রাজকুমার নন্দী
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

সেপ্টেম্বরে আন্দোলনের গতি বদলাবে বিএনপি

বিএনপির লোগো
বিএনপির লোগো

পদযাত্রার কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সরকারের পদত্যাগের একদফার চূড়ান্ত আন্দোলনে নেমেছে বিএনপি। এ আন্দোলনের মূল ফোকাস হবে রাজধানী ঢাকা। আপাতত সতর্কতার সঙ্গে ধীরে চলবে দলটি। ধাপে ধাপে আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে আবারও ঘুরে-ফিরে মানববন্ধন, পদযাত্রা, বিক্ষোভ, সভা-সমাবেশের মতো অহিংস কর্মসূচি আসবে। এ আন্দোলনের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে, সেটা হলো এখন থেকে পরবর্তী সব কর্মসূচিই ব্যাপক শোডাউনের মাধ্যমে পালিত হবে। সেখানে জনগণকে ব্যাপকহারে সম্পৃক্ত করাই হবে দলটির লক্ষ্য। কারণ, সহিংস পথে না হেঁটে টার্গেটে পৌঁছাতে চান দলটির নীতিনির্ধারকরা।

বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে তাদের চূড়ান্ত টার্গেট সেপ্টেম্বর। কারণ, সংবিধান অনুযায়ী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিকে নির্বাচন হওয়ার কথা। এজন্য নির্বাচন কমিশনকে তিন মাস আগে অক্টোবরে দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করতে হবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে তপশিল ঘোষণার আগেই রাজপথে চূড়ান্ত ফয়সালা করতে চায় বিএনপি। ফলে সেপ্টেম্বরে একদফার আন্দোলনের কর্মসূচির ধরনে পরিবর্তন আনবে দলটি। সেক্ষেত্রে ঢাকা ঘেরাওয়ের সঙ্গে টানা অবস্থানের কর্মসূচিতে চলমান আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা হাইকমান্ডের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, জনতার সফল সমাবেশের মধ্য দিয়ে একদফা ঘোষণা করা হয়েছে। সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তাদের বিদায় নিতে হবে। তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, লগি-বৈঠার মতো সহিংস কর্মসূচিতে নয়। আমরা দুই দিনের ‘মার্চ’ কর্মসূচি দিয়েছি। আগামী দিনে এ কর্মসূচি আরও ত্বরান্বিত ও তীক্ষ্ণ হবে। জনগণের শান্তিপূর্ণ আন্দোলনেই এ সরকার বিদায় নিতে বাধ্য হবে।

ঢাকার সমাবেশ থেকে গত বুধবার একদফার আন্দোলন এবং ঢাকাসহ দেশব্যাপী দুদিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ১৮ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা হবে। ওইদিন একই কর্মসূচি থাকবে সব জেলা ও মহানগরেও। এ ছাড়া ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উত্তরার আবদুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে।

সমাবেশে এটাকে যুগপৎ ধারার প্রাথমিক কর্মসূচি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এর পরও যদি আঙুলে ঘি না ওঠে, তাহলে কী করে ওঠাতে হয়, এ দেশের মানুষ তা জানে। প্রয়োজনে প্রত্যাশিত কর্মসূচি নিয়ে এই কর্তৃত্ববাদী, লুটেরা সরকারকে সরিয়ে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। যদি কোথাও ফয়সালা না হয়, ফয়সালা হবে রাজপথে।’ এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে থাকা অন্য রাজনৈতিক দলগুলোকেও একদফার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব জানান, যুগপৎ কর্মসূচির পাশাপাশি যুব-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের তারুণ্যের সমাবেশ এবং কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল ও জাসাসের যৌথ পদযাত্রার কর্মসূচিও চলবে।

এদিকে ঢাকার সমাবেশকে সফল মনে করছে বিএনপি। কারণ, তাদের টার্গেট ছিল, সমাবেশে বিপুল জনসমাগম ঘটিয়ে একদফায় যাওয়া। দলটির মূল্যায়ন ও দাবি, নিকট অতীতে কোনো রাজনৈতিক দল ঢাকায় এত বড় সমাবেশ করতে পারেনি। সমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি ঢাকাবাসীরও ব্যাপক উপস্থিতি ছিল। এটা প্রমাণ করে, বিএনপির ‘সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির’ প্রতি সাধারণ মানুষও একমত।

