ফিফা বিশ্বকাপ ২০৩৪ এবং এক্সপো ২০৩০-এর আগেই পর্যটকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। এরই অংশ হিসেবে দেশটি ২০২৬ সালের মধ্যে প্রায় ৬০০টি পর্যটন স্থানে অ্যালকোহল নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করতে পারে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এবং তুরস্কভিত্তিক তুর্কি টুডে ২৪ মে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করেছে, অতি-রক্ষণশীল এই দেশটি নির্দিষ্ট কিছু স্থানে—যেমন পাঁচ তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং বিদেশিবান্ধব আবাসিক এলাকা—লাইসেন্সের আওতায় ওয়াইন, বিয়ার এবং সাইডার বিক্রির অনুমতি দিতে পারে।
তবে এই অনুমতি জনসাধারণ, ব্যক্তিগত বাসভবন, দোকান বা ফ্যান জোনের মতো জায়গায় প্রযোজ্য হবে না। বরং, সেখানে অ্যালকোহল সেবনে নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং নতুন নীতিমালায় স্পিরিট জাতীয় পানীয় একেবারেই নিষিদ্ধ থাকবে বলে জানা গেছে।
এই পরিবর্তন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে দেখা হচ্ছে, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দেশটির ‘অ্যালকোহলবিহীন’ ভাবমূর্তি থেকে বেরিয়ে আসা।
দ্য সানের বরাতে জানা গেছে, নিওম, সিন্দালাহ দ্বীপ ও লোহিত সাগর প্রকল্পের মতো আধুনিক পর্যটন এলাকায় সীমিত পরিসরে নিয়ন্ত্রিতভাবে অ্যালকোহল বিক্রির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিদ্বন্দ্বী উপসাগরীয় দেশগুলোর পর্যটনশিল্পের সঙ্গে পাল্লা দিতে চায় সৌদি আরব।
যদিও স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সম্ভাব্য এই ব্যবস্থা যদি চালু হয়, তবে তা কঠোর নিয়ন্ত্রণের আওতায় পরিচালিত হবে। প্রশিক্ষিত কর্মীবাহিনী, অপব্যবহার রোধের নীতিমালা এবং দেশের ইসলামি মূল্যবোধ রক্ষার নিশ্চয়তা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন