরবাড়ি রয়েছে। ঐতিহ্য সংরক্ষণের জন্য মসজিদ ও এসব ঘরবাড়ির আদি রূপ ধরে রাখা হয়েছে। তবে বৈদ্যুতিক আলোর সুপরিকল্পিত ব্যবহার পুরো এলাকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এ সৌন্দর্য ও স্থানীয় জাদুঘর দেখতে সব ধর্মের মানুষের পদভারে সারা বছর মুখরিত থাকে এ নিশাপুর কাঠের মসজিদ।

লেখক: অবসরপ্রাপ্ত মেজর। গবেষক, বিশ্লেষক ও কলামিস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১০

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১১

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১২

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৩

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৪

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৫

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৬

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৭

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৮

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৯

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

২০
X