রাজকুমার নন্দী
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০১:৫৪ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১০:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

গণমিছিলের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি

‘অবস্থান’র ব্যর্থতা ঘোচাতে ‘মরিয়া’ মহানগর
গণমিছিলের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি

গণমিছিলের মধ্য দিয়ে ফের মাঠে গড়াচ্ছে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবির যুগপৎ আন্দোলন। আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি পালিত হবে। তবে ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি সফল না হওয়ার প্রেক্ষাপটে চূড়ান্ত আন্দোলন সামনে রেখে এই গণমিছিলকে নিজেদের সাংগঠনিক শক্তি প্রমাণের ‘মাধ্যম’ হিসেবে নিয়েছে মহানগর বিএনপি। দলটির তিন চালিকাশক্তি জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জন্যও এই কর্মসূচি ‘অগ্নিপরীক্ষা’। কারণ, দলের হাইকমান্ড শুদ্ধি অভিযান শুরু করায় গণমিছিলের সফলতার ওপর অনেক গুরুত্বপূর্ণ নেতার পদে থাকা না থাকার বিষয়টি নির্ভর করছে। সে কারণে কর্মসূচি সফলে মরিয়া তারা। আর এই গণমিছিলের মধ্য দিয়েই অবস্থান কর্মসূচির ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় দল। কারণ, ঢাকায় মহাসমাবেশের পর অবস্থান কর্মসূচি সফল না হওয়ায় হঠাৎ চাপে পড়ে যায় বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে সেপ্টেম্বর থেকে ‘অলআউট’ আন্দোলনে নামার পরিকল্পনা করছে হাইকমান্ড।

জানা যায়, পুলিশের অনুমতি ছাড়া রাজধানীর প্রবেশপথে ‘অবস্থান কর্মসূচি’কে সাংগঠনিক সক্ষমতা যাচাইয়ে ‘টেস্ট কেস’ হিসেবে নিয়েছিল বিএনপির হাইকমান্ড। দলটির মূল্যায়ন, লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে ঢাকায় ২৮ জুলাইয়ের মহাসমাবেশ সফল হলেও সমন্বয়হীনতা ও নেতাকর্মীরা ব্যাপকহারে মাঠে না নামায় অবস্থান কর্মসূচি সফল হয়নি। এর মধ্য দিয়ে ঢাকায় দলের সাংগঠনিক দুর্বলতার বিষয়টি সামনে চলে আসে। হাইকমান্ডের কাছেও বিষয়টি ধরা পড়ে।

তাই চূড়ান্ত আন্দোলন সামনে রেখে ঘুরে দাঁড়াতে দলে শুদ্ধি অভিযান শুরু করে হাইকমান্ড। দায়িত্বে অবহেলায় গত মঙ্গলবার ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে যা শুরু হয়। এরপর ঢাকায় অবস্থানসহ নানা কর্মসূচিতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হওয়ায় বুধবার বিএনপির প্রধান অঙ্গসংগঠন যুবদলের ঢাকা মহানগরের দুই কমিটি ভেঙে দেওয়া হয়েছে। গুঞ্জন আছে, নিষ্ক্রিয় অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্ষেত্রেও একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে যুবদল, স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে। কারণ, মাতুয়াইলে অবস্থান কর্মসূচি থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর হঠাৎ প্রস্থানকে ভালোভাবে নেয়নি হাইকমান্ড। অভিযোগ রয়েছে, গাবতলীতে অবস্থান কর্মসূচিতে ছিলেন না স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। এ ছাড়া গাবতলীতে ব্যাপক নেতাকর্মী ছাড়া মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকেও ভালোভাবে নেয়নি হাইকমান্ড। ফলে মহানগর উত্তর বিএনপির নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে বলে কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন।

একদফা ঘোষণার পর বিএনপিসহ সমমনা জোটগুলো গত ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ সব মহানগর ও জেলা সদরে পদযাত্রা, ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ এবং ২৯ জুলাই ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি পালন করে। আজ যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় দুটি গণমিছিল করবে বিএনপি। দুটি মিছিলই বিকেল ৩টায় শুরু হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দল ও অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত থাকবেন। এ গণমিছিলের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। অন্যদিকে, দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এতে প্রধান অতিথি থাকবেন। আরও অংশ নেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ গণমিছিল সমন্বয় করবেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

এদিকে গণমিছিল সফলে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গল ও বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি ও কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন। এই গণমিছিলে ঢাকা মহানগর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। কর্মসূচিতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে ঢাকার দুই মহানগরের অধীন প্রতিটি থানাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যাশিত নেতাকর্মী হাজির করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্য অঙ্গসংগঠনও গণমিছিলে সর্বোচ্চ উপস্থিতি ঘটাতে বদ্ধপরিকর বলে নেতারা জানিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির আন্দোলন চলছে। জনগণের অংশগ্রহণে আমরা চলমান আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে চাই। সামনে আরও কর্মসূচি আসবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থামব না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একদফার আন্দোলন চলছে। জনগণ ইতোমধ্যে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই আমরা সরকারকে পদত্যাগে বাধ্য করে দাবি আদায় করব। তিনি বলেন, গণমিছিল হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে মহানগর উত্তরের সব ওয়ার্ড ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেবেন।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচিগুলো পালন করছি। কিন্তু সরকার ও সরকারি দল বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করছে। আশা করছি, গণমিছিলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সরকার সহযোগিতা করবে।

এদিকে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট ও দলগুলোও আজ আলাদাভাবে ঢাকায় গণমিছিলের কর্মসূচি পালন করবে। ‘গণতন্ত্র মঞ্চ’ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, ‘১২ দলীয় জোট’ একই সময় বিজয়নগর পানির ট্যাঙ্কি, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ বিকেল ৩টায় পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজী কমপ্লেক্স, ‘এলডিপি’ একই সময় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়, ‘গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)’ বিকেল ৩টায় আরামবাগে গণফোরাম চত্বর, নুর-রাশেদের গণঅধিকার পরিষদ বিকেল ৩টায় পুরানা পল্টনের দলীয় কার্যালয়, রেজা কিবরিয়া ও ফারুকের নেতৃত্বাধীন দলটির অপরাংশ একই সময় জাতীয় প্রেস ক্লাব, ‘লেবার পার্টি’ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাব, ‘এনডিএম’ সন্ধ্যা ৭টায় মালিবাগ মোড় এবং সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু করবে। এর মধ্য দিয়ে বিএনপিসহ ৪০টির বেশি দল ফের একযোগে মাঠে নামবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১০

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১১

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১২

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

১৩

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১৫

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১৭

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১৮

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১৯

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

২০
X