গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশের বাজারে আনল কিউডির এসি১২০০ সিরিজের নতুন রাউটার ডব্লিউআর ১৩০০ই। বাসাবাড়ি কিংবা ছোট অফিসে ১০০০ মেগাবাইট পর্যন্ত ইন্টারনেট সংযোগসহ ওয়াই-ফাই নেটওয়ার্ক পরিচালনা করতে সক্ষম এ রাউটার।
এটি ডুয়েল ব্যান্ড সাপোর্টেড রাউটার হওয়ায় ৫ গিগাহারটজে সর্বোচ্চ ৮৬৭ মেগাবাইট এবং ২.৪ গিগাহারটজে সর্বোচ্চ ৩০০ মেগাবাইট পর্যন্ত দ্রুত ওয়াই-ফাই গতি সরবরাহ করে। অনলাইন গেমিং, এইচ-ডি বা ফোর-কে রেজলিউশনে ভিডিও স্ট্রিমিং এবং ব্রাউজিংয়ের মতো কার্যক্রমের জন্য সহায়ক হতে পারে ডিভাইসটি।
ডব্লিউআর১৩০০ই-তে রয়েছে তিনটি গিগাবিট পোর্ট। প্রচুর পরিমাণে ডেটা কার্যকরভাবে পরিচালনা করার জন্য রাউটারটির ভেতর উপস্থিত রয়েছে ডুয়েল কোর প্রসেসর, ৮ এমবি ফ্ল্যাশ এবং ১২৮ এমবি র্যাম।
এ ছাড়া রাউটারটির অ্যাডভান্স ফিচার হিসেবে এটিতে প্রদান করা হয়েছে পিপিটিপি/এল২টিপি ভিপিএন সার্ভার এবং ক্লাইন্ট ফিচার। এসব ফিচার রাউটারটিকে দূরবর্তী নেটওয়ার্কগুলোর মধ্যে ভার্চুয়ালি নিরাপদ সংযোগ স্থাপনের সুযোগ দিয়ে থাকে।
প্যারেন্টিং কন্ট্রোলের জন্য রাউটারে সংযুক্ত আছে নির্বাচিত ক্লায়েন্টদের জন্য অনলাইন সময়কাল পরিচালনার ক্ষমতা। ঘুমের সময় সন্তানদের ইন্টারনেট ব্যবহার সীমিত রাখতে এ ফিচার অভিভাবকদের জন্য সুবিধাজনক সমাধান দেয়। এ ছাড়া কিউডির এ রাউটারটিতে রয়েছে স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক স্ট্যাটাস প্যানেল, যেটি থ্রুপুট গ্রাফ এবং সংযুক্ত ক্লায়েন্ট প্রদর্শন করে। সঙ্গে রয়েছে রিয়েল-টাইম মনিটরিং প্রদান করার ক্ষমতা এবং দ্রুত নেটওয়ার্ক সমস্যা সমাধানের সক্ষমতা।
মন্তব্য করুন