বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে আমরা দাঁতভাঙ্গা জবাব দেব। একটি দল, একটি গোষ্ঠী পেছনের দরজা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা চাচ্ছে আগস্টের পূর্বের ন্যায় দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ করতে। জামায়াতের প্রতিটি কর্মীকে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশবিরোধী সব চক্রান্ত প্রতিহত করবে জামায়াত।
রোববার (২৫ মে) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা নগরীর ফান টাউন মিলনায়তনে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমরা দুটি রোড ম্যাপ চেয়েছি- একটি হচ্ছে নির্বাচনের রোড ম্যাপ, অপরটি সংস্কারের রোড ম্যাপ। তারপরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। আমরা চাই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন। হুন্ডা-গুণ্ডা দিয়ে নির্বাচন করার পদ্ধতি চলবে না। দেশের জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার চায়। জনগণের প্রকৃত সরকার যেন নির্বাচিত হয় তার সব ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এটিএম মাসুম বলেন, বিগত ১৮ বছর জাতি স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হয়েছিল। দেশের শিক্ষা ব্যবস্থাকে পৌত্তলিকভাবে প্রণয়ন করেছিল। অবৈধভাবে বিদেশে টাকা পাচার করে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে পাশের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছিল আওয়ামী লীগ। তাদের অপকর্ম রাত-দিন বললেও শেষ হবে না।
দেশের জনগণ যেন জামায়াতকে আস্থার জায়গা মনে করে সেভাবে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান জামায়াতের এই নেতা। নেতাকর্মীদের দেশের জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকার আহ্বান জানান তিনি। ইসলামি বিপ্লব সাধনে জনগণকে উদ্বুদ্ধ করার ওপর জোর দেন তিনি।
এ অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহাজাহান বলেছেন, তৃণমূল সংগঠন মজবুত হলে দল শক্তিশালী হয়। সংগঠনের জনশক্তি বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হবে। চতুর্মুখী সমস্যা মোকাবিলা করার মতো সামর্থ্য অর্জন করার লক্ষ্যে মনোনিবেশ করা উচিত।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জামায়াত মনোনীত কুমিল্লা-৬ সদর আসনে সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে নগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমির মু. মোছলেহ উদ্দিন।
মন্তব্য করুন