নানা আনন্দ আয়োজন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গাজীপুর মহানগর পুলিশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার, মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ কমিশনার তথ্য ও প্রযুক্তিগত সেবার জন্য পুলিশের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর জোর দিয়ে আরও প্রশিক্ষণ, সাইবার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
কমিশনার মো. মাহবুব আলম বলেন, পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা জিরো টলারেন্সে পুলিশিং শুরু করেছি। এরই মধ্যে আমরা অনেক কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। মহানগর পুলিশের জন্য নিজস্ব আবাসন, জায়গা নির্ধারণ করা এবং স্থাপনা তৈরি করা। চলতি অর্থবছরে ২৬টি টহল গাড়ি ও অফিসারদের গাড়ির জন্য কাজ করছি, যা দ্রুততম সময়ে হয়ে যাবে। প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের জন্য মহানগর পুলিশের যে জনবল রয়েছে তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান ও প্রযুক্তি ব্যবহারের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য ৮ম তলায় সিসিটিভি ও সার্ভার স্থাপন করা হয়েছে।
মন্তব্য করুন