বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আব্দুস ছত্তার খান। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আব্দুস ছত্তার খান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী আব্দুস ছত্তার খান। সেই সঙ্গে নির্বাচন কমিশনে নিজের প্রার্থিতা ফিরে পেতে করা আপিল আবেদনও প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় আব্দুস সত্তার খান নিজেই এই ঘোষণা দিয়েছেন। এর ফলে আসনটিতে নির্বাচনী লড়াইয়ে বিএনপি আর একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

ভিডিও বার্তায় আব্দুস সত্তার খান বলেন, দেশ ও মানুষের সেবার প্রত্যয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ও আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত একজন নিবেদিত কর্মী হিসেবে দলের ঐক্য ও শৃঙ্খলা আমার কাছে সবার আগে গুরুত্বপূর্ণ। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ব্যক্তিস্বার্থের চেয়ে দলীয় সংহতি অধিক গুরুত্বপূর্ণ। একজন সুশৃঙ্খল দলীয় কর্মী হিসেবে সবসময় তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।

নিজের এ সিদ্ধান্তের পক্ষে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের সমর্থন ও ভালোবাসা কামনা করে আব্দুস সত্তার খান বলেন, ইনশাআল্লাহ, আগামী দিনে সবাই মিলে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন আব্দুস সত্তার খান। তার সঙ্গে দেখা করার দুটি ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন আব্দুস সত্তার খান। একটি ছবি তারেক রহমানের পাশে বসা এবং অপর ছবিতে আব্দুস সত্তার খান দাঁড়ানো অবস্থায় আছেন।

জানা গেছে, বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুস সত্তার খান। তিনি মুলাদী পৌরসভার সাবেক মেয়র ও পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ১০ শতাংশ ভোটার তালিকা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। সেই বাতিল আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল করেন সত্তার খান।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, আব্দুস সত্তার খান মুলাদী উপজেলার জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র ছিলেন। দলের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আসনটিতে বিএনপির প্রার্থীর বিজয় নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় নেতাকর্মীদের। তবে তারেক রহমানের আহ্বানে আব্দুস সত্তার খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় আসনটিতে বিএনপির নির্বাচনী লড়াই আরও শক্তপোক্ত হলো বলে মনে করছেন নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তির মুখোমুখি বিএনপি নেতা

জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : প্রেস সচিব

রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী 

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

নিঃশব্দে বিদায় নিলেন একসময়ের মিস ক্যালকাটা

‘এইচআইভি’তে আক্রান্ত দিশা পাটানির প্রেমিক

আলোচিত পাশাতেই আস্থা ১১ দলীয় জোটের

তিন জেলায় শৈত্যপ্রবাহ, শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস  

উত্তরায় বাড়িতে আগুন, নিহত বেড়ে ৬

১০

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

১১

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি যুক্তরাষ্ট্রের

১২

একচল্লিশে পা দিলেন সিদ্ধার্থ 

১৩

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি ৮২ শিক্ষার্থী

১৪

বিয়ের পিঁড়িতে ধানুশ-ম্রুণাল, গুজন নাকি সত্যি?

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

১৬

উত্তরায় বহুতল ভবনে আগুন, নিহত ৩ জনের পরিচয় শনাক্ত

১৭

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ‘অ্যাকশন’ নেবে বিসিবি

১৮

পাবনা ১ ও ২ আসনে নির্বাচনের নতুন তপশিল ঘোষণা

১৯

যে ১৭৯টি আসনে লড়বে জামায়াত

২০
X