বিএনপির একদফার সমাবেশের মূল্যায়ন করতে গিয়ে দলটির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব কালবেলাকে বলেন, ঢাকায় এ যাবৎকালের সর্ববৃহৎ সমাবেশ হয়েছে। এ সমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি ব্যাপকহারে সাধারণ মানুষও অংশ নিয়েছে। এর মধ্য দিয়ে তারা বিএনপির ‘সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে’র দাবির প্রতি যেমন একাত্মতা প্রকাশ করেছে, তেমনি সরকারের প্রতিও তাদের অনাস্থা জানিয়েছে।

বিএনপির দাবি, একদফার এ সমাবেশের মধ্য দিয়ে তাদের নেতাকর্মীরা এখন ভীষণ উজ্জীবিত। দলটি মনে করছে, নেতাকর্মীদের এ উজ্জীবিত ভাব আগামীদিনের আন্দোলন-সংগ্রাম সফলে সহায়ক হবে। অব্যাহত কর্মসূচির মধ্য দিয়ে এ অবস্থা ধরে রাখতে চান নীতিনির্ধারকরা।

বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুসন্ধানী অগ্রগামী দল ৮ জুলাই ঢাকা এসেছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত তাদের ঢাকা সফরের কথা রয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল সফর করেছে। প্রতিনিধিদলে দেশটির মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও ছিলেন।

বিএনপির পরিকল্পনা ছিল, বিদেশি কূটনীতিকদের সফরের মধ্যেই ঢাকায় বড় সমাবেশ করে একদফার আন্দোলনে যাওয়া। এর মধ্য দিয়ে দলটি আন্তর্জাতিক মহলকে এ বার্তা দিতে চেয়েছিল যে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থার দাবি শুধু বিএনপির একার নয়—এটা জনগণেরও দাবি। দলটি মনে করে, সমাবেশে সাধারণ মানুষ ব্যাপকহারে অংশ নিয়ে তাদের এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছে। এ ছাড়া বিএনপিসহ ৩৬টি রাজনৈতিক দল যে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনে এসে পৌঁছেছে, বিদেশিদের সে বার্তাও দিতে চেয়েছিল। এ ক্ষেত্রে তারা সফল হয়েছে বলে দাবি বিএনপির।

এদিকে ঢাকায় বিএনপির ‘একদফার’ সমাবেশ ঘিরে দলটির সারা দেশ, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছিল। তাদের প্রত্যাশা ছিল, সমাবেশ থেকে সরকার পতনে কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। কিন্তু একদফার প্রথম কর্মসূচি হিসেবে ‘পদযাত্রা’র ঘোষণা দেওয়ায় দলটির তৃণমূল পর্যায়ের নেতারা কিছুটা হতাশ। টাঙ্গাইল থেকে সমাবেশে আসেন আশরাফুল ইসলাম নামে এক কর্মী। সমাবেশ শেষে তিনি হতাশা ব্যক্ত করে বলেন, পদযাত্রা কিংবা মানববন্ধনের মতো কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না। এজন্য কঠোর কর্মসূচি দিতে হবে। বিএনপির হাইকমান্ডকে ‘অলআউট’ আন্দোলনে নামতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

নেতানিয়াহুর ‘দুর্বল’ মন্তব্যের শক্তিশালী জবাব দিল অস্ট্রেলিয়া

ব্রাহ্মণপাড়ার দীর্ঘভূমি যেন বক-পানকৌড়ির অভয়ারণ্য

সিপিএলে ব্যাট হাতে সাকিব ব্যর্থ হলেও জয় পেয়েছে দল

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

লুটের ২ শতাংশ পাথরও উদ্ধার হয়নি

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরি, পদ ৫০

১০

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর

১১

কৃষককে কুপিয়ে জখম, আটক ২

১২

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

১৩

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

১৪

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

১৫

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

১৬

গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী

১৭

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  / ওষুধ-চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

১৮

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

১৯

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

২০
X