কবির হোসেন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৪১ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

বেসিকের বাচ্চু কোথায়

প্রকৃত তথ্য নেই কারও কাছে
বেসিকের বাচ্চু কোথায়

আলোচিত বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসে ২০১০ সালে। দুদকের প্রাথমিক অনুসন্ধানের তথ্য মতে, ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে এই কেলেঙ্কারির মাধ্যমে। কিন্তু বাস্তবে আত্মসাতের পরিমাণ আরও বেশি বলে অভিযোগ রয়েছে। এত বড় ঋণ কেলেঙ্কারির পর পার হয়েছে প্রায় ১৪ বছর। কিন্তু এ ঘটনার মূল হোতা ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু এখনো ধরাছোঁয়ার বাইরে। উচ্চ আদালত থেকে বারবার নির্দেশনা ও ক্ষোভ প্রকাশ করার পর গত জুনে আলোচিত এই কেলেঙ্কারির ঘটনায় দায়ের হওয়া ৫৯ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এর ৫৮টিতেই অভিযুক্ত হয়েছেন আব্দুল হাই বাচ্চু।

এরপর গত ৩ অক্টোবর বাচ্চু ও তার স্ত্রী-সন্তান, ভাইসহ ছয়জনের বিরুদ্ধে নতুন মামলা করে দুদক। দুদকের ৫৯টি মামলার এই আসামি দুই দফায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন; কিন্তু নিজে আদালতে হাজির হননি। এমনকি তাকে গ্রেপ্তারে দুদকেরও কোনো পদক্ষেপ নেই।

সংশ্লিষ্টরা বলছেন, দুদক শুরু থেকেই আব্দুল হাই বাচ্চুর প্রতি সহানুভূতি দেখিয়ে আসছে। এজন্য আমলযোগ্য অপরাধ হওয়ার পরও তাকে গ্রেপ্তার করা হয়নি। আর চার্জশিট দাখিলের পরও তার প্রতি সহানুভূতি দেখানো হচ্ছে।

সূত্র জানায়, আব্দুল হাই বাচ্চু বিদেশ আছেন, নাকি দেশে—অভিযোগপত্র দাখিলের পর তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ইমিগ্রেশনের সর্বশেষ তথ্যের ভিত্তিতে দুদকের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, আব্দুল হাই বাচ্চু গত ৫ এপ্রিল দুবাই যান। সেখান থেকে তিনি যান কানাডায়। ৮ জুন দেশে ফেরেন তিনি। এরপর তিনি আর দেশের বাইরে যাননি। এর মধ্যে ১৫ জুন আব্দুল হাই বাচ্চুর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের ইমিগ্রেশন ল্যান্ড অ্যান্ড সি পোর্টের বিশেষ পুলিশ সুপার বরাবর চিঠি দেয় দুদক। মামলার পাঁচ তদন্ত কর্মকর্তা পৃথকভাবে এসব চিঠি দেন। অনেকেই বলছেন, বাচ্চু বিদেশে চলে যাওয়ার পর দুদক থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে আব্দুল হাই বাচ্চুর কোনো হদিস নেই। তিনি কি দেশে নাকি বিদেশে—তারও কোনো তথ্য নেই কারও কাছে।

তাকে গ্রেপ্তারে সক্রিয় হয়নি দুদক। দুই দফায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করলেও আদালতে হাজির হননি। এ নিয়েও তৈরি হয়েছে রহস্য।

জানা গেছে, বেসিকের ঋণ কেলেঙ্কারি সংক্রান্ত ৫৮টি মামলায় আগাম জামিন চেয়ে গত ৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন করেন আব্দুল হাই বাচ্চু। এরপর গত ১২ অক্টোবর অর্থ পাচার ও আত্মসাতের অভিযোগে করা মামলায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিন চেয়ে আবেদন করেন বাচ্চু, তার স্ত্রী ও দুই সন্তান। গত ৩ অক্টোবর দুদক নতুন এ মামলাটি করে। এতে বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, ছেলে শেখ রাফা হাই, শেখ ছাবিদ হাই অনিক এবং ভাই শেখ শাহরিয়ার পান্না ও আমিন আহমেদ নামের একজনকে আসামি করা হয়।

