মোতাহার হোসেন, ঢাবি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০২:৪৯ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

আত্মীয়দের ডেকে ডেকে চাকরি দেন ঢাবি ভিসি!

ড. মো. আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
ড. মো. আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই নানা কারণে বিতর্কিত হলেও কারও বিরুদ্ধেই বিভিন্ন পদে গণহারে আত্মীয়স্বজন নিয়োগের অভিযোগ শোনা যায়নি। এ ক্ষেত্রে নতুন নজির স্থাপন করেছেন বর্তমান উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। ছয় বছরের দায়িত্বকালে যেখানেই সুযোগ পেয়েছেন, সেখানেই নিজের এবং স্ত্রীর আত্মীয়স্বজনদের নিয়োগ দিয়েছেন। এই তালিকায় আছেন উপাচার্যের ভাগনে, ভাগনি জামাই; উপাচার্যপত্নী সালমা জামানের ভাতিজি, ভাইয়ের ছেলের বউ, ভাগনি জামাই, খালাতো বোনের মেয়েসহ প্রায় ৪০ জন। এর বাইরে আঞ্চলিকতা বিবেচনায় বিপুলসংখ্যক চাকরি দেওয়ার ঘটনা তো আছেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছয় বছর ধরে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. আখতারুজ্জামান। এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগে একক আধিপত্য ছিল তার। এই নিয়োগে বরিশাল অঞ্চলের প্রাধান্য দেওয়ার পাশাপাশি আত্মীয়করণও করেছেন। উপাচার্যের স্ত্রীর এলাকা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিপুলসংখ্যক মানুষের চাকরি হয়েছে ড. আখতারুজ্জামানের মেয়াদকালে। এসব নিয়োগে উপাচার্যের স্ত্রী ও ছেলে আশিক খান সরাসরি হস্তক্ষেপ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে চাকরিতে বরিশাল অঞ্চলের প্রাধান্য দিয়েছেন উপাচার্য মো. আখতারুজ্জামান। এর মধ্যে অন্তত ৪০ জন তার নিজের এবং স্ত্রীর আত্মীয়। এর মধ্যে ৩১ জনের নাম-পরিচয় নিশ্চিত হতে পেরেছে দৈনিক কালবেলা।

তবে সূত্র বলছে, উপাচার্যের স্ত্রীর স্বজনদের মধ্যে যারা চাকরিতে যোগদান করেছেন তাদের সবাই সম্পর্কের বিষয়টি গোপন রাখছেন। উপাচার্য পত্মীর পক্ষ থেকেও সম্পর্ক গোপন রাখার বিষয়ে কড়া নির্দেশনা রয়েছে। ফলে এর বাইরেও মোট কতজন স্বজন চাকরি পেয়েছেন, তা নিশ্চিত করা যায়নি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য হিসেবে গত ১৫ অক্টোবর অধ্যাপক ড. মাকসুদ কামালকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৪ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করবেন। জানা গেছে, মেয়াদের শেষ সময়ে এসেও বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছেন বর্তমান উপাচার্য আখতারুজ্জামান। গত এক সপ্তাহে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, রোকেয়া হল ও কুয়েত মৈত্রী হলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া আটজনের মধ্যে তিনজনই উপাচার্য এবং তার স্ত্রীর স্বজন। নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের আগেই আরও কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগেও বরিশাল অঞ্চলকে প্রাধান্য দিয়েছেন। যদিও ওই পদে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। সেখানে নিয়োগ কমিটির প্রধান হিসেবে থাকেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন)। ফলে এই নিয়োগে উপাচার্যের সরাসরি হস্তক্ষেপের সুযোগ কম। তবে নিয়োগ কমিটির প্রধান ছাড়া বাকি সব সদস্য নিয়োগ হয় তার ইচ্ছায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপাচার্যের স্বজনদের মধ্যে পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন উপাচার্যের ভাগনে আবদুল হাই। আবদুল হাইয়ের আত্মীয় সাইফুল ইসলাম নিয়োগ পান হিসাব পরিচালকের দপ্তরের অডিটর হিসেবে। উপাচার্যের ভাগনি জামাই শহিদুল নিয়োগ পেয়েছেন জসীমউদদীন হলে। আরেক ভাগনি জামাই এনামুল নিয়োগ পেয়েছেন কম্পিউটার অপারেটর হিসেবে। উপাচার্যের স্ত্রীর ভাতিজা বউ পাপিয়া নিয়োগ পেয়েছেন লেদার ইনস্টিটিউটে। ভাতিজি কলি নিয়োগ পেয়েছেন তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে। ভাগনির ছেলে কাইয়ুম নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। ভাগনে মানিক চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে, উপাচার্য স্ত্রীর দূরসম্পর্কের আত্মীয় খায়রুল ক্লিনার হিসেবে জসীমউদদীন হলে, উপাচার্য পত্নীর দূরসম্পর্কের নাতি ইমরান সেন্ট্রাল লাইব্রেরিতে, ভিসির দূরসম্পর্কের নাতি রোকন সেন্ট্রাল লাইব্রেরিতে, ভিসির চাচাতো ভাইয়ের ছেলে লিংকন মেডিকেল সেন্টারে, আরেক চাচাতো ভাইয়ের ছেলে পারভেজ ইন্টারন্যাশনাল হলে, জসীমউদদীন হলে সিক বয় হিসেবে তোহা, উপাচার্য স্ত্রীর খালাতো বোনের মেয়ের জামাই মুসা ডাকসু অফিসে, বউয়ের ভাগনে মাসুম উচ্চমান সহকারী হিসেবে চাকরি পেয়েছেন। উপাচার্য পত্নীর খালাতো বোনের মেয়ে, ভাগনে বউ, ভাগনির বউরাও রয়েছে চাকরি পাওয়াদের তালিকায়। এ ছাড়া উপাচার্যপুত্র আশিক খানের নিকটজন হিসেবে পরিচিত ইমরান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শোভন চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে।

