স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অবসরের ঘোষণার পর খাজার বিস্ফোরক অভিযোগ

উসমান খাজা। ছবি : সংগৃহীত
উসমান খাজা। ছবি : সংগৃহীত

অবসরের আবেগঘন মঞ্চই হয়ে উঠল দীর্ঘদিনের অভিমান ও ক্ষোভ উগরে দেওয়ার স্থান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিতে গিয়েই অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজা সরাসরি অভিযোগ তুললেন—এখনো তাকে ‘বর্ণবাদী স্টেরিওটাইপ’-এর বিরুদ্ধে লড়তে হয়, এখনো তাকে অন্যদের চেয়ে আলাদা চোখে দেখা হয়।

৩৯ বছর বয়সী খাজা সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের শেষ টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। এ মাঠেই ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষেই শুরু হয়েছিল তার টেস্ট যাত্রা। পাকিস্তানে জন্ম নেওয়া ও অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ করা খাজা মনে করিয়ে দিলেন, এ দেশের ক্রিকেটে জায়গা পেতে তার পথ কখনোই সহজ ছিল না।

সংবাদ সম্মেলনে আবেগমিশ্রিত কণ্ঠে তিনি বলেন, “আমি পাকিস্তান থেকে আসা একজন মুসলিম ‘কালার্ড’ ছেলে। একসময় আমাকে বলা হয়েছিল অস্ট্রেলিয়ার হয়ে কখনো খেলতে পারব না। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেটাই আমার জবাব।”

এই অ্যাশেজ সিরিজের শুরুতেই পিঠের ইনজুরিতে পড়ে দীর্ঘ সমালোচনার মুখে পড়েন খাজা। ইনজুরির আগে গলফ খেলার ঘটনাকে ঘিরে যেভাবে তার দায়বদ্ধতা ও চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, সেটিকেই তিনি বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন।

খাজার বক্তব্য, ‘অনেকে চোট পেলেই সহানুভূতি পায়, কিন্তু আমি চোট পেলে প্রশ্ন ওঠে—আমি অলস, দায়িত্বজ্ঞানহীন, দলে প্রতিশ্রুতিবদ্ধ নই। এগুলো নতুন কিছু নয়; ছোটবেলা থেকেই এসব স্টেরিওটাইপের সঙ্গে লড়ছি।’

তিনি আরও বলেন, ‘আমার মতো অবস্থায় অন্য কোনো খেলোয়াড় থাকলে বিষয়টা এভাবে দেখা হতো না। এখনো আমাকে আলাদা গণ্ডিতে মেপে দেখা হয়—এটাই বাস্তবতা।’

ক্যারিয়ারের শুরুতে যেমন লড়াই ছিল দলে টিকে থাকার, তেমনি মাঝপথে একাধিকবার বাদ পড়ার পর নিজেকে নতুন করে গড়ে ওঠার উদাহরণও তিনি দিয়েছেন। ২০২১-২২ অ্যাশেজে সেঞ্চুরির জোড়া হাঁকিয়ে দলে ফেরার পর থেকে শীর্ষ পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্স, ৬ হাজারের বেশি টেস্ট রান, ১৬ সেঞ্চুরি—সবই যেন তার প্রমাণ, তবু মানসিক লড়াই থামেনি।

খাজার ইচ্ছা, তার পরবর্তী প্রজন্মের কোনো ক্রিকেটার যেন এমন অভিজ্ঞতার মুখোমুখি না হয়।

“আমি শুধু চাই, আগামী দিনের খাজাকে যেন ‘জন স্মিথ’-এর মতোই দেখা হয়। নাম, ধর্ম বা চামড়ার রং যেন কারও বিচারকাঠি না হয়।”

অস্ট্রেলিয়ার হয়ে ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, ছয়টি অ্যাশেজ সিরিজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের অংশ—সব মিলিয়ে সমৃদ্ধ এক অধ্যায়ের সমাপ্তি ঘটছে সিডনিতে। তবে বিদায়ের মুহূর্তেও একটি বার্তা জোরালোভাবে রেখে গেলেন উসমান খাজা—অস্ট্রেলিয়ান ক্রিকেট অনেক এগোলেও এখনো অন্তর্নিহিত বৈষম্যের বিরুদ্ধে পথচলা শেষ হয়নি।

তিনি বলেন, ‘আমি শান্তি ও কৃতজ্ঞতা নিয়েই বিদায় নিচ্ছি। তবে চাই, যে পথ আমি হেঁটেছি, পরের মানুষের জন্য তা একটু হলেও সহজ হোক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদ ইসলামের বার্ষিক আয় নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিল এনসিপি

খাল খননে অনিয়মের অভিযোগ, ভেঙে পড়ছে সড়ক

শীতে হৃদয় সুস্থ রাখতে যেসব খাবার খাবেন ও এড়িয়ে চলবেন

আসনপ্রতি প্রায় ৮০ জনের লড়াই, চবিতে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

বছরের প্রথম দিনে রাশিয়ায় ঘণ্টার পর ঘণ্টা ড্রোন হামলা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

ঢাকার চার ফ্লাইট নামল কলকাতায়

শীতকালে আপনার শরীর গরম রাখবে এমন ৫ খাবার

জুলাই অভ্যুত্থানের পরে আমার ইনকাম কমেছে : হাসনাত

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীর ঢল

১০

মুন্সীগঞ্জে বিএনপি নেতাসহ ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

১১

 এবার নতুন চ্যালেঞ্জের পালা: সিয়াম আহমেদ

১২

নতুন বছরে বলিউডের চমক

১৩

লা লিগার ঐতিহ্যবাহী ক্লাবের মালিক হতে চান রামোস

১৪

দেখা নেই সূর্যের, ১০ ডিগ্রিতে নামল কুড়িগ্রামের তাপমাত্রা

১৫

জানুয়ারির ‘উলফ সুপারমুনে’র বিরল চমক দেখুন আগামীকাল

১৬

নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

১৭

ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন

১৮

নির্দেশনা অমান্য করে বিদ্যালয় খোলা, প্রধান শিক্ষক বললেন ‘আমার ভুল হয়েছে’

১৯

ঘন কুয়াশার কারণে শাহজালালের ৯টি ফ্লাইট অন্যত্র অবতরণ

২০
X