জুবায়ের আহমেদ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০২:৪০ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৮:২৪ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

কথা বলার অধিকার প্রতিষ্ঠা পাক

কথা বলার অধিকার প্রতিষ্ঠা পাক

সরকারি চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের পর সবচেয়ে বড় গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটেছে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই সময়ে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে নির্বাচন করা হলেও ২০১৪ সালের নির্বাচনের পূর্ব থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে তিনটি নির্বাচন আয়োজন করা হয়। বিগত সরকারের আমলে প্রতিটি সেক্টরের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের পাশাপাশি সাইবার অপরাধ দমনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইনের মাধ্যমে মানুষের মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়। এমনকি ‘আজ আমার মন খারাপ’ এমন স্ট্যাটাস দিলেও আইনের আওতায় নিয়ে আসার ক্ষমতা রাখাসহ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে ব্যক্তিগত আলাপচারিতার তথ্যে প্রবেশ এবং নিয়ন্ত্রণের জন্য বিটিআরসি থেকে বিধিমালা প্রস্তুত করা হয়। কিন্তু আশার কথা, শেষ পর্যন্ত সেই বিধিমালা পাস করতে পারেনি তাদের সরকার।

বিগত সরকারের আমলে আমরা যখন পত্রিকার জন্য কোনো লেখা পাঠাতাম, তখন অনিয়ম-দুর্নীতি নিয়ে কথা বলার সুযোগ কম থাকায় সংযত থাকতে হতো। কখনো কখনো কোনো যৌক্তিক সমালোচনা করলেও হুমকি দেওয়া হতো, স্বাধীনতাবিরোধী, রাজাকার, জামায়াত-শিবিরসহ বিভিন্ন ট্যাগ দেওয়া হতো। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও লেখা যেত না। সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে বিরোধীমতকে দমন করা হতো। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। যেসব লেখক-সাংবাদিক সাহসী পদক্ষেপ নিতেন, তাদের অনেকেই জেল-জুলুমের শিকার হয়েছেন। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির বিষয়ে সিন্ডিকেটকে দোষারোপ করা সম্ভব হলেও সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করে সেই বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে এমন এক রাজত্ব কায়েম করা হয়েছিল, যেখানে জি হুজুর করা ছাড়া যারাই বিরোধিতা করতেন, তাদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হতো। ডিজিটাল নিরাপত্তা আইন এমন একটি কালো আইন ছিল যে, যৌক্তিক সমালোচনা করলেও ব্যক্তিটি যদি মনে করেন, তার মানহানি হয়েছে, তাহলে তিনি আদালতে এসে মামলা করে দিতে পারতেন, যা ছিল বাকস্বাধীনতা হরণের জন্য অন্যতম হাতিয়ার।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পরাজয় বরণ করে পদত্যাগ করেছেন। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হলেও এরই মধ্যে নোবেলজয়ী ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। এ সময়ে ধ্বংস হয়ে যাওয়া একটি দেশকে গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময়ে এবং পরবর্তীকালে যখনই নির্বাচিত সরকার গঠন হবে কিংবা যে সরকারই দেশ পরিচালনা করুক না কেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরা, সমালোচনা কিংবা ভবিষ্যতে করণীয় বিষয়গুলোসহ সব বিষয়ে মানুষ যেন মিথ্যাচার ও গালাগালি ছাড়া সমালোচনা করতে পারে, যৌক্তিক কথা বলতে পারে, সেই অধিকার যেন পুনঃপ্রতিষ্ঠা হয় এবং সবসময় বজায় থাকে, তা নিশ্চিত করতে হবে নতুন সরকারকে। গঠনমূলক সমালোচনায় সরকারের ভুলগুলো বের হয়, দায়িত্ববান ব্যক্তিদের মধ্যে অপরাধ করা ব্যক্তিদের মুখোশ উন্মোচিত হয়, ভবিষ্যতে করণীয় সম্পর্কে গাইডলাইন পাওয়া যায়; এসব বাস্তবতা মাথায় রেখে তাই বর্তমান বিদ্যমান সাইবার নিরাপত্তা আইনসহ মানুষের কথা বলার অধিকার খর্ব করে, এমন করে সব আইন সংশোধনসহ মামলা-হামলা হয়রানি বন্ধ করে, মানুষের কথা বলার অধিকার বাস্তবায়ন করতে হবে; তাহলেই প্রতিষ্ঠিত হবে সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ।

জুবায়ের আহমেদ, সাবেক শিক্ষার্থী

বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী-স্ত্রী মিলে যাত্রী, সিগারেট খাইয়ে ইজিবাইক ছিনতাই

সাংবাদিকের কাছে চাঁদা দাবি, সন্ত্রাসী জনির বিরুদ্ধে মামলা 

সব সময় হাত-পা কেন ঘামে, কঠিন কোনো রোগের লক্ষণ নয় তো ?

ত্রিভুজ প্রেমের বলি ডা. আমিরুল

সেই আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ২৮ বাস আটক

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অভিষেকের সঙ্গে প্রেম, বাগদান নিয়ে কারিশমার স্বীকারোক্তি

সন্ধ্যার মধ্যে ঝড়বৃষ্টির আভাস

ভোটের আগে তদবিরের পাহাড়

১০

সঞ্জয় লীলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

১১

মালয়েশিয়ায় নারীসহ ৩৯৬ বাংলাদেশি আটক

১২

শরতের আকাশজুড়ে সাদা মেঘের ভেলা

১৩

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত হতে যাওয়া কে এই ব্রেন্ট

১৪

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে সভা, সিপিপির সেই উপপরিচালককে বদলি

১৫

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, নিহত ২

১৬

রুমায় কেএনএর প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার

১৭

৩ মাসের শিশুকে নদীতে ফেলে দিয়ে বাসায় আসেন মা

১৮

গলার মাপেও লুকিয়ে থাকতে পারে হৃদরোগ ও ডায়াবেটিসের ইঙ্গিত

১৯

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু, নিহত ১১

২০
X