মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় ১১৮ ভূমিকম্প

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অন্তত ১১৮ টি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ভূমিকম্পের তথ্য নিয়ে কাজ করা জনপ্রিয় ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’।

সোমবার (২৪ নভেম্বর) ওয়েবসাইটটির দুপুরের আপডেটে এ তথ্য জানানো হয়।

সেখানে আরও জানানো হয় গত সাতদিনে বিশ্বের বিভিন্ন স্থানে অন্তত ৮৫১টি ভূমিকম্প এবং গত একমাসে তিন হাজার ৫৪৩ টি ভূমিকম্প হয়েছে।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে প্রাণ যায় ১০ জনের। আহত হন ছয় শতাধিক মানুষ। মুহূর্তের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়ে ভীতি ও আতঙ্ক। এরপর ৩২ ঘণ্টার মধ্যে আরও তিন দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রতিবেশী দেশ ভারত বা মিয়ানমার নয়, প্রতিটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরে নরসিংদী, মাধবদী, সাভারের বাইপাইল ও রাজধানীর বাড্ডায়। ঢাকা এবং এর কাছাকাছি এলাকা ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল হওয়ায় আতঙ্কে দিন কাটছে রাজধানীবাসীর। পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নানা ঘোষণা দেওয়া হচ্ছে। বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। গ্যাসকূপ খনন ও ভূতাত্ত্বিক জরিপ কাজও স্থগিত রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ ও এর আশপাশে অনুভূত হওয়া একাধিক ভূমিকম্প এই অঞ্চলের ঝুঁকি বেড়ে যাওয়ারই ইঙ্গিত দেয়। শনিবার (২২ নভেম্বর) সকালে ৩.৩ মাত্রার ভূমিকম্পের পর সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে হওয়া দুই দফা ভূমিকম্পকে ‘আফটারশক’ হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের ভূমিকম্পের ৭২ ঘণ্টার মধ্যে সাধারণত আফটারশক অনুভূত হতে পারে। শনিবারের ভূকম্পনগুলোও সেই ধারাবাহিকতার অংশ বলে জানান তারা এবং নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম বলেন, ‘শুক্রবার যে ৫.৭ মাত্রার বড় ভূমিকম্প হয়েছে, শনিবারের দুটি ভূমিকম্প সেই ঘটনার আফটারশক। সাধারণত আফটারশকের মাত্রা আগের ভূমিকম্পের তুলনায় অন্তত ১ পয়েন্ট কম থাকে। তাই ৭২ ঘণ্টার মধ্যে এমন ঘটনা স্বাভাবিক। আতঙ্কিত না হয়ে শকের সময় নিরাপদে থাকা গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘শুক্রবার ভূমিকম্পের মাত্রা ৬-এর নিচে হলেও কম্পন কিছুটা দীর্ঘস্থায়ী ছিল এবং ঝাঁকুনিও বেশি লেগেছে। এর কারণ আমাদের অঞ্চলের মাটির গঠন তুলনামূলক দুর্বল। মাটি দুর্বল হলে ভূকম্পের স্থায়িত্বও বাড়ে।’

এদিকে, পরপর দুদিনে চার দফা ভূমিকম্পে নগরীর বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে পুরান ঢাকায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে অনেকে নিরাপদ স্থানের খোঁজ করছেন।

বংশালের গৃহিণী আসমা বেগম বলেন, ‘ভূমিকম্প শুরু হতেই আমরা বাচ্চাদের নিয়ে দৌড়ে নিচে নেমে যাই। শরীর কাঁপছিল। এই এলাকায় সব ভবন একটার সঙ্গে আরেকটা লাগানো, কোনো নিরাপদ জায়গা নেই। অবস্থা এমন যে নামলেও বাঁচার উপায় নেই। ভয় পাই—যদি বড় ভূমিকম্প পুরান ঢাকায় হয়, তাহলে এখানে শুধু লাশই দেখা যাবে। কেউ জানে না কী হবে, শুধু দোয়া করছি।’

