কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

সমালোচনায় বিদ্ধ সারজিস এবার ঘুরলেন ভ্যানে করে

শতাধিক গাড়ি নিয়ে শোডাউন
সমালোচনায় বিদ্ধ সারজিস এবার ঘুরলেন ভ্যানে করে

নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই পঞ্চগড়ের রাজনীতিতে প্রভাব রাখার চেষ্টা করছেন সারজিস আলম। এনসিপিতে বড় পদ পাওয়ার পরপরই সারজিসের ছবিসংবলিত পোস্টারে ছেয়ে গেছে পুরো পঞ্চগড়। শুধু শহর নয়, গ্রামের বাজারগুলোতেও এমন পোস্টার চোখে পড়ছে। এসব পোস্টারে এনসিপি ও সারজিসের পক্ষে ঈদ শুভেচ্ছা জানানো হয়েছে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর সোমবার হঠাৎ করেই বিশাল গাড়িবহর নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে আসেন সারজিস আলম। ব্যান্ডদলসহ সুসজ্জিত দেড় শতাধিক গাড়ি (কার-মাইক্রোবাস) নিয়ে শোডাউন দেন পঞ্চগড়ের পাঁচ উপজেলায়। এনসিপির নেতা হিসেবে পঞ্চগড়বাসীর সঙ্গে প্রথম সাক্ষাতেই বিশাল গাড়িবহর নিয়ে সারজিসের এই শোডাউনে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিজে

পুরোনো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলে নেতা বনে যাওয়া সারজিস নিজেই ভিআইপি কালচার চর্চা করছেন কি না, তেমন প্রশ্ন উঠেছে।

সারজিসরা বিভিন্ন অনুষ্ঠানে বলে আসছেন, আগামীর বাংলাদেশ হবে নতুন ধারার বাংলাদেশ। এখানে আগের রাজনীতিবিদদের কোনো কালচার থাকবে না। সেই সারজিস আলম নিজেই যখন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো বিশাল গাড়িবহর নিয়ে নিজ জেলায় এসে শোডাউন দিলেন, তখন জনমনে ক্ষোভ সঞ্চার হয়েছে।

শোডাউন দেখতে আসা দেবীগঞ্জ পৌরসভার বাসিন্দা শরীফ উদ্দিন বলেন, পঞ্চগড়ের ইতিহাসে এত বড় শোডাউন কোনো রাজনৈতিক দল বা নেতা দেননি। আমার কাছে বিষয়টি ভালো লাগেনি। সারজিস যে এমন কাজ করবেন, কল্পনাও করতে পারিনি।

তেঁতুলিয়ায় সারজিসের শোডাউন দেখতে আসা মধ্যবয়স্ক ব্যক্তি হাসিবুর বলেন, ভাবলাম সারজিসরা বিতর্ক থেকে দূরে থেকে জনগণের কল্যাণে কাজ করবে; কিন্তু এই শোডাউন দেখে মনে হচ্ছে এরাও পুরোনো পথে হাঁটবে।

নিজ জেলায় সারজিস আলমের এমন শোডাউন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা নানা রকমের নেতিবাচক মন্তব্য করেন। সালমান রহমান নামে একজন মন্তব্য করেছেন, ‘এগুলো টিউশনির টাকা। কেউ আবার চাঁদাবাজির টাকা ভাববেন না।’ বেলাল হোসাইন নামে একজন মন্তব্য করেছেন, ‘সাংবাদিক ভাইয়েরা সারজিসকে প্রশ্ন করুন এত টাকা কোথায় পেল, টাকার উৎস কী?’ নুরুল আমিন নামে আরেকজন লিখেছেন, ‘একজন ছাত্ররাজনীতি করার জন্য এত টাকা কোথায় পায়, কে বা কারা দেয়?’

সারজিস আলমের বিশাল গাড়ির শোডাউন দেওয়ার বিষয়ে পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু কালবেলাকে বলেন, ‘এত বড় গাড়িবহর নিয়ে শোডাউন দেওয়া জনকল্যাণমুখী কাজ নয়। তার টাকার উৎস কোথায়? তার নীতিনৈতিকতার জায়গা থেকে তো এত বড় গাড়িবহর দেওয়ার সুযোগ নেই। এই গাড়িবহর দিয়ে তো জনদুর্ভোগ বাড়িয়েছে সে।’

আটোয়ারী উপজেলার মাইক্রোবাস চালক মো. আসিফ বলেন, ‘গাড়ির সঠিক সংখ্যা বলতে পারছি না। তবে দেড়শ গাড়ির বেশি হতে পারে। আমাদের একেকটি গাড়ি সাত হাজার টাকা করে নির্ধারণ হয়েছে।’ তবে এই টাকা কে দিয়েছেন, তিনি তার নাম-পরিচয় জানাতে পারেননি।

