মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় সভাপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আশির দশকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ১৯০০ সালের ২৭ নভেম্বর পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার উল্লাপাড়া থানাধীন তারুটিয়া গ্রামে এক পীর বংশে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ বড়পীর হজরত আব্দুল কাদের জিলানীর বংশধর শাহ সৈয়দ দরবেশ মাহমুদ।
১৯২২ সালে ২২ বছর বয়সে তিনি ব্রিটিশবিরোধী ঐতিহাসিক ‘সলঙ্গা আন্দোলন’-এ নেতৃত্ব দেন। মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে গঠিত ইউনাইটেড মুসলিম পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি নিখিল ভারত মুসলিম লীগে যোগ দেন। তিনি পূর্ব পাকিস্তান কৃষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার আদায়ে সংগ্রামরত ছাত্র জনতার ওপর পুলিশি নির্যাতনের সংবাদ পেয়ে তর্কবাগীশ প্রাদেশিক পরিষদ থেকে বেরিয়ে এসে ভাষা আন্দোলনে নেতৃত্ব দান করেন। মাওলানা তর্কবাগীশ ১৯৫৬ থেকে ১৯৬৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি একজন সুসাহিত্যিকও ছিলেন। তার রচিত বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে। ১৯৮৬ সালের ২০ আগস্ট তিনি মারা যান।
মন্তব্য করুন