ফোকাস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিষাক্ত প্লাস্টিকের ঝুঁকিতে...

বিষাক্ত প্লাস্টিকের ঝুঁকিতে...

সস্তা, সহজলভ্য এবং বিকল্প হওয়ায় প্রতি বছর প্লাস্টিকের ব্যবহার ১৫ শতাংশ করে বাড়ছে; কিন্তু বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রত্যক্ষভাবে প্লাস্টিক সস্তা বলে মনে হলেও পরোক্ষভাবে এটি অত্যন্ত ব্যয়বহুল। প্লাস্টিক দূষণের ফলে পুরো পৃথিবীই এক জটিল সংকটের মুখোমুখি হচ্ছে। ফলে মানবদেহে বাড়ছে ক্ষুদ্র প্লাস্টিকজনিত রোগ সংক্রমণ এবং প্লাস্টিক দূষণজনিত মৃত্যুর হার। সম্প্রতি স্বাস্থ্যবিষয়ক জার্নাল ল্যানসেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্লাস্টিক দূষণে সৃষ্ট রোগের চিকিৎসায় প্রতি বছর দেড় ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় হচ্ছে। আগামী বছরগুলোতে এ ব্যয় বাড়বে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯৫০ সালের পর থেকে এখন পর্যন্ত প্লাস্টিক উৎপাদন ২০০ গুণ বেড়েছে। ২০৬০ সাল নাগাদ তা আরও তিনগুণ বাড়বে। ল্যানসেটের প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন সম্প্রতি প্লাস্টিক দূষণ রোধে শতাধিক দেশ আলোচনা করেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো বিশেষ করে সৌদি আরব বাণিজ্যঝুঁকি বিবেচনা করে এ সমঝোতায় রাজি হয়নি।

আধুনিক সময়ে নিত্যদিনের প্রয়োজন বিবেচনায় প্লাস্টিকের ব্যবহার এড়ানোর সুযোগ একেবারেই নেই; কিন্তু মূল সমস্যা হলো এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক। বর্তমানে সস্তা বিকল্প হিসেবে এককালীন প্লাস্টিক যেমন পানির বোতল, ওয়ান টাইম কাপ কিংবা ওয়ান টাইম প্লেট বা চামচের ব্যবহার বেড়েছে। এসব প্লাস্টিকের অধিকাংশই রিসাইকেল করা সম্ভব হয় না। সচেতনতার অভাবে আতিপাতি ছড়িয়ে পড়ায় তা জলাশয় এমনকি ভূমিদূষণের কারণ হয়ে উঠছে। বিশেষত, তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্লাস্টিক ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, গোটা বিশ্বে প্রায় ৮ বিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য রয়েছে। এর মধ্যে মাত্র ১০ শতাংশ রিসাইকেল করা সম্ভব হয়। এসব প্লাস্টিক সমুদ্রের গভীর তলদেশ এমনকি হিমালয় পর্বতেও ছড়িয়ে পড়েছে। হাজার বছর ধরে সংরক্ষিত এসব প্রাকৃতিক অঞ্চলেও প্লাস্টিক দূষণের নেতিবাচকতা ছড়াচ্ছে। এরই মধ্যে বিজ্ঞানীরা হিমালয়ের মেঘে বিষাক্ত ধাতুর উপস্থিতি শনাক্ত করেছে। ঝুঁকিতে রয়েছে সমুদ্রও। পৃথিবীতে অক্সিজেন সরবরাহের প্রধান উৎস সমুদ্রের অনেক স্থানে প্লাস্টিক এমনভাবে ছড়িয়ে আছে যে, অক্সিজেন উৎপাদনের অনুকূল পরিবেশ থাকছে না।

