নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

পরপর ব্যাংক ডাকাতিতে থমথমে বান্দরবান

পরপর ব্যাংক ডাকাতিতে থমথমে বান্দরবান

থানচি থানা থেকে ব্যাংক দুটির দূরত্ব ২০০ গজ। উপজেলা পরিষদের দূরত্ব ৩০০ গজ। থানার কাছে দিনদুপুরে ডাকাতির ঘটনায় স্থানীয় লোকজন হতভম্ব। এ ঘটনার পর বান্দরবানের রুমা উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ধ্যার আগেই বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে। থানচিতেও চলছে একই অবস্থা। এ দুটি উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক, উৎকণ্ঠা বিরাজ করছে। যে কোনো সময় সশস্ত্র সংগঠনের সদস্যরা আরও বড় ধরনের হামলা চালাতে পারে—এ আশঙ্কায় সেখানে নিরাপত্তা জোরদার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর বাড়তি সদস্য বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসীরা ফাঁকা গুলিবর্ষণ করে ব্যাংকে ঢোকার পরপরই বাজারে বিজিবি ও পুলিশ এসে পড়লে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। ঠিক এমন একটি সময়ে এ ঘটনা ঘটল, যখন রুমা উপজেলার সোনালী ব্যাংকে লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তিনি রুমা উপজেলা সদরে প্রবেশের আগ মুহূর্তেই এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় মহম্মদ আরমান বলেন, তিনি সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যান। বের হওয়ার সময় দেখেন অস্ত্রধারী লোকজন ব্যাংকে ঢুকছে। তারা ক্যাশিয়ারের সামনে থেকে টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার পর রুমা এবং থানচি উপজেলায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়িয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ দুটি উপজেলায় সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে। এ ছাড়া বান্দরবানের প্রতিটি ব্যাংক এবং এটিএম বুথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপাতত লেনদেন বন্ধ রয়েছে সোনালী ব্যাংকটিতে।

এদিকে ঘটনার প্রতিবাদে রুমা উপজেলার সঙ্গে বান্দরবানের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ম্যানেজারের মুক্তির দাবিতে রুমা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল উপজেলা প্রাঙ্গণে মানববন্ধন করেছেন। তারা অবিলম্বে ম্যানেজারকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

কেএনএফ শান্তি আলোচনা চালালেও তারা রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপক চাঁদাবাজি চালাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। কাঠ ব্যবসায়ী থেকে শুরু করে ঠিকাদার, সবজি ব্যবসায়ী, পরিবহন ব্যবসায়ী কোনো কিছু বাদ যাচ্ছে না তাদের কাছ থেকে। এ সংগঠনটির তৎপরতায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও এলাকার স্থানীয়রা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ অভিজ্ঞতা:

মঙ্গলবার রাতে বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির পাশাপাশি ব্যাংকের পাশে অবস্থিত মসজিদের মুসল্লিদেরও কিছু সময়ের জন্য জিম্মি করে রাখে নতুন সশস্ত্র গোষ্ঠী কেএনএফ সদস্যরা। সে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবারই কেঁপে উঠছিলেন ওই মসজিদের ইমাম নুরুল ইসলাম। তিনি বলেন, ‘সবাই মনে করেছিলাম জীবনের শেষ দিন। অনেকে তওবা পড়ে নেন।’

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী মসজিদের খতমে তারাবির হাফেজ মোহাম্মদ সাঈদ বলেন, ‘কান্না করার মতো অবস্থাও ছিল না। কাউকে টুঁ শব্দ করতে দেয়নি অস্ত্রধারীরা। যতক্ষণ তারা মসজিদে ছিল, সবাই মাথা নিচু করেছিলেন। বেঁচে আছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৭ কোটি টাকার ঋণ খেলাপী / আসিফ এপারেলসের এমডিসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শহীদ আলভীর অসুস্থ পিতার পাশে আমিনুল হক

বুজতেছি না এ সরকার কি আমাদের, নাকি কাদের: ইব্রাহীম

কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান

শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

১০

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

১১

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

১২

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

১৩

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

১৪

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১৫

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১৬

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১৭

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

১৮

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১৯

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

২০
X