সূত্র জানায়, আগাম জামিন চাওয়ার পর ওই আবেদনের কপি দুদকের আইনজীবীকে দেওয়া হয়েছে। কিন্তু আবেদন দুটি শুনানির জন্য আর আদালতে উত্থাপন করা হয়নি। এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। আদৌ আব্দুল হাই বাচ্চু দেশে আছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্যে এ আবেদন করা হয়েছে, তা স্পষ্ট নয়। আগাম জামিন আবেদনের শুনানির সময় আসামিকে হাইকোর্টে সশরীরে হাজির হতে হয়। কিন্তু আগাম জামিন চেয়ে আবেদন করার পরও কেন হাজির হননি এবং শুনানির জন্য আবেদন কোর্টে নেওয়া হয়নি, তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। যে আইনি প্রতিষ্ঠান থেকে আবেদনটি দায়ের করা হয়েছে তারাও শুনানির ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলেনি।

জামিন আবেদনের এফিডেভিটকারী (হলফনামা প্রদানকারী) আইনজীবী ফরহাদ বিন হোসাইন কালবেলাকে বলেন, ‘স্যার (সিনিয়র আইনজীবী) আবেদন দায়ের করতে বলেছেন, আমি দায়ের করেছি। পরবর্তী কোনো নির্দেশনা দেননি।’

আবেদনকারী আব্দুল হাই দেশে আছেন কি না জানতে চাওয়া হলে এই আইনজীবী বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’

তবে তার সিনিয়র ব্যারিস্টার এ এম মাসুম বলেন, ‘এটা চেম্বার থেকে ফাইল করা হয়েছে। আমি জুনিয়রদের সঙ্গে কথা বলে জানাব।’

পরে তিনি আর ফোন ধরেননি।

জানতে চাওয়া হলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান কালবেলাকে বলেন, ‘হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিনের আবেদন করা হয়। আমাদের আবেদনের কপি দেয়। অথচ কোর্টে আবেদন দাখিল করে না। তারা কোর্টে আসে না। এটা কোন ধরনের আচরণ? যদি কখনো এই আবেদনের শুনানি হয়, তখন বিষয়টি আদালতের নজরে আনব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনে হয়, ভয়ে সে হাজির হচ্ছে না।’

আব্দুল হাই বাচ্চু দেশে আছেন কি না সে বিষয়ে কিছু বলতে পারেননি দুদকের এই আইনজীবী। তবে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না— এমন প্রশ্নে খুরশীদ আলম খান বলেন, ‘আমলযোগ্য অপরাধে যে কোনো সময় আসামিকে গ্রেপ্তার করা যায়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতে আবেদন করা হয়েছে। বিষয়টি যেহেতু আদালতে গেছে, তাই অপেক্ষা করাই ভালো।’

আইন বিশেষজ্ঞরা বলছেন, আব্দুল হাই বাচ্চু দুদক ও আইন-আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। দুদকও এতদিন এ ঘটনায় রীতিমতো নাটক করছে। তার প্রতি প্রথম থেকেই সহানুভূতি দেখিয়ে আসছে। তা না হলে এত বড় একটি কেলেঙ্কারির ঘটনার ১৪ বছর পার হলেও আজও বিচার শুরু করা যায়নি কেন? অথচ দুদক আইনে একটি মামলার তদন্তের জন্য সর্বোচ্চ ১৮০ দিন সময় নির্ধারণ করে দেওয়া আছে। এর মধ্যে না পারলে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা। আর বিচার শেষ করতে হবে অভিযোগ গঠনের পর ৬০ দিনের মধ্যে। এই সময়ের মধ্যে বিচার শেষ করতে বিচারকদের প্রতি নির্দেশনা দিয়ে সুপ্রিম কোর্টের সার্কুলারও আছে। সব মিলিয়ে একটি দুর্নীতি মামলার বিচার শেষ করতে আইন অনুযায়ী এক বছরের মতো লাগার কথা। কিন্তু বাস্তব চিত্র যেন সম্পূর্ণ আলাদা। বছরের পর বছর এমনকি যুগ পেরিয়ে গেছে বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির তদন্ত শেষ করতে। আর বিচার শেষ করতে কত বছর লাগবে—এখন সেই প্রশ্নও দেখা দিয়েছে।

জানতে চাওয়া হলে অবসরপ্রাপ্ত জেলা জজ বর্তমানে দুদক কমিশনার জহুরুল হক কালবেলাকে বলেন, ‘এর আগে তিনটি কমিশন গেছে; কিন্তু এত বড় লুটপাটের ঘটনায় তারা কোনো পদক্ষেপ নেয়নি। গণমাধ্যমেরও জোরালো ভূমিকা দেখিনি। এই কমিশন অভিযোগপত্র দিয়েছে। এখন আব্দুল হাই বাচ্চুকে গ্রেপ্তারের জন্য আইনানুগভাবে যা যা করার, তা করা হচ্ছে।’

এ বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইনে নির্ধারিত সময়সীমা কোনো দিনই মানা হয়নি। এখন আমরা বিলম্ব হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করছি। বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি।’