ল্যানসেটের সাম্প্রতিক প্রতিবেদন জানাচ্ছে, প্লাস্টিক দূষণের প্রভাবে জলবায়ু ও প্রাণবৈচিত্র্য যেমন বিপর্যস্ত তেমনি মানবস্বাস্থ্যের জন্যও তা ঝুঁকিপূর্ণ। প্রতিবেদনটিতে বলা হয়, জীবাশ্ম জ্বালানি থেকে যেসব প্লাস্টিক উৎপাদন করা হয় সেগুলো বায়ুদূষণ ঘটায়। এ ছাড়া এসব প্লাস্টিকের ক্ষয় হয় না বিধায় ক্ষুদ্র কণাগুলো আমাদের শরীরে পানি, বায়ু এমনকি খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্লাস্টিক দূষণের ফলে গোটা বিশ্বেই মশাবাহিত রোগের সংক্রমণ বেড়ে চলেছে। প্লাস্টিকে ছেয়ে থাকা জলাশয়গুলো পরিষ্কার করা কঠিন। তাই দূষিত পানিতে সহজেই মশা বংশবিস্তার করতে পারে। এ ছাড়া, বন্যা-পরবর্তী সময়ে প্লাস্টিকে বোঝাই জলাশয়গুলোতে অধিকাংশ সময় পানির প্রবাহ সুস্থির থাকে না। তাই দূষিত পানি জমে পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ায়।

প্রায় ৯৮ শতাংশ প্লাস্টিক উৎপাদনে জীবাশ্ম জ্বালানি, গ্যাস কিংবা কয়লা ব্যবহৃত হয়। ফলে প্লাস্টিক উৎপাদন করতে গিয়ে প্রতি বছর প্রায় ২ বিলিয়ন টন কার্বনডাই অক্সাইড পরিবেশে নির্গত হচ্ছে। প্লাস্টিক উৎপাদনের পাশাপাশি অনবায়নযোগ্য প্লাস্টিক পুড়িয়ে ফেলা হয়। তাতে বায়ুদূষণ আরও বাড়ে। প্লাস্টিক উৎপাদনে ১৬ হাজারেরও বেশি রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। কিছু কিছু প্লাস্টিক দীর্ঘমেয়াদে শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এর মধ্যে শিশু ও মাতৃস্বাস্থ্য সবচেয়ে বড় ঝুঁকিতে থাকে। মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে নারীদের গর্ভপাত, সন্তান জন্মদানে ঝুঁকি, অকালে জন্মদানের মতো জটিল সমস্যা দেখা দেয়। এমনকি মাতৃগর্ভে থাকা শিশুর ওপরও তা প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মাইক্রোপ্লাস্টিকের প্রভাবে জন্মগত স্থায়ী শারীরিক ত্রুটি, অসম ফুসফুস এমনকি শিশুদের শরীরে ক্যান্সারের মতো রোগও জন্মাতে পারে। তাদের মতে, প্লাস্টিকে থাকা পিবিডিই, বিপিএ এবং ডিইএইচপি—এই তিনটি উপাদানই অনেক ক্ষতি করে। প্লাস্টিক ব্যবস্থাপনা না করায় তা ক্ষয় হয়। ক্ষয় হয়ে রূপ নেয় অতিক্ষুদ্র কণায়। এসব অতিক্ষুদ্র কণা পানি, বায়ু এমনকি খাদ্যের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করে। যদিও এখন পর্যন্ত মাইক্রোপ্লাস্টিকের প্রভাবে মানব শরীরে কতটা নেতিবাচক প্রভাব পড়ে তা জানা সম্ভব হয়নি; কিন্তু বিজ্ঞানীরা জানিয়েছেন প্লাস্টিক মানবদেহে হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল: কোন দলে কে থাকলেন, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

পাবলিক রিলেশনস অফিসার পদে নিয়োগ দিচ্ছে ঢাকা আহ্ছানিয়া মিশন

দাবি পূরণের আশ্বাস, বিচারকদের আজকের কলমবিরতি কর্মসূচি স্থগিত 

১৬ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বিএনপি যা অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে : খোকন

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, মৃত্যু ৪

রাজধানীতে আজ কোথায় কী

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে জরুরি অভিযোগ করছে লেবানন

ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিধসে ১১ জনের মৃত্যু 

১০

রক্তক্ষয়ী হামলার মধ্যেই কাতারে কঙ্গো শান্তি চুক্তি

১১

তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সর্বজনীন দিকনির্দেশনা : মনিরুল হক চৌধুরী

১২

আদ-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১৩

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ, সপ্তাহে দুদিন ছুটি

১৪

চাঁদাবাজির সময় ইউপি সদস্যসহ আটক ১০

১৫

১৬ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

১২০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ৩

১৮

জালে আটকা শঙ্খচিল ফিরল আপন ঠিকানায়

১৯

রাজধানীতে কলেজের সামনে বাসে আগুন

২০
X