চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মসজিদগুলোর একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের উৎস পাহাড়ের বুকে মসজিদটি অবস্থিত হলেও বর্তমানে এর তেমন কোনো বিশেষত্ব নেই। মসজিদটির রং দীর্ঘদিন থেকে ধূসর, কোথাও কোথাও রং, বালি, সিমেন্ট ঝরে পড়ে গেছে। যুগ আধুনিক হলেও মসজিদটির কোনো আধুনিকায়ন ঘটেনি। পুরোনো ও ভাঙা মোজাইক, ত্রুটিপূর্ণ সিলিং ফ্যান, আলোর স্বল্পতাও রয়েছে। এ ছাড়া নামাজের জায়গার সংকীর্ণতা প্রকট। বিশেষ করে শুক্রবার মসজিদে জায়গা পাওয়া যায় না। প্রার্থনার জন্য আসা মুসলিম শিক্ষার্থীদের প্রার্থনা করতে হয় বাইরের অপরিষ্কার, অপরিচ্ছন্ন জায়গায়। এসব কারণে প্রার্থনায় কোনো প্রশান্তি পাওয়া যায় না। এমনকি মুসলিম নারী শিক্ষার্থীদের প্রার্থনার কোনো সুব্যবস্থা নেই। নানাবিধ সমস্যা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, অতি দ্রুত সময়ের মধ্যে মসজিদটির সংস্কার ও আধুনিকায়ন করুন।
মুহাম্মাদ রিয়াদ উদ্দিন, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়