বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার এবং সুরকার গৌরীপ্রসন্ন মজুমদার। তিনি ১৯২৪ সালের ৫ ডিসেম্বর পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা গিরিজাপ্রসন্ন মজুমদার ছিলেন বিখ্যাত উদ্ভিদবিদ। গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের গান মহান মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছে। বাঙালি চিরদিন তার এ প্রয়াসকে স্মরণে রাখবে শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে। দুই বাংলার সংগীতপ্রেমীদের মুখে মুখে যে গান আজও বাজে, তার মধ্যে কয়েকটি হলো—আশা ছিল ভালোবাসা ছিল, আজ দুজনার দুটি পথ, পাখিটার বুকে যেন তীর মেরো না, পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে তব, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, প্রেম একবারই এসেছিল নীরবে, তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো, মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে, এই পথ যদি না শেষ হয়, আমার স্বপ্ন তুমি, পৃথিবী বদলে গেছে, যদি হই চোরকাটা ওই শাড়ির ভাঁজে। ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ মান্না দের গাওয়া গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এ গানটি ২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পায়। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধজুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগৎকে যারা প্রেমাবেগ-উষ্ণ রেখেছিলেন, তিনি তাদের একজন। গীত রচনায় তার বৈশিষ্ট্য শব্দচয়নে। ১৯৮৬ সালের ২০ আগস্ট তিনি কলকাতায় মারা যান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ২০১২ সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হয়।
মন্তব্য করুন