ঈদ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে সদিচ্ছা সামাজিক ফাউন্ডেশনের আয়োজনে পদমপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক সভাপতি সোহেল রানা।
পরে সদিচ্ছা সামাজিক ফাউন্ডেশনের সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন লেহেম্বা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম দস্তগীর বিপ্লব, প্রধান শিক্ষক হুমায়ুন কবির, মৎস্যজীবী লীগ নেতা মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুরশালিন, আইনজীবী রোহান উদ্দিন প্রমুখ। ৪নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ড দল উদ্বোধনী ম্যাচে প্রতিযোগিতা করে।
মন্তব্য করুন