ময়মনসিংহের ভালুকার চাঞ্চল্যকর ‘কালু ফকির’ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহোদর দুই ভাই আনিছ ও আলমকে উপজেলার বিরুনিয়া ইউনিয়ন মাহমুদপুর এলাকা থেকে গতকাল রোববার সকালে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। আনিছ ও আলম চান্দরাটি গ্রামের মৃত চেরাগ আলী ফকিরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, জমি ভাগাভাগি কেন্দ্র করে নিহত কালু ফকির ও আসামিদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জেরে ১৯৯৫ সালের ১৮ জুলাই কালু ফকিরকে একা পেয়ে মারধর ও মাছ ধরার কোঁচ দিয়ে পেটে আঘাত করে হত্যা করা হয়।
এ ঘটনায় কালু ফকিরের স্ত্রী রোকেয়া খাতুন বাদী হয়ে ভালুকা থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।
মন্তব্য করুন