কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

সভ্যতার দাগ!

সভ্যতার দাগ!

ফিলিস্তিনির গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। নারী-শিশু-চিকিৎসক ও গণমাধ্যমকর্মীসহ বেসামরিক সব শ্রেণির মানুষ শিকার হচ্ছে এই আগ্রাসনের। পরিস্থিতি প্রতিদিন খারাপ হচ্ছে। মানবতার এ চরম বিপর্যয়ে বিশ্ববিবেক আজ প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ। শুধুই প্রশ্নবিদ্ধ নাকি অসহায়ও? কেননা এ বর্বরতার বিরুদ্ধে পৃথিবীজুড়ে সাধারণ মানুষের বিবেককে নাড়া দিয়েছে, এর বিরুদ্ধে মানুষের কণ্ঠে উঠেছে আওয়াজ। তারপরও ইসরায়েলের ক্ষেত্রে যেন এর একটুও কার্যকর নয়! কার্যকর যে হচ্ছে না, তার বাস্তবিক প্রমাণ তো দৃশ্যমান।

রোববারও খান ইউনিসে দখলদার বাহিনীর হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়। হামলা হয় বাস্তুচ্যুতদের শিবিরে। সব মিলিয়ে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ৪৬ ফিলিস্তিনি নিহত হয়। এরই মধ্যে প্রকাশ পেয়েছে গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে গুলি করে হত্যার ভিডিও, যে হত্যাকাণ্ড ২৩ মার্চ ইসরায়েলি বাহিনী ঘটায়। তাদের বর্বরতায় গাজায় এখন সম্পূর্ণ মানবিক বিপর্যয় শুরু হয়েছে। তারা গাজাবাসীর ঘরবাড়ি ও অস্থায়ী তাঁবুতে হামলা চালায়। ধ্বংসস্তূপে এখনো আটকা মানুষ। চলছে মরদেহ ও জীবিতদের উদ্ধার চেষ্টা। পুরো গাজায় প্রায় একই চিত্র। এ সময় গাজা শহরের জেইতুনপাড়ায়ও রাতভর হামলা চালানো হয়। স্বভাবতই পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। বেঁচে থাকার খাবার নেই। পানি নেই। নেই চিকিৎসার ব্যবস্থা। যেটুকু চিকিৎসার ব্যবস্থা আছে, সেখানে আহতদের উপচে পড়া ভিড়। চিকিৎসার প্রয়োজনীয় ওষুধপত্র ও স্বাস্থ্যকর্মীর অভাব। এমনকি গত এক মাসে গাজায় একটিও খাবার, চিকিৎসাসামগ্রী বহনকারী সহযোগিতার ট্রাক প্রবেশ করতে দেওয়া হয়নি। পিতামাতারা শিশুসন্তানদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য লড়াই করছেন। এমন অবস্থায় ইসরায়েলি নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে গতকাল সোমবার বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয় ফিলিস্তিনি জনগণ ও নেতারা। দেশটির জাতীয় ও ইসলামিক শক্তিগুলোর সমন্বয়ে গঠিত সংগঠন দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস অব প্যালেস্টাইন নির্যাতনবিরোধী এ প্রতিরোধ কর্মসূচির ডাক দেয়। এতে সাড়া দিয়ে পৃথিবীর দেশে দেশে সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা যায় গণমাধ্যমগুলোয়। ঘৃণা প্রকাশ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে সোচ্চার নেটিজেনরা। বাংলাদেশেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও প্রতিবাদ মিছিলের মতো কর্মসূচি পালন করে। বিশ্বনেতৃত্ব ও সংস্থাগুলোকে এ আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আমরা জানি, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় শুরু করা হামলায় রোববার পর্যন্ত ১ হাজার ৩০৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত ৩ হাজার ১৮৪ জন। এ নিয়ে গত ১৭ মাসের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সেইসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি আহত হয়েছে। এটা পরিষ্কার, গাজায় ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করাই ইসরায়েলের লক্ষ্য। গভীর পরিতাপের বিষয় হচ্ছে, পুরো পৃথিবী মানবতার বিরুদ্ধে এ অপরাধ দেখছে দর্শকের ভূমিকায়!

আমরা মনে করি, গাজায় ইসরায়েলি বাহিনী মানবতার বিরুদ্ধে যা করছে, তা নিঃসন্দেহে আধুনিক সভ্যতার এক নগ্নরূপ। মানবতার সঙ্গে এক পৈশাচিক তামাশা। এর দায় এড়াতে পারে না বিশ্বনেতৃত্ব। আমাদের প্রত্যাশা, সভ্যতার এ দাগ যেন আরও গভীর না হয়, দ্রুত এ আগ্রাসন বন্ধে তৎপরতা বাড়বে। আর যেন গাজায় রক্ত না ঝরে; দেখা যাবে কার্যকর উদ্যোগ। মনে রাখতে হবে এ আগ্রাসন শুধু ফিলিস্তিনি নয়, বিশ্বমানবতা জন্যই হুমকির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

দেশে ফিরে বাংলাদেশকে নিয়ে অভিযোগ ভারতের, অস্বীকার ফেডারেশনের

৩ ধরনের মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত সরকারের

‘৪১ বছর আগে জামায়াতের পক্ষ থেকে তত্ত্বাবধায়কের প্রথম প্রস্তাব দেওয়া হয়’

রোবটের নাচ দেখে চমকে গেলেন পুতিন

তারেক রহমানের জন্মদিনে ঘাটাইল বিএনপির অন্যরকম উদ্যোগ

স্কুল কর্তৃপক্ষের অবহেলায় স্বপ্নভঙ্গ ১০ শিক্ষার্থীর

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

১০

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

১১

দুলাভাই-শ্যালকের ঋণ শোধ করে দিল হাঁস

১২

শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’?

১৩

নাশকতাকারীদের গুলি করার নির্দেশ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য

১৪

বরগুনায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

মুশফিক-লিটনের শতকে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

১৬

ওয়াইফাই পাসওয়ার্ড কি ভুলে গেছেন, দেখে নিন সমাধান

১৭

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বিচারকদের হত্যার হুমকি, গ্রেপ্তার ১

১৮

সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

১৯

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইবোনের

২০
X