আরেক বাসিন্দা তাজুল খন্দকার বলেন, ‘ভবনে ফাটল ও টাইলস খসে পড়েছে। কী করব ভেবে উঠতে পারছি না। পুরো শহরের একই অবস্থা। ভাবছি পরিবার নিয়ে গ্রামে চলে যাব। সবকিছু মিলিয়ে নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও ঢাকায় থাকতে বাধ্য হচ্ছি।’

পুরান ঢাকার বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ‘ফেসবুকে দেখছি আবার ভূমিকম্প হতে পারে। খুব চিন্তায় আছি। আল্লাহ না করুক ঘুমের মধ্যেই যদি কিছু হয়ে যায়! ভাবছি এখানে থাকা ঠিক হবে কি না। পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই মনটা বেশি অস্থির লাগছে।’

চকবাজারের ব্যবসায়ী আরাফাত বলেন, ‘শুক্রবারের ভূমিকম্পে খুব ভয় পেয়ে যাই। দৌড়ে নিচে নেমে গিয়েছিলাম। সবকিছু কাঁপছিল। ভয় লাগছে, যদি আবার হয়! এখানকার ভবনগুলো সবই পুরোনো, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সত্যি বলতে কেউ জানে না কী হবে।’

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে ঘনবসতিপূর্ণ এলাকায় খোলা মাঠের ব্যবস্থা করা, নির্মাণ বিধিমালা মেনে ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘বাংলাদেশের উত্তরে ইউরেশিয়ান প্লেট, দক্ষিণে ইন্ডিয়া প্লেট এবং পূর্বে বার্মিজ সাব-প্লেট অবস্থান করছে। এই ত্রিমুখী প্লেটের গতিশীলতার কারণেই ভূমিকম্প হয়। অবস্থানগত কারণে বাংলাদেশে আগামী বহু বছর ধরে বিভিন্ন মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এই ভূমিকম্প ঠেকানো যাবে না। ক্ষয়ক্ষতি কমানোর জন্য রাষ্ট্রীয়, সরকারি-বেসরকারি সংস্থা থেকে ব্যক্তি পর্যায় পর্যন্ত সবাইকে উদ্যোগ নিতে হবে। আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নেওয়াই গুরুত্বপূর্ণ।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. মো. বদরুদ্দোজা মিয়া বলেন, ‘ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ এলাকা। কারণ বাংলাদেশ ইউরেশিয়ান ও ইন্ডিয়া প্লেট এবং বার্মিজ সাবপ্লেট—এই তিনটি শক্তিশালী গতিশীল বেসিনের সম্মিলিত প্রভাবে গঠিত একটি ডেলটা অঞ্চল। ফলে রিখটার স্কেলের ৫.৫ মাত্রার ভূমিকম্প এখানে স্বাভাবিক।’

তিনি বলেন, ‘শুক্রবারের ভূমিকম্প যদি মেইন শক হয়ে থাকে, তবে শনিবারের ভূমিকম্প আফটারশক। এমন আফটারশক আরও কয়েক দিন চলতে পারে। আর শুক্রবারের ভূমিকম্প যদি ফোরশক হয়, তাহলে সামনে বড় ধরনের মেইন শক আসতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় সব পর্যায়ে প্রস্তুতি নিতে হবে।’

রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘এ ভূমিকম্প আমাদের জন্য এক সতর্কবার্তা। এ বার্তা অবহেলা করলে বড় বিপর্যয় ঘটতে পারে। ঝুঁকিপূর্ণ কাঠামো চিহ্নিত করে সেগুলো সিল বা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যৎ বিপর্যয় ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে।’

এদিকে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইমার্জেন্সি রেসপন্স সেল গঠন এবং আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ০২৫৮৮১১৬৫১ নম্বরে কল করলে দ্রুত সাড়া পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী সংঘ ইতালির আত্মপ্রকাশ

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১০

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১১

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১২

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৩

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৪

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১৫

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

১৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

১৭

সড়কে লাগানো ধান কেটে প্রতিবাদী পিঠা উৎসব

১৮

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

১৯

যা কিছু রেখে গেলেন ধর্মেন্দ্র

২০
X