

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ দলের নেতাকর্মীদের বিভিন্ন জেলা/মহানগর মোটরসাইকেল র্যালি ও মোটর শোভাযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা ও মহানগরে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ওই বার্তায় বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলা/মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি ও মোটর শোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচিতে কয়েকটা দুর্ঘটনা ও আহতের প্রেক্ষাপটে সম্মানিত আমিরে জামায়াত এখন থেকে সকল জেলা/মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
মন্তব্য করুন