মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

আলো ছড়াচ্ছে ‘তারুণ্য’

আলো ছড়াচ্ছে ‘তারুণ্য’

২০০৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা সংগঠন তারুণ্য। স্বেচ্ছায় সেবা দেওয়া থেকে নেতৃত্বের গুণাবলি অর্জনের প্ল্যাটফর্মও বলা চলে একে। রক্তদান থেকে দুর্যোগে আক্রান্তদের পাশে দাঁড়ানো, শিশুশিক্ষা, বই পড়ার উৎসব, ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা—সবই সমান্তরালে চলে ‘তারুণ্যে’। ক্যাম্পাসের একঝাঁক মেধাবীর রোপিত এ চারাগাছ যেন ডালপালা মেলে এখন বৃক্ষ। তারুণ্যের গল্পগুলো শোনাচ্ছেন মারুফ হোসেন-

রক্তের দরকার এক রোগীর। খোঁজাখুঁজি চলছে। রোগীর লোকজন জানতে পারলেন, এখানে একটি সংগঠন রক্তদাতা খুঁজে দেয়। তাদের সঙ্গে যোগাযোগ করা হলো। সংগঠনটির এক সদস্যই রক্ত দিতে ছুটে গেলেন। সেই সদস্যই হলেন তারুণ্যের সাবেক সভাপতি আশিফা ইসরাত জুঁই। জুঁই বললেন, ‘একবার হরিনারায়ণপুর গিয়েছিলাম রক্ত দিতে। গিয়ে দেখলাম রোগীর পরিবারের অন্য সদস্যরাও অসুস্থ। একটি অসচ্ছল পরিবার। আমি রক্ত দেব দেখে তারা আমার জন্য গ্লুকোজ, ডাবের পানি নিয়ে এলো। তাদের অসুস্থ পরিবারের সদস্যদের কথা ভুলে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সেদিন তাদের অনেক বুঝিয়েও শান্ত করতে পারিনি। ওই স্মৃতি কোনোদিন ভুলব না।’

রক্তদান

তারুণ্য সংগঠনটির অন্যতম কাজ হলো ‘লাল ভালোবাসা’ ওরফে রক্তের সন্ধান করা। সংগঠনটির সদস্যরা নিজেরাও রক্তদান করছেন নিয়মিত। সংগঠনের পক্ষ থেকে রক্তদাতাদের কার্ড দেওয়া হয়। সেখানে রক্তদানের ক্যালেন্ডার থাকে। আবার অনুষ্ঠান করে মাঝেমধ্যে ডোনারদের সার্টিফিকেটও দেওয়া হয়, যাতে বাকিরাও উৎসাহিত হয়। অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই রক্তদাতার সন্ধান করেন তারা। কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের জন্য মায়িশা মালিহা চৌধুরী বললেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারুণ্য একটি অন্যতম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এর প্রধান কার্যক্রম রক্তদান কর্মসূচি।’

পাঠাগার

সপ্তাহের বুধবার দিন বটতলায় বসে তারুণ্য পাঠাগার। ভ্রাম্যমাণ এ পাঠাগারে বই পড়তে ভিড় জমান পাঠকরা। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এখানে ছুটে আসেন বই পড়তে। পাঠাগারের কিছু নিয়মকানুন রয়েছে। নিবন্ধিত সদস্যরা বই সঙ্গে করে নিয়ে যেতে পারেন। আবার পাঠাগারের সদস্য না হয়েও পড়া যায় বই। সে ক্ষেত্রে পড়তে হবে বটতলায় বসে। এখন তারুণ্য পাঠাগারের নিবন্ধিত সদস্য পাঁচ শতাধিক। বই রয়েছে দুই হাজারেরও বেশি। হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আল-হুদার মতে, ‘আমার কাছে তারুণ্য লাইব্রেরি জ্ঞানপিপাসুদের জন্য আশীর্বাদ। এখানে নানা ধরনের বই পাই। যেগুলো আমার পক্ষে কিনে পড়া সম্ভব হতো না।’ আশিফা ইসরাত জুঁই বলেন, ‘লাইব্রেরিটি মূলত পাঠাভ্যাস গড়ে তোলার জন্য গড়ে উঠেছে। আর বটতলায় বসার উদ্দেশ্য হলো, পাঠক যাতে সহজে বই নিতে পারে।’

শিশুদের জন্য

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়েও কাজ করছে তারুণ্য। অসচ্ছল পরিবারে বেড়া ওঠা, প্রতিবন্ধী, পিছিয়ে পড়া, স্কুল থেকে ঝরেপড়া শিশুদের জন্য আত্মোন্নয়নমূলক কিছু কর্মসূচি নিয়ে থাকে সংগঠনটি। তাদের সুপ্ত প্রতিভাগুলোকে তুলে নিয়ে এসে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরিতে চলে নানান কর্মযজ্ঞ। শিশুদের মধ্যে চিত্রাঙ্কন, গান প্রতিযোগিতা, লেখালিখি, কুইজ, খেলাধুলা ইত্যাদি করে থাকে তারা। বাংলা বিভাগের মো. আমিনুল ইসলাম বলেন, ‘শিশুদের নিয়ে তারুণ্যের কার্যক্রমটি ব্যতিক্রম। সামনে এটি আরও বড় কিছু হবে আশা করি।’

