মো. আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

জন্মদিনে কী দিবা আপু...

জন্মদিনে কী দিবা আপু...

‘প্রতিদিন দু-একবার করে ও আমাকে ফোন দিত। কেমন আছি, ও কেমন আছে—এমন কথাই হতো বেশি। দেশ এবং পরিবার নিয়ে ও অনেক পরিকল্পনা করত। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকেও কল দেয়। এ সময় বলে, আপু, একটা অপারেশনে যাচ্ছি বড় একটা ডাকাত দলের সদস্যদের ধরতে। এরপর বলে, সামনেই তো আমার জন্মদিন, কী দিবা আপু। আমি সেদিন ছুটিতে আসব। এরপর ফোন কেটে দেয়।’ কথাগুলো বলছিলেন কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসীদের হামলায় নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের বড় বোন সুচি বেগম। সুচি বেগম স্বামী-সন্তান নিয়ে ঢাকায় থাকেন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে এসেছেন টাঙ্গাইলে গ্রামের বাড়িতে।

এদিকে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তানজিম সারোয়ারের মরদেহ কক্সবাজার থেকে হেলিকপ্টারে টাঙ্গাইল হেলিপ্যাডে এসে পৌঁছায়। এ সময় পুরো এলাকা ঘিরে রাখেন সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর নিহতের স্বজনদের আহাজারিতে চারপাশ ভারি হয়ে ওঠে। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তার মা নাজমা আক্তার। তাকে সান্ত্বনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরা। মা বিলাপ করে বলছেন, ‘ও আমার আত্মা ছিল। ও যখন অপারেশনে যায়, বলেছি তুমি দেশের জন্য ও দশের জন্য করিও। যেটি ভালো হয় সেটি দেখেশুনে করিও।’ এ সময় নাজমা বেগম সরকারপ্রধান ও সেনাপ্রধানের কাছে ছেলে হত্যার বিচার চান। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা সারোয়ার জাহানও প্রায় বাকরুদ্ধ। তিনি বলেন, ‘এ রকম মৃত্যু যেন আর কারও না হয়। আর যেন কোনো বাবার এভাবে আর্তনাদ করতে না হয়। আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত বিচার চাই। তানজিমই আমার একমাত্র ছেলে। সেই ছিল বাড়ির একমাত্র উপার্জন করার লোক। আমি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ফাঁসি চাই।’

এদিকে, আসরের নামাজের পর গ্রামের বোয়ালী মাদ্রাসা মাঠে জানাজা শেষে তানজিমকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে নিহত সেনা সদস্যকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।

তানজিমের বড় বোন সুচি বেগম বলেন, ‘আমার মেয়ে সারাকে শান্তি মিশন থেকে এসে একটা আইফোন কিনে দেবে বলেছিল ভাই। ভাগনিকে আর ফোন কিনে দেওয়া হলো না নির্জনের (নিহত তানজিম)।’ এসব বলেই কান্নায় ভেঙে পড়েন সুচি।

তানজিমের ভগ্নিপতি এনামুল হক বলেন, ‘নির্জন সেনাবাহিনীতে বড় চাকরি করলেও ছোটদের মতো স্বভাব রয়ে গিয়েছিল। বাচ্চাদের মতো মোবাইলে গেমস খেলত। বাসায় এলে আমার ছোট মেয়ের সঙ্গে দিনরাত মোবাইলে গেমস খেলত।’

তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরে শান্তি মিশনে যাওয়ার কথা ছিল নির্জনের। সেখান থেকে এসে বিয়ে করবে বলেও জানিয়েছিল। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। এর আগেই আমার শ্যালক পরপারে চলে গেল। আমরা তার খুনিদের ফাঁসি চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

কিউবায় তেল সরবরাহ বন্ধের হুমকি ট্রাম্পের

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের হাজির মৃত্যু

বার্সার কাছে হার, তবু নিরাপদ জাবির চেয়ার

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি টাকা

কিশোর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার

বড় ভাইয়ের পর এবার গ্রেপ্তার ছোট ভাই

কর্মজীবনে বিরতির পর ফিরে আসা, আত্মবিশ্বাস পুনর্গঠনে এক নারীর গল্প

ক্যারিয়ারের প্রথম গোল্ডেন গ্লোব জয় করলেন টিমোথি চালামেট

এক মাস জিহ্বা পরিষ্কার না করলে কী হতে পারে, জানুন বিশেষজ্ঞের মতামত

১০

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

১১

শৈত্যপ্রবাহ নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

১২

ঢাবিতে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু ১৮ জানুয়ারি 

১৩

সিলেটে কেন নেই তাসকিন? জানাল ঢাকা ক্যাপিটালস

১৪

রাজধানীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় মিলল চাঞ্চল্যকর তথ্য

১৫

যারা পেলেন গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড ২০২৬

১৬

মেডেল নিয়েই বিদায়, এমবাপ্পের ইঙ্গিতে মাঠ ছাড়ল রিয়াল

১৭

গাড়ি থামিয়ে হামিমকে ডেকে কী কথা বললেন তারেক রহমান

১৮

দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

১৯

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

২০
X