শফিকুল ইসলাম
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০১:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

আন্দোলনের ঢেউ চালু রাখবে বিএনপি

বিএনপির পতাকা। ফাইল ছবি
বিএনপির পতাকা। ফাইল ছবি

অবিলম্বে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তিসহ একদফার আলটিমেটাম দিয়েছে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি। গত বুধবার রাজধানীতে জনাকীর্ণ সমাবেশে একদফার দাবিতে দুদিনের পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে চলমান আন্দোলনের চূড়ান্ত ধাপে সুফল পেতে নানামুখী কৌশল নিয়ে এগোচ্ছে বিএনপির হাইকমান্ড। সেই লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আপাতত আরও কিছুদিন তৃণমূলে ফের মাঠ গরম রাখবে দলটি। আন্দোলনের ঢেউ ধরে রাখার লক্ষ্যে একযোগে সব জেলা বা বিভাগের কর্মসূচি না করে একেক দিন একেক মহানগর ও বিভাগ এবং জেলায় কর্মসূচি থাকবে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল ও জাসাসের উদ্যোগে নোয়াখালীতে চট্টগ্রাম বিভাগের পদযাত্রা হবে। পাশাপাশি অভিন্ন দাবিতে আগামীকাল শনিবার ঢাকায় সমাবেশ ও গুলশান অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন পেশাজীবীরা। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।

উস্কানিতে যাবে না বিএনপি : জানা গেছে, ২০২২ সালের জুলাই থেকে শুরু হওয়া বিএনপির লাগাতার আন্দোলন কর্মসূচিতে ১৭ জন নেতাকর্মী নিহত হয়েছেন। ভোলায় পুলিশের হামলায় দুই নেতা নিহত হওয়ার পরও শান্তিপূর্ণ কর্মসূচিতেই আছে দলটি। কোনো কর্মসূচি ঘিরে যাতে বিশৃঙ্খলা বা সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। দলটির নীতিনির্ধারকরা জানান, সরকারবিরোধী আন্দোলন নিয়ে অতীতে তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাদের। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া সরকার বা বিভিন্ন শক্তির প্রলোভনে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার নেতিবাচক ফল আমরা পেয়েছি। কিন্তু এবার খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চূড়ান্ত আন্দোলনের আগে অনেকটাই ধীরে চলতে চায় বিএনপির হাইকমান্ড। দলের একাধিক নেতাকর্মী জানান, একটি পরিস্থিতি তৈরি করে বিএনপিকে এখনই রাজপথে নামানোর ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু তারা এবার কোনো ফাঁদে পা দেবে না। আপাতত নিয়মতান্ত্রিক কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডেই গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল কালবেলাকে বলেন, আমরা ৩৬টি দল মিলে এক আন্দোলনের যুগপৎভাবে কর্মসূচি ঘোষণা করেছি। এখন আর কোনো দফা নেই। একটাই দফা। এই সরকারকে যেতে হবে। সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে। ইতোমধ্যে একদফা আন্দোলনের লক্ষ্যে আমরা দুদিনের পদযাত্রা কর্মসূচি দিয়েছি। তিনি বলেন, আন্দোলন মানেই তো গাড়ি ভাঙচুর, জ্বালাও-পোড়াও নয়। আমরা এসবে বিশ্বাস করি না। জনগণও সেটা চায় না। আমরা সবসময় গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমরা চাই সরকারবিরোধী একটি গণআন্দোলন। সে লক্ষ্যে আমরা কাজ করছি। গণঅভ্যুত্থান ছাড়া এই ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হবে না। ইতিমধ্যে সারা দেশের মানুষ ও বিশিষ্টজন জেগে উঠেছে। ইনশাআল্লাহ, আমরা সফল হবো। আমরা সরকারের উসকানিতে পা দেব না।

এদিকে গত বুধবার রাজধানীতে একদফা কর্মসূচি ঘোষণার লক্ষ্যে সমাবেশের পর আরও আত্মবিশ্বাসী বিএনপির নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলনের পক্ষে জনমত গড়তে আবারও শান্তিপূর্ণ জনসমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে। অতীতের মতোই চলমান কর্মসূচিতে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই সরকারকে বিদায়ের লাল কার্ড দেখাবে। হামলা-মামলা ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বুধবার ঢাকায় সমাবেশ সফল করায় তারেক রহমানের পক্ষ থেকে জনগণ, দলীয় নেতাকর্মী, সাংবাদিকসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রিজভী।

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ কালবেলাকে বলেন, ক্ষমতাসীন অবৈধ সরকার চাইছে বিএনপিকে উসকানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে। সরকার যে কৌশলই নিক, ভেবেচিন্তেই আগাবে বিএনপির হাইকমান্ড। এই মুহূর্তে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে সরকারবিরোধী জনমত তৈরির দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

আজ নোয়াখালীতে মেহনতি মানুষের পদযাত্রা : এদিকে দেশের ছয় জেলা সদরে ‘মেহনতি মানুষের পদযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে বিএনপির ৫টি অঙ্গসংগঠন। আজ শুক্রবার নোয়াখালীতে (চট্টগ্রাম বিভাগ) পদযাত্রার মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। দুপুর আড়াইটায় নোয়াখালীর মাইজদীর শহীদ বুলু স্টেডিয়ামের সামনে থেকে অনুষ্ঠেয় পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া ১৬ জুলাই চট্টগ্রামে হবে শ্রমিক-কর্মচারী সমাবেশ। তা ছাড়া পদযাত্রার মধ্যে ১৯ জুলাই দিনাজপুর, ২৮ জুলাই রাজশাহী, ৫ আগস্ট যশোর, ১২ আগস্ট হবিগঞ্জ এবং ১৯ আগস্ট বরিশালে মেহনতি মানুষের পদযাত্রা হবে।