পঞ্চগড়ের মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম রনি বলেন, ‘আমার কাছ থেকে ১৮টি গাড়ি নেওয়া হয়েছে। এর ভাড়া বাবদ এক তরুণ এসে আমায় ৯৯ হাজার টাকা বিল পরিশোধ করেছে।’

এ ব্যাপারে কথা বলতে সারজিস আলমের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি। তবে সারজিসের ছোট ভাই শাকিব কালবেলাকে বলেন, ‘ভাইকে সবাই ভালোবেসে এ উপহার দিয়েছে। সাধারণ মানুষ নিজের টাকায় গাড়ি ভাড়া করে ভাইকে অভিনন্দন জানিয়েছেন। এ গাড়িবহরে আমাদের কোনো টাকা লাগেনি। আমাদের পরিবার থেকে কোনো খরচ করিনি।’

এদিকে সোমবার শতাধিক গাড়ি নিয়ে শোডাউন দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়া সারজিস আলম গতকাল মঙ্গলবার পঞ্চগড় সফরের দ্বিতীয় দিন ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরেছেন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী, বামনকুমার, বালিয়া, লক্ষ্মীত্থানসহ বিভিন্ন গ্রামে যান। এ সময় বাড়ি ও ক্ষেতখামারে গিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। পরে দুপুরে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এবং ছবি পোস্ট করেছেন।

ফেসবুকে ছবি পোস্ট করে সারজিস আলম লিখেছেন, ‘জীবনের প্রথম ১৭ বছর এই মাটি ও মানুষের সাথে থেকে বেড়ে উঠেছি। এখানেই যেন চিরপ্রশান্তি। সরু আইল দিয়ে হেঁটে চলা, মাচায় বসে গল্প করা, ভ্যানে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, এগুলো যেন আমাদের চিরচেনা গল্প। এই গল্পগুলো শুনতে, শোনাতে এবং বাঁচিয়ে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

গাড়িবহরের ব্যাখ্যা চাইলেন তাসনিম জারা: শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে নিজ এলাকায় সারজিস আলমের প্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। জারা আশা করছেন, সারজিস আলম জনগণের সামনে এর একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবেন। এতে জনগণের কাছে এনসিপির ভাবমূর্তি আরও শক্তিশালী হবে। গতকাল সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিসের প্রতি এই আহ্বান জানান তিনি।

তাসনিম জারা লিখেছেন, “আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে। তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, ‘আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই। ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই।’ তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদের অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে।”

তিনি আরও লেখেন, ‘কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো—এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব। আমি আশা করি, বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।’

চিঠির জবাবে যা বললেন সারজিস: সতীর্থ তাসমিন জারার চিঠির জবাব দিয়েছেন সারজিস আলম। তিনি দাবি করেছেন, সোমবার তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে বহরের অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন। যেগুলোর ব্যয় তাদের বহন করতে হয়নি। বাকি ৫০টির মতো গাড়ির ৬ হাজার টাকা করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরও ৫০ বছর আগেও ছিল।

আগামী নির্বাচনে প্রার্থী হলে তার খরচ নিয়েও আত্মবিশ্বাসী সারজিস লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, অন্য কেউ নয়; শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন, সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারব ইনশাআল্লাহ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝে পুতিনকে ট্রাম্পের ফোন

‘মিডিয়া কিছু বলছে মানেই সেটা সত্যি, এটা বিশ্বাস করা বোকামি’

ঘুম থেকে উঠে যে কাজগুলো করা ক্ষতিকর

লঘুচাপ নিম্নচাপে পরিণত, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় বাড়াল ডাকসু নির্বাচন কমিশন

এনবিআরের আরও ৫ কর্মকর্তা বরখাস্ত

টকশোতে বসে এনসিপি নেতা জানলেন তিনি বহিষ্কার

১০

ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের তথ্য জানালেন জেলেনস্কি

১১

এশিয়া কাপের আগে ভারত দলে দুঃসংবাদ

১২

দুই দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

১৩

আ.লীগ নেতা এফএম শরীফুল গ্রেপ্তার

১৪

ছাত্রদলকে সুবিধা দিতেই মনোনয়নপত্র গ্রহণের সময় বৃদ্ধি : বাগছাস

১৫

এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার

১৬

ডাকসু নির্বাচন / ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে’

১৭

এক ফ্যান এক বাতিতে বিদ্যুৎ বিল এক লাখ ৬৭ হাজার টাকা!

১৮

চমক রেখেই বাছাইপর্বের শেষ দুই ম্যাচের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শিশু সন্তানেরও

২০
X