জাকির হোসেন লিটন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০২:৩৬ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৮:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ
গাফিলতির অভিযোগ

ভোটার হতে নানা বিপত্তি

ভোটার হতে নানা বিপত্তি

নতুন করে ভোটার হতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন নাগরিকরা। নির্বাচন কমিশন ভবনসহ স্থানীয় নির্বাচন অফিসগুলোতে দিনের পর দিন ঘুরেও সংকট থেকে মুক্তি পাচ্ছেন না অনেকেই। এতে বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। নতুন ভোটার ফরম পূরণের পর ইসির কেন্দ্রীয় সার্ভারে ডাটা আপলোড নিয়ে গাফিলতির অভিযোগও রয়েছে। ইসির মাঠ প্রশাসন এবং ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট আইটি শাখার বিরুদ্ধে এসব অভিযোগ ভুক্তভোগীদের। সম্প্রতি নিজ এলাকা শরীয়তপুরের গোসাইরহাটের নতুন ভোটার আপলোডে বিলম্বের ঘটনায় বেশ উষ্মা প্রকাশ করে এক নির্বাচন কমিশনার ‘ইউ নোট’ (আনঅফিসিয়াল নোট) দেন, যা সচরাচর আর ঘটেনি। এর পরই নড়েচড়ে বসে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। নতুন ভোটার নিবন্ধন তথ্য ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আপলোড করতে নির্দেশনা দেওয়া হয় সংশ্লিষ্ট শাখাকে। ইসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবির কালবেলাকে বলেন, “ফিঙ্গারপ্রিন্ট সমস্যার কারণে কিছু জায়গায় ভোটার নিবন্ধন তথ্য আপলোডে সমস্যা বা দেরি হয়ে থাকতে পারে। নতুন ভোটার নিবন্ধন তথ্য ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আপলোড করতে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটার নিবন্ধন নিয়ে ‘ইউ নোটের’ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান। সুনির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্রগুলো জানায়, সাধারণত ভোটার হওয়ার ক্ষেত্রে তালিকা হালনাগাদের বাইরে প্রতিদিন অসংখ্য নতুন ভোটার অনলাইনে ফরম পূরণ করেন। পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে ভোটার হওয়ার সময় জানিয়ে দেওয়া হয় অথবা ফরম অনলাইনে পূরণের কপি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে চলে যান। সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে ছবিসহ ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করেন। আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সার্ভারে আপলোড করে দেন। ভোটারের ডাটা আপলোডের পর তা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং করা হয়। তবে নতুন ভোটার অন্তর্ভুক্তি বা জাতীয় পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে দুই ধরনের বিলম্বের তথ্য পাওয়া গেছে। বিশেষ করে কোনো কোনো সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাচনী কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এবং কোনো কোনো ক্ষেত্রে ইসি সচিবালয়ের আইটি শাখার। আর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পেতে ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে দিনের পর দিন ঘুরতে দেখা যায় অনেককে।

ভুক্তভোগীর অনেকেই জানান, ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তোলার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন ভোটার ফরম আপলোড করতে বিলম্ব করেন। লম্বা সময় ধরে তাদের ফাইল পড়ে থাকে সংশ্লিষ্ট শাখায়। তবে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় কোনো ভোটারের ফিঙ্গার ম্যাচিং না করলে। এক্ষেত্রে উপজেলা কর্মকর্তারা ইসি আইটি শাখায় চিঠি দিয়ে বিষয়টি অবগত করে থাকেন। এর পরও বিষয়টি সুরাহা না করে ফেলে রেখে সময়ক্ষেপণ করেন ওই শাখার দায়িত্বপ্রাপ্তরা। এতে করে সেবা গ্রহণের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়েন নতুন ভোটাররা। শুধু তাই নয়, নতুন ভোটারদের তথ্য আপলোডের অনুরোধ জানিয়ে বিভিন্ন উপজেলা ও অঞ্চল থেকে পাঠানো চিঠিও দিনের পর দিন ফেলে রাখার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট শাখার বিরুদ্ধে।