কাল মাঠে নামছেন পেশাজীবীরা : এদিকে বিএনপির আন্দোলনের পাশাপাশি প্রশাসনে নগ্ন দলীয়করণ, দলীয় বিবেচনায় চাকরি ও পদোন্নতি, ভিন্নমতের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও কৃষিবিদ, কবি-সাহিত্যিক, লেখকসহ পেশাজীবীদের চাকরিচ্যুতি এবং জুলুম, হত্যা ও গুম বন্ধ; ব্যর্থ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে মাঠে নামছেন পেশাজীবীরা। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) উদ্যোগে আগামীকাল শনিবার সকাল ১১টায় ঢাকার রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে পেশাজীবী সমাবেশ ও নগরীতে নীরব পদযাত্রা অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া কর্মসূচিতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ও বক্তব্য দেবেন বলে জানিয়েছেন বিএসপিপির সদস্য সচিব কাদের গণি চৌধুরী।

একাধিক পেশাজীবী নেতা জানান, এই সরকারের আমলে ভিন্নমতের পেশাজীবীরা পদে পদে বঞ্চনা ও নিগ্রহের শিকার হয়েছেন। বেশিরভাগই সুখে নেই। ক্ষমতাসীন সরকারের রোষানল এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেকেই ওএসডি, অনেকেই চাকরিচ্যুত হয়েছেন। এ কারণে এখন সম্মিলিতভাবে মাঠে নামবেন তারা। কেননা অতীতে ১৯৯৬ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে প্রয়াত কবি শামসুর রাহমান, জিল্লুর রহমান সিদ্দিকী, কবীর চৌধুরী প্রমুখের নেতৃত্বে রাজধানীতে প্রতিবাদ জানিয়ে পদযাত্রা করা হয়েছিল।

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও পেশাজীবী নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কালবেলাকে বলেন, আজকে দেশে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার নেই। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি বঞ্চনা ও নিগ্রহের শিকার হয়ে আসছেন পেশাজীবীরা। বিশেষ করে ভিন্নমতের পেশাজীবীরা এই সরকারের আমলে নানাভাবে নির্যাতিত ও নিপীড়িত। এমতাবস্থায় ঘরে বসে থাকার সময় নেই। আমরা দেশের পেশাজীবী সমাজ এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সমাবেশ করব। পেশাজীবী নেতৃবৃন্দ সমাবেশ সফলের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন।

শ্রমিক-কর্মচারীদের সক্রিয় করবে শ্রমিক দল : এদিকে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পৃথক আন্দোলন গড়ে তোলার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের সব জেলায় সাংগাঠনিক কর্মকাণ্ড জোরদার করতে নির্দেশ দিয়েছে বিএনপির হাইকমান্ড। ক্ষমতাসীনদের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে দেশের শ্রমিক-কর্মচারীদেরও সক্রিয় করতে মাঠে থাকবে শ্রমিক দল। আগামী ১৬ জুলাই শ্রমিক দলের উদ্যোগে চট্টগ্রামে শ্রমিক-কর্মচারী সমাবেশ হবে। চট্টগ্রামের সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরপর হবে পর্যায়ক্রমে খুলনা, গাজীপুর শিল্পাঞ্চল, নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল, ময়মনসিংহ, বরিশাল, বগুড়া বা রাজশাহীতে। এখনো তারিখ চূড়ান্ত না হলেও এসব গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশের লক্ষ্যে প্রস্তুতি সভা শেষ হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বিশিষ্ট শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস কালবেলাকে জানান, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, ভোটের অধিকার আদায়, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য হ্রাস, শ্রমিকের ওপর জুলুম বন্ধ ও ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রতিষ্ঠা, গায়েবি মামলা প্রত্যাহার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান শ্রমজীবী মানুষের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে শ্রমিক দলের ডাকে মহানগর ঢাকায় যথাক্রমে গত ১ মে, ৯ জুন ও ২৩ জুন পরপর বড় ধরনের ৩টি শ্রমিক জমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এখন দেশের অনান্য শিল্পাঞ্চল সমৃদ্ধ এলাকায় শ্রমিক-কর্মচারীদের সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি আয়োজনের জন্য দেশব্যাপী প্রস্তুতি সভা চলছে। তিনি বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশের পাশাপাশি শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জাসাসের উদ্যোগে ‘মেহনতি মানুষের পদযাত্রা’ কর্মসূচি রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত করবে। নোয়াখালীতে ৫টি সংগঠন যৌথভাবে ওই পদযাত্রা কর্মসূচি পালনের মাধ্যমে দেশব্যাপী শ্রমজীবী মানুষের নবজাগরণ ঘটাবে। আন্দোলনের নতুন ঢেউ তৈরি করতে শ্রমিক-কর্মচারীদেরও সক্রিয় করা হবে। কৃষক-শ্রমিক, তাঁতি, জেলে, কামার, কুমার, গরিব মানুষকে চলমান আন্দোলনে সর্বাত্মকভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

পাঠ্যবইয়ে শেখ হাসিনার নাম হবে গণহত্যাকারী : আসিফ মাহমুদ

নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান

নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বাংলাদেশি ফুটবলার

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

১০

আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি

১১

মানুষ ভাত পাচ্ছে না আর উপদেষ্টারা হাঁসের মাংস খুঁজতে বের হচ্ছেন : আলাল

১২

বিচারককে ‘ঘুষ’, বারে আইনজীবীর সদস্যপদ স্থগিত

১৩

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

১৪

শিক্ষককে ছুরি মারা সেই ছাত্রী এখন শিশু উন্নয়ন কেন্দ্রে

১৫

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

১৬

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

১৭

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

১৮

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

১৯

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

২০
X