মোতাহার হোসেন, ঢাবি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০২:৪৯ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

আত্মীয়দের ডেকে ডেকে চাকরি দেন ঢাবি ভিসি!

ড. মো. আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
ড. মো. আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই নানা কারণে বিতর্কিত হলেও কারও বিরুদ্ধেই বিভিন্ন পদে গণহারে আত্মীয়স্বজন নিয়োগের অভিযোগ শোনা যায়নি। এ ক্ষেত্রে নতুন নজির স্থাপন করেছেন বর্তমান উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। ছয় বছরের দায়িত্বকালে যেখানেই সুযোগ পেয়েছেন, সেখানেই নিজের এবং স্ত্রীর আত্মীয়স্বজনদের নিয়োগ দিয়েছেন। এই তালিকায় আছেন উপাচার্যের ভাগনে, ভাগনি জামাই; উপাচার্যপত্নী সালমা জামানের ভাতিজি, ভাইয়ের ছেলের বউ, ভাগনি জামাই, খালাতো বোনের মেয়েসহ প্রায় ৪০ জন। এর বাইরে আঞ্চলিকতা বিবেচনায় বিপুলসংখ্যক চাকরি দেওয়ার ঘটনা তো আছেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছয় বছর ধরে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. আখতারুজ্জামান। এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগে একক আধিপত্য ছিল তার। এই নিয়োগে বরিশাল অঞ্চলের প্রাধান্য দেওয়ার পাশাপাশি আত্মীয়করণও করেছেন। উপাচার্যের স্ত্রীর এলাকা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিপুলসংখ্যক মানুষের চাকরি হয়েছে ড. আখতারুজ্জামানের মেয়াদকালে। এসব নিয়োগে উপাচার্যের স্ত্রী ও ছেলে আশিক খান সরাসরি হস্তক্ষেপ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় এবং চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে চাকরিতে বরিশাল অঞ্চলের প্রাধান্য দিয়েছেন উপাচার্য মো. আখতারুজ্জামান। এর মধ্যে অন্তত ৪০ জন তার নিজের এবং স্ত্রীর আত্মীয়। এর মধ্যে ৩১ জনের নাম-পরিচয় নিশ্চিত হতে পেরেছে দৈনিক কালবেলা।

তবে সূত্র বলছে, উপাচার্যের স্ত্রীর স্বজনদের মধ্যে যারা চাকরিতে যোগদান করেছেন তাদের সবাই সম্পর্কের বিষয়টি গোপন রাখছেন। উপাচার্য পত্মীর পক্ষ থেকেও সম্পর্ক গোপন রাখার বিষয়ে কড়া নির্দেশনা রয়েছে। ফলে এর বাইরেও মোট কতজন স্বজন চাকরি পেয়েছেন, তা নিশ্চিত করা যায়নি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য হিসেবে গত ১৫ অক্টোবর অধ্যাপক ড. মাকসুদ কামালকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৪ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করবেন। জানা গেছে, মেয়াদের শেষ সময়ে এসেও বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছেন বর্তমান উপাচার্য আখতারুজ্জামান। গত এক সপ্তাহে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, রোকেয়া হল ও কুয়েত মৈত্রী হলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া আটজনের মধ্যে তিনজনই উপাচার্য এবং তার স্ত্রীর স্বজন। নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের আগেই আরও কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগেও বরিশাল অঞ্চলকে প্রাধান্য দিয়েছেন। যদিও ওই পদে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। সেখানে নিয়োগ কমিটির প্রধান হিসেবে থাকেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন)। ফলে এই নিয়োগে উপাচার্যের সরাসরি হস্তক্ষেপের সুযোগ কম। তবে নিয়োগ কমিটির প্রধান ছাড়া বাকি সব সদস্য নিয়োগ হয় তার ইচ্ছায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপাচার্যের স্বজনদের মধ্যে পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন উপাচার্যের ভাগনে আবদুল হাই। আবদুল হাইয়ের আত্মীয় সাইফুল ইসলাম নিয়োগ পান হিসাব পরিচালকের দপ্তরের অডিটর হিসেবে। উপাচার্যের ভাগনি জামাই শহিদুল নিয়োগ পেয়েছেন জসীমউদদীন হলে। আরেক ভাগনি জামাই এনামুল নিয়োগ পেয়েছেন কম্পিউটার অপারেটর হিসেবে। উপাচার্যের স্ত্রীর ভাতিজা বউ পাপিয়া নিয়োগ পেয়েছেন লেদার ইনস্টিটিউটে। ভাতিজি কলি নিয়োগ পেয়েছেন তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে। ভাগনির ছেলে কাইয়ুম নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। ভাগনে মানিক চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে, উপাচার্য স্ত্রীর দূরসম্পর্কের আত্মীয় খায়রুল ক্লিনার হিসেবে জসীমউদদীন হলে, উপাচার্য পত্নীর দূরসম্পর্কের নাতি ইমরান সেন্ট্রাল লাইব্রেরিতে, ভিসির দূরসম্পর্কের নাতি রোকন সেন্ট্রাল লাইব্রেরিতে, ভিসির চাচাতো ভাইয়ের ছেলে লিংকন মেডিকেল সেন্টারে, আরেক চাচাতো ভাইয়ের ছেলে পারভেজ ইন্টারন্যাশনাল হলে, জসীমউদদীন হলে সিক বয় হিসেবে তোহা, উপাচার্য স্ত্রীর খালাতো বোনের মেয়ের জামাই মুসা ডাকসু অফিসে, বউয়ের ভাগনে মাসুম উচ্চমান সহকারী হিসেবে চাকরি পেয়েছেন। উপাচার্য পত্নীর খালাতো বোনের মেয়ে, ভাগনে বউ, ভাগনির বউরাও রয়েছে চাকরি পাওয়াদের তালিকায়। এ ছাড়া উপাচার্যপুত্র আশিক খানের নিকটজন হিসেবে পরিচিত ইমরান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শোভন চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে।

