

নতুন স্বপ্ন, নতুন লড়াই আর অজানার ডাক এই সবকিছুকে সঙ্গী করেই পর্দা উঠেছে ২০২৬ সালের। বছরের প্রথম সূর্যোদয়েই উৎসবের আলোয় ঝলমল করছে শোবিজ অঙ্গন, আর সেই আলোর মাঝেই স্মৃতি ও প্রত্যাশার গল্প শোনাচ্ছেন তারকারা। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা, কৃতজ্ঞতা আর আগামী দিনের প্রতিশ্রুতি ছড়িয়ে দিচ্ছেন তারা। এই তালিকায় প্রথম দিনের আবেগে ভেসে উঠেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। বছরের প্রথম দিনেই তিনি ফিরে তাকালেন গত বছরের সাফল্য, দর্শকদের উন্মাদনা ও ভালোবাসার দিকে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে সিয়াম লিখেছেন, এই বছরটা শুরু হয়েছিল অনেক আশঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে। ঠিক সেই সময়েই বিনোদনের কাজটা আরও বেশি জরুরি হয়ে ওঠে- মানুষকে একটু হলেও বাস্তবের চাপ থেকে দূরে নিয়ে যাওয়া, কিছুক্ষণ হাসানো, কাঁদানো, কিংবা নতুন একটা জগতে নিয়ে যাওয়া।
গেল বছরের অন্যতম সেরা সিনেমা ‘জংলি’ প্রসঙ্গে সিয়াম লেখেন, ঈদে লাখ লাখ মানুষ পরিবার নিয়ে সিনেমাহলে এসেছেন ‘জংলি’ দেখতে। আপনারা হেসেছেন, কেঁদেছেন, পরম মমতায় আমাকে জড়িয়ে ধরেছেন। সিনেমাহলে লুকিয়ে লুকিয়ে আমি দেখেছি বাবা সন্তানকে আগলে ধরে বসে আছেন, মায়ের চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে।
বিশ্বাস করুন, আপনাদের সেই ভালোবাসা দেখে আমারও চোখ ভিজে উঠেছে। একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!
শাকিব খানের তাণ্ডব সিনেমায় ‘আরমান মনসুর’ নামের এক ক্যামিও চরিত্রে দেখা গেছে সিয়ামকে। সে প্রসঙ্গে সিয়াম লেখেন, আপনারা জনি কিংবা জংলিকে যেমন আপন করে নিয়েছেন, তেমনি আরমান মনসুরকে দেখে বিস্মিত হয়েছেন।
অল্প সময়ের একটি চরিত্রকে ঘিরে আপনারা পোস্টার, মিম, ভিডিও ম্যাশআপ, এমনকি বিজিএম বানিয়ে পাঠিয়েছেন, এই ভালোবাসা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। একজন অভিনেতা হিসেবে সবসময় নিজেকে চ্যালেঞ্জ করাই আমার লক্ষ্য। লক্ষ্য দর্শকদের জন্য ভিন্ন স্বাদের চরিত্র, নতুন গল্প নিয়ে আসা। এই বছর আপনাদের ভালোবাসা আমাকে বুঝিয়েছে, সেই চেষ্টায় আমি কিছুটা হলেও সফল হয়েছি।
নতুন বছরের পরিকল্পনা ও নিজের চ্যালেঞ্জ জানিয়ে সিয়াম লেখেন, এবার নতুন চ্যালেঞ্জের পালা। নতুন বছরে আপনাদের জন্য আসছে আরও নতুন কিছু চরিত্র, আরও নতুন গল্প। আমি সিনেমায় অভিনয় করি দর্শকদের জন্যই, দর্শকের ভালো লাগা-মন্দ লাগাই আমার সবচেয়ে বড় অর্জন।
তাই নতুন বছরে এমন কিছু চরিত্র, এমন কিছু গল্পই হাতে নিয়েছি যেখানে রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে। তাই সিনেমাহলের সিটটা শক্ত করে ধরুন, পপকর্ণের বক্সটা কাছে নিয়ে রাখুন, কারণ আমি পর্দায় আগুন ধরাতে আসছি। আমার এই বড় পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা।
মন্তব্য করুন