বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩
প্রবীর বড়ুয়া
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৯:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, যুক্তরাজ্য

ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, যুক্তরাজ্য

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার হলো একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়, যা ম্যানচেস্টারের বড় কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠানও পরিচালনা করে। এর মধ্যে আছে ম্যানচেস্টার মিউজিয়াম, দ্য হুইটওয়ার্থ আর্ট গ্যালারি, দ্য জন রাইল্যান্ডস লাইব্রেরি ইত্যাদি।

ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ২০০৪ সালে একীভূত হয়ে তৈরি হয় বর্তমানের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার।

ক্যাম্পাস : ম্যানচেস্টার শহরের দক্ষিণে থাকা বিশ্ববিদ্যালয়টির রয়েছে দুটি ক্যাম্পাস। একটি অক্সফোর্ড রোড এরিয়া, যেটি আগের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ক্যাম্পাস এবং অন্যটি স্যাকভিল স্ট্রিট এরিয়া।

র‌্যাঙ্কিং : বিশ্ববিদ্যালয়টি প্রতিবছরই টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে স্থান পেয়েছে। পৃথিবী সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি, সেগুলো কীভাবে সমাধানের চেষ্টা করছে তার তথ্যের ওপর ভিত্তি করে ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ১১৫টি দেশের ১ হাজার ৭০৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউরোপে প্রথম এবং বিশ্বে দ্বিতীয় হয়।

শিক্ষার্থী ও শিক্ষক : যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা করছেন ৪৪ হাজারেরও বেশি শিক্ষার্থী। উল্লেখযোগ্য গবেষণা পরিচালিত হয়ে আসছে ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে। এ পর্যন্ত ২৫ জন নোবেল বিজয়ী এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং নানা গবেষণায় যুক্ত থেকেছেন।

বিখ্যাত যারা : বিখ্যাত সাবেক শিক্ষার্থীদের তালিকায় রয়েছেন আধুনিক রসায়নবিদ্যা ও আণবিক তত্ত্বের জনক জন ডালটন, যুক্তরাজ্যের অভিনেতা টবি জোন্স, বলিউডের পরিণীতি চোপড়া, পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী স্যার জোসেফ জন থমসন, স্যার জেমস চ্যাডউইক ও স্যার কন্সটানটিন সের্গেভিচ নোভোসেলভ, রসায়নে নোবেলজয়ী মেলভিন এলিস কেলভিন প্রমুখ।

যেসব বিষয়ে পড়া যাবে : যুক্তরাজ্যে আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে সবচেয়ে বেশি বিষয় পড়ানো হয় ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে। বিষয়গুলোর মধ্যে আছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স, অ্যামেরিকান স্টাডিজ, আর্কেওলজি, আর্কিটেকচার, আর্ট হিস্ট্রি, বায়োসায়েন্সেস, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, কেমিস্ট্রি, ক্ল্যাসিকস অ্যান্ড এনসিয়েন্ট হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ক্রিমিনোলজি, ডেন্টিস্ট্রি, ড্রামা, আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, ইকোনমিকস, ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইংলিশ লিটারেচার অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফ্যাশন বিজনেস অ্যান্ড টেকনোলজি, ফিল্ম স্টাডিজ, হেলথকেয়ার সায়েন্স, ল, ম্যাটেরিয়ালস সায়েন্স, ম্যাথমেটিকস, মেডিসিন, মিউজিক, নার্সিং, অপটোমেট্রি, ফার্মেসি, ফিলোসফি, ফিজিকস অ্যান্ড অ্যাস্ট্রোনমি, সাইকোলজি, সোশ্যাল অ্যানথ্রোপলজি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি।

পোস্টগ্র্যাজুয়েট লেভেল— অ্যাকাউন্টিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সিকিউরিটি, ডেটা অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট, ডিজিটাল বায়োলজি, অ্যাডভান্সড অডিওলজি স্টাডিজ, অ্যাডভান্সড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্সড কম্পিউটার সায়েন্স, অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, অ্যাডভান্সড ম্যানুফেকচারিং টেকনোলজি অ্যান্ড সিস্টেমস ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড মেজারমেন্ট সায়েন্স, আর্কিটেকচার, বায়োকেমিস্ট্রি, বায়োইনফরমেটিকস অ্যান্ড সিস্টেমস বায়োলজি, ক্যান্সার রিসার্চ অ্যান্ড মলিকিউলার বায়োমেডিসিন, কার্ডিওভাসকুলার হেলথ অ্যান্ড ডিজিজ রিসার্চ, সেল বায়োলজি, কমিউনিকেশনস অ্যান্ড সিগন্যাল প্রসেসিং, নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ আরও অনেক বিষয়।

বৃত্তি : ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের বৃত্তিগুলোর মধ্যে আছে স্পোর্ট স্কলারশিপস, গ্লোবাল ফিউচার্স স্কলারশিপ, ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপস ফর উইম্যান, হিউম্যানিটেরিয়ান স্কলারশিপ, কার্বন রিডাকশন স্কলারশিপ, ইক্যুইটি অ্যান্ড মেরিট স্কলারশিপস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিউচার স্কলারশিপস, গ্রেট স্কলারশিপস, ম্যানচেস্টার হিউম্যানিটিজ ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপ, পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ ফান্ডিং।

ভর্তি : ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে ভর্তি সম্পর্কিত বিস্তারিত জানা যাবে www.manchester.ac.uk ওয়েবসাইট থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিয়েছে ভারত

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

১০

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

১১

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

১২

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

১৩

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১৪

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১৫

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১৬

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১৭

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

১৮

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

১৯

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০
X