অবশ্য নিয়োগের ক্ষেত্রে এসব স্বজনপ্রীতির অভিযোগ নাকচ করে দিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ বিষয়ে জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, ‘আমরা বহু গরিব ও অসহায় মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু অসাধুভাবে কোনো নিয়োগ বিশ্ববিদ্যালয়ে হয়নি। কেউ কেউ অসৎ উদ্দেশ্যে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের কথা বলে।’

বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে লোক নিয়োগে আত্মীয়করণ সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন, ‘এটি অনৈতিক, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতিনির্ভর দুর্নীতি। এর মধ্য দিয়ে উপাচার্য নেতিবাচক এবং ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

তিনি বলেন, ‘কেউ বিচারের ঊর্ধ্বে নয়। যাদের নিয়োগ দেওয়া হয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগগুলো দেওয়া হয়েছে কি না, যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে কি না—তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় একটি পাবলিক প্রতিষ্ঠান। জনগণের অর্থে এ প্রতিষ্ঠান চলে। শিক্ষার্থীদের কাছে যেখানে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করার কথা, সেখানে নেতিবাচক ঘটনা কখনোই প্রত্যাশিত হতে পারে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের রাজনীতিতে জনপ্রতিনিধি হওয়ার কোনো স্বপ্ন আমার নেই : তারিকুল

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে এমন ১১ অভ্যাস জেনে নিন

কোন অস্ত্র উদ্ধারে কত টাকা পুরস্কার?

ডাকসু নির্বাচনে ভোট ও প্রচারণা নিয়ে নতুন নির্দেশনা

টাইগারদের সাবেক কোচের জায়গা নিলেন শেন বন্ড

এ বছর আর কয়টি সরকারি ছুটি বাকি

ভুয়া মামলায় কেন গ্রেপ্তার করতে হবে, তৌহিদ আফ্রিদিকে নিয়ে রাশেদের প্রশ্ন

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা

ভারতের স্পন্সর হতে দুই কোম্পানির আগ্রহ প্রকাশ

তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড

১০

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

১১

দেব-জিৎকে টেক্কা দিল শাকিবের হিন্দি তুফান

১২

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

১৩

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

১৪

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

১৫

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

১৬

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

১৭

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

১৮

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

১৯

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

২০
X