দেশের রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। দাবি-দাওয়াসহ নানা ইস্যুতে রাজধানী ঢাকার রাজপথ প্রায় অচল। প্রায় প্রতিদিনই চলছে রাস্তা দখল করে আন্দোলন, বিক্ষোভ সমাবেশ। এসব আন্দোলন থেকে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে অন্যের পদত্যাগ দাবিতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘বিএনপির প্রতি সহানুভূতিশীল’ অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার পদত্যাগ চাইছে। বিএনপি নেতা ইশরাক হোসেন ও তার সমর্থকরা ‘নিরপেক্ষতা হারিয়েছে’ আখ্যা দিয়ে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলন চলমান রেখেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। আবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক মো. হযরত আলী।
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি ইশরাকের : অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় আরেকজন মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা। তাকেও পদত্যাগ করতে হবে। ইশরাক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত বুধবার রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভকালে সাংবাদিকদের এ কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের হস্তক্ষেপের কারণে শপথ নিতে পারছেন না বলে অভিযোগ তার।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি রিজভীর
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। রিজভী বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। অথচ মানবিক করিডোরের নামে ড. খলিলুর রহমান দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ করে তুলতে চাইছেন।
উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চাইলেন সারজিস
এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চেয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল দুপুর ১২টা দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে সারজিস লিখেন, ‘টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নেই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না। শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের ওপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দি থাকে।’
উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চেয়ে তিনি লেখেন, ‘প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরল, তার পরও ৯ মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না! একটা খুনের বিচার হয় না! এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?’
ঈদের আগে বিএনপিপন্থি সব ভিসি-প্রক্টরের পদত্যাগ চাইলেন বাকের মজুমদার
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত বিএনপিপন্থি উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগসহ তিনটি দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। গত বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব দাবি তুলে ধরেন তিনি। আবু বাকের মজুমদার তার পোস্টে বলেন, ‘ছাত্রসংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। মির্জা ফখরুল ইসলাম তার বন্ধু ওয়াহিদউদ্দিন মাহমুদের মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তা মনোনীত করেছেন, তাদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে।’
ডিএনসিসি প্রশাসকের পদত্যাগের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভের
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. এজাজের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। গত মঙ্গলবার রাজধানীর গুলশানে ডিএনসিসি ভবনের সামনে সংগঠনটির নেতাকর্মীরা অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন। সংগঠনটির দাবি, ডিএনসিসির প্রশাসক মো. এজাজ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
যদিও গত রোববার ডিএনসিসির মুখপাত্র ও তথ্য কর্মকর্তা ফারজানা ববি এক বিবৃতিতে বলেছেন, এজাজকে জড়িয়ে যেসব অভিযোগ উঠছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির
বিএনপিপন্থি আখ্যা দিয়ে আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে এনসিপি। বুধবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ থেকে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এ দাবি জানান। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির ঢাকা মহানগর উত্তর এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সমাপনী বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইসি পুনর্গঠন না হলে বর্তমান ইসির অধীনে নির্বাচনে যাবে না এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ‘বিএনপির মুখপাত্র’ বলে অভিযোগ করে এই নেতা বলেন, সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে উপদেষ্টাদের মধ্যে যারা ‘বিএনপির মুখপাত্র’ তাদের পদত্যাগে বাধ্য করা হবে।
মন্তব্য করুন