বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

রাজধানী পরিণত হয়েছে দাবি আদায়ের নগরীতে

ক্ষণে ক্ষণে অচলাবস্থা
পুরনো ছবি
পুরনো ছবি

রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি কর্মচারী থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের দীর্ঘদিনের বৈষম্য ও পুঞ্জীভূত ক্ষোভ যেন এক স্রোতে মিলিত হয়। নানা ধরনের যৌক্তিক-অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নামেন তারা। গত এক বছর রাজধানী ঢাকা পরিণত হয় দাবি আদায়ের নগরীতে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সরকারের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়, শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব ছিল দাবি আদায়ের প্রধান কেন্দ্র। আর এসব এলাকার প্রভাব পড়ে পুরো রাজধানীতে। ক্ষণে ক্ষণে অচলাবস্থার সৃষ্টি হয় রাজধানী শহর।

এক হিসাবে দেখা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শুধু রাজধানীতেই চার শতাধিক দাবিদাওয়ার আন্দোলন হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবে, ঢাকায় গড়ে প্রতিদিন দুই বা ততোধিক আন্দোলন-বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচি সামলাতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এজন্য কয়েক দফা বিজ্ঞপ্তি দিয়ে যমুনা ও সচিবালয়ের আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করতে হয়। সর্বপ্রথম ২০২৪ সালের ২৬ আগস্ট, চলতি বছরে ১৩ মার্চ, ১০ ও ২৬ মে, ৮ জুলাই এবং সর্বশেষ গত বুধবার ডিএমপি আবারও নতুন করে বিজ্ঞপ্তি জারি করে।

বিশেষজ্ঞদের মতে, যে কোনো বিপ্লব বা অভ্যুত্থান-পরবর্তী নতুন সরকার গঠিত হলে সেই সরকারের ভিত্তি দুর্বল থাকে, সরকারের সব ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে না। এ সুযোগে পুঞ্জীভূত ক্ষোভ ও যৌক্তিক-অযৌক্তিক দাবি এবং অপ্রাপ্তিগুলো ফুঁসে ওঠে। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বৈষম্যের শিকার সবাই নিজের দাবি ও স্বার্থ আদায়ে বেপরোয়া হয়ে ওঠে। সরকারের ওপর চাপ সৃষ্টির এই দাবি জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। শুরুতে সরকারের যে কোনো দাবিদাওয়া মেনে নেওয়ার সংস্কৃতি এ ধরনের দাবির আন্দোলনকে উসকে দেয় বলেও মত বিশেজ্ঞদের।

ঘটনাক্রম পর্যালোচনায় দেখা যায়, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরই বাংলাদেশ বেতার, টেলিভিশন, ওয়াসা, ডেসা, সচিবালয়, আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি নিয়ে কর্মসূচি পালন করেন। এরই মাঝে আন্দোলনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীরা ছয়টি বিষয়ে পরীক্ষা বাতিল করে ফল আদায় করে নেয়। গত বছরের ২০ আগস্ট সচিবালয়ে ঢুকে শিক্ষা উপদেষ্টাকে ঘেরাও করে শিক্ষার্থীরা দাবি আদায় করে নেয়।

ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, আনসার থেকে চাকরিচ্যুত সদস্য, নিয়োগ বঞ্চিত বিসিএস ক্যাডার, পিলখানার ঘটনায় চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য, সাত কলেজ পৃথকীকরণ নিয়ে সাত কলেজের আন্দোলন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার আন্দোলন, পলিটেকনিক্যালের শিক্ষার্থীদের অবরোধ, ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলন, রেলসেবা বন্ধ করে কর্মচারীদের আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতকের স্বীকৃতি, ৭০ শতাংশ আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অনুষ্ঠিত হয় রাজধানীতে।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদ পেতে ইশরাক হোসেনের অনুসারীদের বিক্ষোভ, ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও, চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকরা, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, হাইকোর্টের মাজার গেটে বিক্ষোভ, পলিটেকনিক কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার দাবিতে আন্দোলন চলে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ কালবেলাকে বলেন, মানুষ যখন বুঝে গেছে দেশে আইনকানুন নেই, তখন সবাই এ সুযোগটাই কাজে লাগিয়েছে। বৈপ্লবিক পরিবর্তন হলে সরকারের এই দুর্বল মুহূর্তকে ব্যবহার করে সুযোগসন্ধানীরা দাবি আদায়ের পাঁয়তারা করে। আমাদের এখানেও এর বিকল্প হয়নি। যখন সরকার বুঝতে শুরু করেছে ততদিন দেরি হয়ে গেছে। রাজধানী তখন দাবি আদায়ের শহরে পরিণত হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

চৌকি কোর্টে অভিযোগের হেল্পলাইন চালু

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু

১০

গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত

১১

জামিন পেলেন বিএনপির ১৩ নেতাকর্মী

১২

বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া

১৩

সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা

১৪

সাদা পাথর বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত প্রশাসনের

১৫

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদের আপত্তি

১৬

টঙ্গীতে মানববন্ধনে হামলা, আহত ৫

১৭

গলায় চানাচুর আটকে শিশুর করুণ মৃত্যু

১৮

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে লন্ডনে দোয়া মাহফিল  

১৯

ভারতে পিটুনিতে নিহত বাংলাদেশি যুবক, লাশের জন্য ঘুরছে পরিবার

২০
X