গত ৭ মে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ জি মোস্তফা এক চিঠিতে নুসরাত জাহান রুনু নামে এক নতুন ভোটারের তথ্য আপলোড করতে চিঠি দেন সংশ্লিষ্ট শাখাকে। ওই চিঠিতে তিনি ইসির সংশ্লিষ্ট শাখাকে জানান, ‘নুসরাত জাহান রুনু ফরম নম্বর এনআইডিএফএনর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ মার্চ অত্র কার্যালয়ে ভোটার রেজিস্ট্রেশনের জন্য ছবি ও বায়োমেট্রিক গ্রহণ করা হয়। ওই কার্যালয় থেকে ডাটাটি আপলোড সম্পন্ন করা হলে একই সঙ্গে অন্য ডাটাগুলোর নম্বর পড়লেও নুসরাত জাহান রুনুর জাতীয় পরিচয়পত্র নম্বর পড়েনি। তিনি জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় বিভিন্ন সেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন মর্মে অবহিত করেছেন।’ এদিকে চিঠির প্রায় তিন মাস পার হলেও সংশ্লিষ্ট ব্যক্তির ভোটারের তথ্য আপলোড করা হয়নি।

ইসি সূত্র জানায়, নতুন কোনো ভোটারের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং না হলে ভোগান্তির যেন শেষ নেই। মাসের পর মাস স্থানীয় অফিস ও নির্বাচন কমিশন ভবনে ঘুরেও সেবা মেলে না সেবাগ্রহীতাদের। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচনী কর্মকর্তারা সমস্যা সমাধানে ইসি সচিবালয়কে চিঠি দিয়েও সমাধান পান না। সম্প্রতি এমন আরেকটি ঘটনা ঘটেছে গোসাইরহাটে। সেখান থেকে তথ্য আপলোড করা হলেও কেন্দ্রীয় সার্ভারে দীর্ঘ সময় ধরে সেটি যুক্ত করা হয়নি। ফলে নিজ জেলার ভোটার কার্যক্রমে বিলম্বের এমন ঘটনায় সম্প্রতি ইসির এক কমিশন সভায় বেশ উষ্মা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। শুধু তাই নয়, এ বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ইউ নোটও (আনঅফিসিয়াল নোট) দেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, যা নির্বাচন কমিশনের ইতিহাসে খুব সচরাচর ঘটে না। এর আগে সর্বশেষ পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থী সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে সিইসি বরাবর ‘ইউ নোট’ দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গোসাইরহাটের সমস্যা সমাধান হয়ে গেছে। দ্রুত যেন নতুন ভোটার কার্যক্রম সম্পন্ন করা হয়, সে বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ২ মার্চ প্রকাশিত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৬ কোটি ০৪ লাখ ৪৫ হাজার ৭২৪, মহিলা ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৮৩৭ জন। আগামী নির্বাচনে তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর পরও প্রায় প্রতিদিনই জাতীয় পরিচয়পত্রের জন্য ফরম পূরণ করে আবেদন করছেন হাজারো নাগরিক।

এর আগে ২০২২ সালের ২ মার্চ মোট ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯; নারী ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ছিল ৪৫৪ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত : গোলাম পরওয়ার

জুলাই সনদের আইনিভিত্তি দেওয়া না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে : ড. আযাদ

দেশের অগ্রগতির জন্য নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : খোকন

মুলাদীর সাবেক পৌর মেয়র রুবেল কারাগারে

গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে লাভ হবে না : মাহবুবুর রহমান

ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : চরমোনাই পীর

নির্বাচন নিয়ে ধর্ম ব্যবসায়ী একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১০

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি : জুয়েল

১১

জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

১২

জুমার নামাজে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

১৩

জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত

১৪

জিয়াউর রহমান অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন : চসিক মেয়র

১৫

কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

১৬

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১৭

অনির্দিষ্টকালের অনশন কর্মসূচিতে সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা

১৮

১০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ লেবার পার্টি 

১৯

৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করল লালমনিরহাট যুবদলের নেতাকর্মীরা

২০
X