বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০২:১৩ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৭:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

সর্বজনীন পেনশন উদ্বোধন আজ

সর্বজনীন পেনশন উদ্বোধন আজ

বহুল প্রত্যাশিত সর্বজনীন পেনশন ব্যবস্থাটি (ইউপেনশন) আজ বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে। দেশের তিন জেলা ও বিদেশের এক দূতাবাস থেকে নির্বাচিত মডেল পেনশনারদের চার স্কিমে (প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস) অনলাইন নিবন্ধন করানোর মধ্য দিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ লক্ষ্যে আগেই গোপালগঞ্জ, বাগেরহাট ও রংপুর জেলা প্রশাসক এবং সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় অর্থ মন্ত্রণালয় থেকে এরই মধ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থার মডেল পেনশনার বাছাইসহ উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হবেন। এ সময় সবার জন্য পেনশন (ইউপেনশন) ব্যবস্থাবিষয়ক সারসংক্ষেপ উপস্থাপন করবেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। এ সময় অর্থ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন বিভাগের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। মূলত অর্থ সচিবের সারসংক্ষেপ উপস্থাপনের পরপরই সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্তির জন্য নির্বাচিত মডেল পেনশনারদের নিবন্ধন সম্পন্ন করার কার্যক্রম শুরু হবে। আর এর মাধ্যমে উদ্বোধনের দিন থেকেই দেশে ও দেশের বাইরে সব বাংলাদেশি নাগরিকের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়ার পথ উন্মুক্ত হয়ে যাবে। বৃদ্ধ বয়সে দেশের সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনতে সরকার সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়।

এ লক্ষ্যে ১৩ আগস্ট ২০২৩-এ সর্বজনীন পেনশন বিধিমালা ২০২৩-এর গেজেট জারি করে অর্থ মন্ত্রণালয়। এ-সংক্রান্ত ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই চূড়ান্ত বিধিমালায় প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী নামে চারটি স্কিম নির্ধারণ করা হয়েছে। বিধিমালায় বেসরকারি চাকরিজীবীদের রাখা হয়েছে প্রগতি স্কিমের আওতায়। এতে সর্বনিম্ন চাঁদার হার ধরা হয়েছে ২০০০ টাকা। তবে ৩০০০ ও ৫০০০ টাকার চাঁদা প্রদানের সুযোগও রাখা হয়েছে। এই শ্রেণির পেনশনারদের চাঁদার ৫০ শতাংশ প্রতিষ্ঠান এবং বাকি ৫০ শতাংশ নিজেরা পরিশোধ করার শর্ত রয়েছে। তবে কোনো প্রতিষ্ঠান এ ব্যবস্থায় অংশ না নিলে ওই চাকরিজীবী নিজ উদ্যোগে এতে অন্তর্ভুক্ত হতে পারবেন। আর কৃষক, রিকশাচালক, কামার, কুমারসহ এরূপ স্বকর্মে নিয়োজিতদের রাখা হয় সুরক্ষা স্কিমে। এদের সর্বনিম্ন চাঁদার হার ১০০০ টাকা। এ ছাড়া ২০০০, ৩০০০ ও ৫০০০ টাকার স্কিমও রয়েছে তাদের জন্য। সমতা স্কিমে থাকবেন দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীরা। এদের চাঁদার হার নির্ধারিত ১০০০ টাকা। তবে এই চাঁদার ৫০ শতাংশ সরকার বা পেনশন কর্তৃপক্ষ বহন করবে। এ ছাড়া প্রবাস স্কিমে যে কোনো প্রবাসী বাংলাদেশি নাগরিক অংশগ্রহণ করবেন। তাদের ন্যূনতম মাসিক চাঁদা ৫০০০ টাকা। তবে ৭৫০০ ও ১০০০০ টাকারও পৃথক দুটি স্কিম রাখা হয়েছে। বিধিমালা অনুযায়ী, ১৮-৫০ বয়সীরা এসব স্কিমে যুক্ত হওয়ার যোগ্য হবেন। অবশ্য ৫০ বছর ঊর্ধ্বসীমার মানুষও সর্বজনীন পেনশনের আওতায় আসতে পারবেন। তবে সবাইকেই কমপক্ষে ১০ বছর চাঁদা দিয়ে যেতে হবে। অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে যে কোনো তপশিলি ব্যাংকের ওটিসি পদ্ধতিতে মাসিক চাঁদা জমা করবেন।

২০২০ সালে দেশে ষাটোর্ধ্ব জনসংখ্যা ছিল ১ কোটি ২০ লাখ। এই সংখ্যা ২০৪১ সালে ৩ কোটি ১০ লাখ হবে বলে অনুমান করছে অর্থ মন্ত্রণালয়। গড় আয়ু বৃদ্ধির কারণে ধীরে ধীরে দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকবে। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো না থাকায় বৃদ্ধকালে তাদের জীবনযাপনে অনিশ্চয়তা দেখা দেওয়ার আশঙ্কা আছে। ওই সময় তাদের স্বাচ্ছন্দ্য জীবনযাপনে আর্থিক নিরাপত্তা নিশ্চিতেই বর্তমান সরকার সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

কর্ণফুলীর তীরে নতুন আশা

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

১০

পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপ আশা

১১

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরে কারাদণ্ড

১২

ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে ‘সব সীমা’ তুলে নিলেন খামেনি!

১৩

ইমো হ্যাকিং চক্রের ১২ সদস্য আটক

১৪

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা মোস্তফা জামানের উঠান বৈঠক

১৫

শতাধিক সনাতনী যোগ দিলেন বিএনপিতে

১৬

উপদেষ্টা পরিষদে ১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন

১৭

আলোচিত শুটার লালন গ্রেপ্তার

১৮

ঢাকা-১৮ আসনের উন্নয়নে কাজ করতে চান কফিল উদ্দিন

১৯

‘গাজায় স্থায়ী স্বস্তি ফিরে আসুক’

২০
X