

আবারও প্রাইম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হলেন আনোয়ার কামাল পাশা। রোববার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের (২০২৬-২০২৭) জন্য বোর্ড চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
আনোয়ার কামাল পাশা একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর ও শিল্পোদ্যোক্তা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তার এই পুনর্দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা, প্রশাসনিক ও শিল্প খাতের সঙ্গে সংযোগের মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মন্তব্য করুন