

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহামন অবসরে যাচ্ছেন মঙ্গলবার (২৫ নভেম্বর)। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শেষ হওয়ায় তিনি অবসরোত্তর ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধার পেতে আবেদন করবেন। এর সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তার মেয়াদও শেষ হতে যাচ্ছে।
সোমবার সন্ধায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রের তথ্যানুযায়ী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বিএমইউর উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন। তবে বিএমইউর অধ্যাপক পদ থেকে পদত্যাগ না করে প্রেষণে মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় যোগদান করেন। সেই হিসেবে অধ্যাপক পদ থেকে অবসরে গেলে তার প্রেষণ বাতিল হয়ে যাবে। অর্থাৎ তিনি আর বিশেষ সহকারী হিসেবে থাকছেন না।
এ বিষয়ে জানতে চাইলে বিশেষ সহকারীর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব ) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘অধ্যাপক হিসেবে স্যারের (ডা. মো. সায়েদুর রহামন) মেয়াদকাল শেষ হওয়ায় তিনি অবসর নিতে ইচ্ছা পোষণ করেছেন। যেহেতু তিনি প্রেষণে ছিলেন, তাই মূল পদ থেকে অবসরে গেলে প্রেষণ সয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে স্যার এখনো এ-সংক্রান্ত চিঠি দেননি।’
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অধ্যাপক সাায়েদুর রহমান মঙ্গলবার সকালে বিএমইউতে যাবেন, সেখানে আনুষ্ঠানিকতা শেষে তিনি যমুনায় বা তেজগাঁওয়ে প্রধন উপদেষ্ঠার সঙ্গে দেখা করতে যাবেন এ ধরনের প্রস্তুতি রয়েছে।
মন্তব্য করুন