অবশ্য নিয়োগের ক্ষেত্রে এসব স্বজনপ্রীতির অভিযোগ নাকচ করে দিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ বিষয়ে জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, ‘আমরা বহু গরিব ও অসহায় মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু অসাধুভাবে কোনো নিয়োগ বিশ্ববিদ্যালয়ে হয়নি। কেউ কেউ অসৎ উদ্দেশ্যে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের কথা বলে।’

বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে লোক নিয়োগে আত্মীয়করণ সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন, ‘এটি অনৈতিক, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতিনির্ভর দুর্নীতি। এর মধ্য দিয়ে উপাচার্য নেতিবাচক এবং ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

তিনি বলেন, ‘কেউ বিচারের ঊর্ধ্বে নয়। যাদের নিয়োগ দেওয়া হয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগগুলো দেওয়া হয়েছে কি না, যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে কি না—তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় একটি পাবলিক প্রতিষ্ঠান। জনগণের অর্থে এ প্রতিষ্ঠান চলে। শিক্ষার্থীদের কাছে যেখানে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করার কথা, সেখানে নেতিবাচক ঘটনা কখনোই প্রত্যাশিত হতে পারে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর দ্বিশততম জন্মবার্ষিকীতে মোড়ক উন্মোচন

চট্টগ্রামে বিভাগীয় ইমাম সম্মেলন / জুলাই সনদে ’৭১ মুছে দেওয়ার অভিযোগ সঠিক নয় : আলী রীয়াজ

বায়রার নির্বাচন স্থগিত ঘোষণা

চবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, ভিন্ন পথে কার্যালয়ে গেলেন উপ-উপাচার্য

মানুষ নয়, গ্যালারিতে বসে খেলা দেখছে বানর

মিনিস্টার ‘নির্বাচনী উৎসবে’ টিভি-ফ্রিজে ৫৩ শতাংশ পর্যন্ত ছাড়

নাজমুলকে অব্যাহতি, বিসিবির অর্থ কমিটির দায়িত্ব পেলেন যিনি

মার্কিন অভিবাসী ভিসা স্থগিত, যে কৌশল নিচ্ছে সরকার

ওরসের দোহাই দিয়ে ৫ দিন স্কুল বন্ধ রাখে প্রধান শিক্ষক

লন্ডনের হোটেলে মারা যাওয়া ইরানি প্রিন্সেস পাহলভির করুণ জীবন কাহিনি

১০

বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি

১১

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

১২

প্রার্থিতা ফিরে পেলেন গণঅধিকার পরিষদের আবুল কালাম 

১৩

ভারত যেন ‘অসহায়’, বড় ব্যবধানে হারল বাংলাদেশের কাছে

১৪

জানা গেল পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

১৫

জাতীয় সংগীত আমাদের স্বাধীনতার স্পন্দন : নুরুদ্দিন অপু

১৬

ইসলামী আন্দোলন নিয়ে যে বার্তা দিলেন রাশেদ প্রধান

১৭

ক্ষমতায় এলে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ জানালেন রেজা পাহলভি

১৮

ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণার আশা মামুনুল হকের

১৯

নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

২০
X