কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক দুই গুরুত্বপূর্ণ সংস্থা—ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক সপ্তাহের মতো তারা ঢাকায় অবস্থান করে নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ ও সামগ্রিক প্রক্রিয়া সরেজমিন মূল্যায়ন করবে।

এর আগে ২০২৫ সালের ২০ থেকে ২৪ অক্টোবর আইআরআই ও এনডিআই যৌথভাবে একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনে অংশ নেয়। তারা নির্বাচন কমিশনের বেশকিছু অগ্রগতি যেমন ভোটার তালিকা হালনাগাদ, ২১ লাখ মৃত ভোটার অপসারণ ও ৪৪ লাখ নতুন ভোটার সংযুক্তিকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করে। একই সঙ্গে জুলাই মাসে জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর ও আন্তঃদলীয় সংলাপের উদ্যোগকেও স্বাগত জানায়।

তবে ওই মিশন রাজনৈতিক সহিংসতা, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তারা উল্লেখ করে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপির অবস্থান নিয়ে মতভেদ রয়ে গেছে, যা প্রাক-নির্বাচনী পরিবেশকে অনিশ্চিত করে তোলে।

আইআরআই পরে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, ভুয়া তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধ এবং স্থানীয় পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করে। তাদের মতে, পর্যবেক্ষকদের উপস্থিতি সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আইআরআই এরই মধ্যে অন্তত ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি নিশ্চিত করেছে। আইআরআই ও এনডিআই আগেও বাংলাদেশের নির্বাচনে কাজ করেছে এবং স্বাধীনভাবে তাদের মূল্যায়ন প্রকাশ করেছে। নির্বাচনের পর তারা একটি সুপারিশনামা দেবে, যেখানে ভোটে অনিয়ম বা সহিংসতার বিষয় থাকলে সেটিও উঠে আসবে। তাদের পর্যবেক্ষণ দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

নির্বাচনী প্রচারে মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহের অভিযোগ

জিয়া পরিষদের এক সদস্যকে গলা কেটে হত্যা

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

সিলেটে কঠোর নিরাপত্তা

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

১০

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

১১

শ্বশুরবাড়িতে তারেক রহমান

১২

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

১৩

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১৪

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১৫

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১৬

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১৭

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১৮

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৯

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

২০
X