কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৩:০৩ পিএম
আপডেট : ২৫ মে ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি থেকে বের করে দেওয়া হলো হাজারো পাকিস্তানিকে

সৌদি আরব ও পাকিস্তানের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরব ও পাকিস্তানের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত

ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।

শুধু সৌদি আরবই নয়, একই অভিযোগে গত ১৬ মাসে ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকেও ফেরত পাঠানো হয়েছে আরও ৩৬৯ জন পাকিস্তানিকে।

সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির এক অধিবেশনে এ তথ্য তুলে ধরেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিক্ষাবৃত্তির অভিযোগে ফেরত আসা এসব নাগরিকের একটি তালিকা প্রস্তুত করেছে, যা দেশটির সংবাদমাধ্যম জাতীয় দৈনিক ডনের হাতে এসেছে।

ভিক্ষাবৃত্তির মতো কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় ফেরত আসা নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। এক বিবৃতিতে তিনি জানান, এইসব নাগরিকের পাসপোর্ট বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

তিনি আরও বলেন, যাদের পাসপোর্ট বাতিল করা হবে, তারা আগামী পাঁচ বছর পর্যন্ত নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না।

প্রসঙ্গত, বিদেশে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়া পাকিস্তানি নাগরিকদের বিষয়টি দীর্ঘদিন ধরে দেশটির জন্য একটি অস্বস্তিকর সংকট হয়ে রয়েছে। দরিদ্রতা ও প্রলোভনের শিকার হয়ে অনেক পাকিস্তানি নাগরিক নিজেদের সহায়-সম্পদ বিক্রি করে ভুয়া এজেন্টদের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাড়ি জমান। বিদেশে গিয়েও কাজ না পেয়ে তারা শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তিতে নাম লেখান।

এ ছাড়া হজ কিংবা ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে অবস্থান দীর্ঘায়িত করে অনেকেই সেখানে অবৈধভাবে বসবাস শুরু করেন এবং জীবিকা নির্বাহের উপায় হিসেবে ভিক্ষাকেই বেছে নেন।

এই প্রবণতা বন্ধে পাকিস্তান সরকার নানা পদক্ষেপ নিলেও বাস্তব ক্ষেত্রে তেমন ফল মিলছে না। বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সূত্র : ডন, জিও টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত

রাবিতে কনসার্ট বাতিল করল আর্টসেল, নেপথ্যে ছাত্রলীগের হুমকি?

পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের হুঁশিয়ারি

নেইমারের ভিলায় বাজল বাংলা গান

ইউক্রেনের হয়ে চুক্তি করতে আসিনি : ট্রাম্প

যারা বিলম্বে নির্বাচন চায়, তারা দেশের মঙ্গল চায় না : সালাম আজাদ 

কবুতরও ‘দুধ’ দেয় কিন্তু কীভাবে

ধোনিকে নিয়ে গুরুতর অভিযোগ শেবাগের

ওয়ার্ল্ড ভিশনে চাকরির সুযোগ, সপ্তাহে দুদিন ছুটি

১০

সৈকতে নেমেছিলেন চার বন্ধু, ঢেউয়ে ভেসে একজনের মৃত্যু

১১

সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে গিয়ে দুর্ঘটনার কবলে প্রধান নির্বাহী

১২

দিল্লিতে মুঘল সম্রাটের সমাধিস্থলে ভবন ধস, নিহত ৫

১৩

জানুন মাথাব্যথার যত ধরন

১৪

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

১৫

জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নেবেন ৩ বাহিনী প্রধান

১৬

পানিবন্দি পুরো এলাকা, মরদেহ দাফনে চরম সংকট

১৭

খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার খাবার বিতরণ

১৮

১৫ আগস্টের গণভোজ খেতে গিয়ে আটক ৩

১৯

সীমান্তে ভারতীয় মদসহ বিপুল চোরাই পণ্য জব্দ

২০
X