বাংলাদেশে যাত্রা শুরু করল চীনা লাইফস্টাইল ব্র্যান্ড হাইফিউচার। বিশ্বে ৫০টির বেশি দেশে কার্যক্রম থাকা হাইফিউচারের বাংলাদেশের পরিবেশক হিসেবে থাকছে সেলেক্সট্রা।
হাইফিউচারের ব্যবস্থাপনা পরিচালক লেভিন লাউ বলেন, আমাদের মূল লক্ষ্য হলো আগামীর প্রযুক্তি ও প্রযুক্তির ক্রমবর্ধমান অগ্রগতিকে নতুন প্রজন্মের হাতে আকর্ষণীয়ভাবে তুলে দেওয়া। এই উদ্দেশ্য সফল করতে রয়েছে দক্ষ প্রকৌশলী ও ডিজাইনারের দল, রয়েছে নিজস্ব কারখানা।
সেলেক্সট্রার ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, লাইফস্টাইল টেকনোলজি কোম্পানি হিসেবে বাজারে ভালো মানের পণ্য সরবরাহ করাটা আমাদের দায়িত্ব। হাইফিউচারের সঙ্গে এই অংশীদারত্ব বাংলাদেশে আমাদের আরও শক্তিশালী করেছে।
হাইফিউচারের বিশেষ একটি পণ্য ফিউচার রিং। সম্প্রতি প্রতিষ্ঠানটি নারীদের জন্য বিশেষ কিছু ডিজাইনের স্মার্টওয়াচ ‘অরা’ বাজারে এনেছে। মেটালিক ফ্রেমের স্মার্টওয়াচগুলোতে ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে কুইক ডায়াল, কুইক চ্যাট ও কনট্যাক্ট বুক ম্যানেজ করার ব্যবস্থা। রয়েছে হার্টরেট ও স্লিপ মনিটরিং সেন্সর। ব্যাটারি লাইফ সাত দিন। প্রিস্টিন সিলভার, মার্ক ব্ল্যাক ও গ্লিস্টেন গোল্ড—এই তিন কালারে পাওয়া যাচ্ছে এগুলো।
মন্তব্য করুন