রাজধানীর বাড্ডায় স্থানীয় এক বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত আনুমানিক সারে ১১ টায় মধ্য বাড্ডা গুদারা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম।
ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনা সত্য। উনি বিএনপি নেতা সাধন। আমরা ঘটনাস্থলে আছি। কে বা কারা এটি করেছে আমরা এখনো সেটি জানি না। এই বিষয়ে খোজ নিতে আমাদের ফোর্স কাজ করছে।
নিহতের ভাগ্নে জিহাদ কালবেলাকে বলেন, বাড্ডায় ওনাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়৷ গুলিবিদ্ধ অবস্থায় তাকে আমরা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে আসি৷ এখানে চিকিৎসকরা তাকে দেখে মারা গেছেন বলে জানায়৷
জিহাদ জানান, তারা এখন ঘটনাস্থলে আছেন। বাড্ডা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। কারা এই ঘটনা ঘটিয়েছে এখন পর্যন্ত তারা সেটা জানেন না।
মন্তব্য করুন