কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

মৃত্যুর মুখ থেকে ফেরা

মৃত্যুর মুখ থেকে ফেরা

ইউরোপে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নে দেশ ছেড়েছিলেন, তবে দালালের প্রতারণার ফলে পাঁচ বাংলাদেশি গিয়ে পৌঁছান লিবিয়ায়। সেখানে গিয়ে বুঝতে পারেন ভয়ংকর এক মানব পাচারকারী মাফিয়া চক্রের খপ্পরে পড়েছেন তারা। এরপর তাদের ওপর চলে নির্মম নির্যাতন। অবশেষে এই পাঁচ বাংলাদেশি গত শুক্রবার দেশে ফিরেছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টায় টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আলজেরিয়া থেকে দেশে ফেরত আসেন ওই পাঁচজন। মানব পাচারের শিকার ব্যক্তিরা হলেন—ঢাকার মোস্তাকিম সরকার, শেরপুরের মোজাম্মেল হক, মাদারীপুরের জিহাদ ফকির, রোমান হাওলাদার ও ইয়াসিন হাওলাদার।

খবরে প্রকাশ, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মানব পাচার চক্রের সদস্যরা তাদের জিম্মি করে অত্যাচার করে। নির্যাতিত ব্যক্তিদের দিয়ে বাংলাদেশে স্বজনদের কাছে মুক্তিপণ চাওয়া হয়। দেশ থেকে টাকা পাঠানোর পর তাদের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পাঠানোর জন্য বোটে তুলে দেওয়া হয়। সাগরে তাদের বোট নষ্ট হয়ে যাওয়ার পর তিউনিসিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করে। এরপর তাদের আলজেরিয়া সীমান্তে নিয়ে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলে পাঠানো হয়। পরে বেসরকারি সংস্থা ব্র্যাক, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং আলজেরিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম পাঁচ বাংলাদেশি মানব পাচার সার্ভাইভারের প্রত্যাবাসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও যুক্তরাষ্ট্রের ট্রাফিকিং ইন পারসন্স হিরো নেটওয়ার্কের সহায়তা নিয়েছে। এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে মানব পাচারের শিকার আরও আট বাংলাদেশিকে ব্র্যাক ও টিআইপি হিরো নেটওয়ার্কের সহায়তায় দেশে ফিরিয়ে এনেছে। ইউরোপে পাঠানোরে প্রলোভন দেখিয়ে যাদের লিবিয়া নেওয়া হয়, তাদের সবাইকে ভালো চাকরির প্রলোভন দেখালেও তারা চাকরি পান না। উল্টো অধিকাংশকেই লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে বন্দি রেখে শারীরিক নির্যাতন করা হয়। এরপর তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করা হয় অর্থ। তবে এত কিছুর পরও ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপের স্বপ্নে লিবিয়া যাওয়ার এ প্রবণতা থামছে না। সমস্যা সমাধানে সাধারণ মানুষ ও বিদেশগামীদের সবার আগে সচেতন হতে হবে। বৈধভাবে সুযোগ না পেয়ে অতীতে আমাদের এখান থেকে অনেকেই অবৈধ পন্থায় বিভিন্ন দেশে যাওয়ার প্রয়াস চালিয়েছে। কয়েক বছর আগে থাইল্যান্ডের গহিন অরণ্যে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের গণকবর আবিষ্কৃত হলে বিশ্বজুড়ে হৈচৈ শুরু হয়। সে সময় থাইল্যান্ড ছাড়াও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে এ দেশীয় অবৈধ অভিবাসীদের উদ্ধার করা হয়েছিল। দেশে বেকারত্বের হার ক্রমান্বয়ে বেড়েই চলছে। এ অবস্থায় বহির্বিশ্বে নতুন শ্রমবাজার খোঁজার পাশাপাশি প্রাপ্ত শ্রমবাজারগুলোয় নিজেদের অবস্থান সুদৃঢ় করা উচিত। মূলত বৈধভাবে বিদেশে যাওয়ার পথ রুদ্ধ হওয়ার কারণেই মানুষ অবৈধ উপায়ে বিদেশে যাওয়ার চেষ্টা করে থাকে। এটি করতে গিয়ে তারা প্রতারকদের খপ্পরে পড়ে সর্বস্বান্তই হচ্ছে না, মৃত্যুমুখেও পতিত হচ্ছে।

আমরা মনে করি, বৈধভাবে বৈদেশিক শ্রমবাজারে আমাদের প্রবেশ যাতে সহজ হয়, সেজন্য কূটনৈতিক তৎপরতাসহ নানা উদ্যোগ ও প্রচেষ্টা গ্রহণ করা উচিত। একই সঙ্গে দক্ষ জনশক্তি গড়ে তোলার ব্যাপারেও মনোযোগ দিতে হবে। আন্তর্জাতিক শ্রমবাজারে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। এ ক্ষেত্রে সরকারের উচিত বৈধভাবে সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি অবৈধ অভিবাসনের ঝুঁকি ও ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করাসহ এটি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পথ হারিয়ে ফেলেছেন’ নেতানিয়াহু

ভয়ংকর ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে নামছে বেলারুশ-রাশিয়া

ফুটবল খেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সর্বপ্রথম কী সৃষ্টি করেছিলেন আল্লাহ তায়ালা

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস 

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরি, আবেদন করবেন যেভাবে

ছেলে মাদকাসক্ত, অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন মা

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ ভাবনায় ক্ষুব্ধ জর্ডান

১০

১৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু আজ

১২

আমাদের ৩ জন শেখ মুজিব রয়েছে : মির্জা গালিব

১৩

আরও গভীর হচ্ছে রাশিয়া-ইরান-চীন-উত্তর কোরিয়ার সম্পর্ক

১৪

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

১৫

দুই শিক্ষার্থীসহ ৪ জনের প্রাণহানি, দুই গাড়িতে ছিল না ফিটনেস

১৬

১৪ আগস্ট : টিভিতে আজকের খেলা

১৭

১৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৮

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে বানিয়েছিল : নীরব

২০
X