প্রেমের ফাঁদে ফেলে এক এইচএসসি পরীক্ষার্থীকে মিরপুরের একটি রেস্তোরাঁয় নিয়ে একাধিকবার ধর্ষণ করে তামিম রহমান (২১) নামে এক তরুণ। সেসব মুহূর্তের অন্তরঙ্গ দৃশ্য ধারণ করে নিজ মোবাইল ফোনে। পরে ওই তরুণীর গোপন ছবি ও ভিডিও আন্তর্জাতিক টেলিগ্রাম গ্রুপ ‘পমপম’-এ ছড়িয়ে দেয় সে। এমন পৃথক ঘটনায় তামিমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার অন্যরা হলো ফাইজুল মল্লিক (২১), আশরাফুল প্রত্যয় (১৯) ও সাফিন রহমান (১৮)। গত বুধবার ঢাকার সাভার, মিরপুর, উত্তরা এবং কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, গ্রেপ্তাররা তাদের সাবেক প্রেমিকাদের হয়রানি করতে আপত্তিকর কনটেন্ট পমপম গ্রুপের কাছে ভাইরাল করার জন্য দিয়েছিল। কেউ কেউ এসব ছবি-ভিডিও বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে তরুণীকে ব্ল্যাকমেইল করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিও আদায়ের পাশাপাশি তাদের কাছে অর্থও দাবি করত। এর আগে গত ২১ মে গ্রুপের মূলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তারের কথাও জানান এ সিআইডি কর্মকর্তা।
মন্তব্য করুন