মুহাম্মদ আশরাফুল হক ভূঞা, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৯:০০ এএম
প্রিন্ট সংস্করণ

কলেজ আছে, শিক্ষকও আছে শুধু নেই পরীক্ষার্থী

নেত্রকোনার কেন্দুয়া
কলেজ আছে, শিক্ষকও আছে শুধু নেই পরীক্ষার্থী

শিক্ষাপ্রতিষ্ঠান আছে, আছেন শিক্ষকও, কিন্তু নেই কোনো পরীক্ষার্থী। অবিশ্বাস্য মনে হলেও নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এমন এক শিক্ষাপ্রতিষ্ঠানের সন্ধান মিলেছে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান। প্রতিষ্ঠানের নাম গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।

জানা গেছে, গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় একজন পরীক্ষার্থীও অংশ নেয়নি। বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

তবে এ প্রতিষ্ঠান থেকে গত বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে বাংলা বিষয়ে অকৃতকার্য একজন শিক্ষার্থী এ বছর স্থানীয় সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ১৯৮৪ সালের ১ জানুয়ারি গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে এটি উচ্চ মাধ্যমিক স্বীকৃতি পায়। ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়ে আসছে। ২০২৩ সালে এ প্রতিষ্ঠান থেকে মাত্র ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এতে পাস করেছেন মাত্র চারজন। অকৃতকার্যদের মধ্যে নেছার আহমেদ নামে একজন অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়েছে। তবে নিয়মিত কোনো শিক্ষার্থী না থাকায় এ বছর চলতি এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে কেউ অংশগ্রহণ করেনি।

গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২০২২ সালে কলেজ শাখায় একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি। তবে বেশ কয়েকজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, বিভিন্ন কাজে যুক্ত হয়ে অন্য জায়গায় চলে যাওয়ার ফলে তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ছাড়া ভবন সংকট ও অবকাঠামোগত কারণে এখানে কোনো শিক্ষার্থী ভর্তি হতে চায় না।’ ২০২৫ সালে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, তা তিনি সঠিকভাবে বলেননি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বছর এইচএসসি পরীক্ষায় গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে একজন অনিয়মিত পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। নিয়মিত কোনো পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ বশির গ্রুপে ম্যানেজার পদে চাকরি

সুখবর পেলেন বিএনপির যে ৬ নেতা

মোবাইল কিনে দিতে অক্ষম স্বামী, ঝগড়ার পর স্ত্রীর মৃত্যু

চিন্ময় দাসসহ ৩৯ আসামির বিচার শুরুর নির্দেশ

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবি ছাত্রদলের

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

‘মৃত’ দাবি করা ভোটার হাজির, অতঃপর...

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ম্রুণাল

রাজধানীর যেসব এলাকায় সাত কলেজের ভ্রাম্যমাণ মঞ্চ ও গণজমায়েত

জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা

১০

উড়ন্ত বার্সেলোনার জয়রথ থামাল সোসিয়েদাদ

১১

তেঁতুলিয়ায় কুয়াশার দাপট, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

১২

তারেক রহমানের গাড়িতে লাগানো খামটিতে কী ছিল

১৩

আবারও নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

১৪

পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল-পরী

১৫

চিলিতে জরুরি অবস্থা / ভয়াবহ দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার মানুষ

১৬

জানুয়ারির ১৭ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে 

১৭

এলপিজি নিয়ে সুখবর দিল সরকার

১৮

পরিত্যক্ত ভবনে ৬ মরদেহ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সিরিয়াল কিলার

১৯

সিরিয়া সরকার ও এসডিএফের যুদ্ধবিরতি চুক্তি

২০
X