মানবিক কাজ

দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়াসহ নানান মানবিক কাজে সক্রিয় তারুণ্য। ক্যাম্পাসের এ সংগঠনটি ক্যাম্পাস ছাড়িয়ে ছুটে যায় দুর্গম প্রত্যন্ত অঞ্চলেও। কখনো ত্রাণ ও খাদ্যসামগ্রী, কখনোবা শীতবস্ত্র নিয়ে। সাম্প্রতিক সিলেটের বন্যায় সিলেট ও কুড়িগ্রামে তারা প্রায় ৩৫০ পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে। শীতবস্ত্র বিতরণ চলে কুষ্টিয়া, ঝিনাইদহের বিভিন্ন এলাকায়। বর্তমান সাধারণ সম্পাদক রিফাত মাশরাফী প্রত্যয় বলেন, ‘মানুষের মুখে হাসি ফোটানোই শেষ কথা। ত্রাণ পেয়ে মানুষগুলোর খুশি হওয়ার দৃশ্যটা ভোলার মতো নয়।’

প্রশিক্ষণ

সংগঠনের সদস্যদের বিভিন্ন সফট স্কিল ডেভেলপ ও তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্য নেওয়া হয় নানা প্রশিক্ষণের উদ্যোগ। এর মধ্যে আছে—ব্রিটিশ কাউন্সিল থেকে অ্যাকটিভ সিটিজেনস ইয়ুথ লিডারশিপ ট্রেনিং। রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে ফাস্ট এইড ট্রেনিং। ডেমোক্র্যাসি ওয়াচ থেকে লিডারশিপ ট্রেনিং ইত্যাদি। প্রশিক্ষণ নিয়ে তারুণ্যের ‘অগ্রপথিক সদস্য’ (তারুণ্যে পরপর দুই অর্থবছর সক্রিয়ভাবে কাজ করা সদস্য) সাইফুদ্দীন রেদোয়ান বলেন, ‘প্রশিক্ষণগুলোর মাধ্যমে আমি যেন নিজেকে নতুন করে চিনতে পেরেছি। এসব ট্রেনিং থেকে প্রাপ্ত শিক্ষা ভবিষ্যতে পেশাগত কাজেও সহযোগিতা করবে।’

ক্যাম্পাস পরিচ্ছন্নতা

তারুণ্য প্রায়ই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার প্রয়াস চালায়। এটি তারা ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জায়গা থেকেই করে থাকে। তারুণ্যের সদস্যদের এ কাজে স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করতে দেখা যায়। সাবেক সভাপতি আশিফা ইসরাত জুঁই বলেন, ‘নিজেদের মধ্যে যাতে সচেতনতা তৈরি হয়, সে জন্যই এ কাজগুলো করা। ক্যাম্পাস যদি আমরা নিজেরাই পরিষ্কার রাখি তাহলে অন্তত আমাদের দ্বারা ক্যাম্পাসের পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা থাকে না। পরিষ্কার করার পর অন্যরা যদি সেখানে নির্বিঘ্নে ময়লা করে, তাহলে খুব খারাপ লাগে। আমারা সবাই যদি সচেতন হই এবং ক্যাম্পাস পরিষ্কার রাখার চেষ্টা করি, ১৭৫ একরের সবুজ চত্বর আরও মনোমুগ্ধকর হয়ে উঠবে।’

২০২১ সালে সংগঠনটি তাদের কাজের স্বীকৃতিস্বরূপ আরভি ফাউন্ডেশন থেকে হিরো অ্যাওয়ার্ড লাভ করে। তারুণ্যের বর্তমান সভাপতি মো. মারুফ হোসেন বলেন, ‘তারুণ্য ক্যাম্পাসের একটি পরিচিত সংগঠন। দুর্যোগ দুর্বিপাকে মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ানো, বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন, শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কার্যক্রম, রক্তদান কর্মসূচি, ট্রেনিং কার্যক্রম পরিচালনাসহ নানা কর্মযজ্ঞের মাধ্যমে “তারুণ্য” শিক্ষার্থীদের পছন্দের জায়গা হয়ে উঠেছে। তরুণদের হাত ধরে তারুণ্য সুনামের সঙ্গে ১৪ বছর এসব কার্যক্রম পরিচালনা করে আসছে। একঝাঁক নিবেদিতপ্রাণ তরুণ স্বেচ্ছাসেবক নিয়ে আধুনিক ও স্মার্ট তারুণ্য গড়ে তুলতে সংগঠনটি নানা কার্যক্রম পরিচলনা করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১১

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১২

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৩

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৪

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৫

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৬

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১৭

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১৮

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

১৯

ইসরায়েলে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু?

২০
X