শেখ আব্দুল হাই বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আডুয়াডিহি গ্রামের পুলিশের প্রয়াত উপপরিদর্শক শেখ আবদুল হামিদের ছেলে। বাগেরহাটের মানুষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি ছিলেন সামান্য একজন যন্ত্রাংশ ব্যবসায়ী। পরে এরশাদের সময়ে হন জাতীয় পার্টির স্থানীয় নেতা। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন জাতীয় পার্টির সাবেক এমপি আব্দুল হাই বাচ্চু। আর তখনই ব্যাংকটির দিলকুশা, গুলশান ও শান্তিনগর শাখার কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এর আগেই ২০১০ সাল থেকে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিক অনুসন্ধানে ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে। ঘটনার প্রায় পাঁচ বছর পর ২০১৫ সালে এই ঘটনায় ৫৯টি মামলা করে দুদক। কিন্তু কোনো মামলায় আসামি হিসেবে বাচ্চুর নাম ছিল না। এ নিয়ে সমালোচনা শুরু হয় নানা মহলে। হাইকোর্টও ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে মামলা দায়েরের দুই বছর পর ২০১৭ সালে তাকে পাঁচ দফা জিজ্ঞাসাবাদ করে কমিশন। প্রায় আট বছর তদন্ত শেষে বাচ্চুসহ ১৪৭ জনকে আসামি করে গত ১২ জুন আদালতে ৫৯টি মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে আসামির তালিকায় আছেন ব্যাংকের ৪৬ কর্মকর্তা এবং ১০১ জন ঋণগ্রহীতা। এর মধ্যে ৫৮টি মামলায় আব্দুল হাই বাচ্চুকে আসামি করা হয়েছে।

দুদকের সাবেক মহাপরিচালক (লিগ্যাল) এবং অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মো. মঈদুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে আগাম জামিনের আবেদন করেছে কি না—এটা দুদকের বিবেচ্য বিষয় নয়। তাকে কোনো আদালতই জামিন দেননি। সে একজন পলাতক আসামি। তাকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানাই বা লাগবে কেন? গ্রেপ্তারে আদালতের ওয়ারেন্ট লাগবে—এটা তো বাঙালিকে হাইকোর্ট দেখানোর মতো হয়ে গেল।’

তিনি আরও বলেন, ‘বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারি আমলযোগ্য অপরাধ। এ অপরাধে যে কোনো সময় আসামিকে গ্রেপ্তার করা যায়। আব্দুল হাইয়ের ক্ষেত্রে দুদক শুরু থেকেই সহানুভূতি দেখিয়ে আসছে। প্রথমত সহানুভূতি দেখিয়েছে, তাকে মামলায় আসামি না করে। পরে হাইকোর্ট মূল হোতাকে আসামি না করায় বারবার ক্ষোভ প্রকাশ করার পর চার্জশিটে তার নাম এসেছে। তদন্তকালেও তাকে গ্রেপ্তার করা হয়নি। এখন চার্জশিট দেওয়ার পরও সহানুভূতি দেখানো হচ্ছে। দুদক এটা করতে পারে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউসিটিসিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা?

মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

‘জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাপা’

ভারতের দাপুটে জয়, সাফ শিরোপা হাতছাড়া বাংলাদেশের

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিচার দাবি

অশুভ শক্তি দমনে ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে : কামাল হোসেন

জাপা কার্যালয়ের সামনে ফের হামলা, গুরুতর আহত নুর

চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট লড়াই : মিস করা যাবে না এই ১০ ম্যাচ

বে গ্রুপে আবেদন করুন, আর দুদিন বাকি

১০

নারী সেজে কিশোরীকে ধর্ষণ করলেন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা

১১

শাপলা ফুল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

১২

সবচেয়ে সুবিধাবাদী দল জামায়াতে ইসলামী : এলডিপি মহাসচিব

১৩

শনিবার যেসব জেলায় বিদ্যুৎ থাকবে না

১৪

চাকসুর দপ্তরের দুই পদে প্রার্থী হতে পারবেন নারীরাও

১৫

দেশে অরাজকতা সৃষ্টি করতে আ.লীগ নেতারা ফান্ডিং করছে : সপু

১৬

ফুডপান্ডায় অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ, আবেদন করুন আজই

১৭

‘আমরা এমন সরকার গঠন করতে চাই যার সবাই ভালো’

১৮

প্রতিদিন এক কাপ লবঙ্গ চায়ের ৯টি দারুণ উপকারিতা

১৯

সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের

২০
X