কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

নির্বাচনী যাত্রা শুরু

নির্বাচনী যাত্রা শুরু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ক্রমেই এগিয়ে আসছে। সেই লক্ষ্যে নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দিষ্ট করে কোনো দিনক্ষণের কথা না জানালেও কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে এ নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার নির্বাচন কর্মকাণ্ডে নিয়োজিত হবে যারা, সেসব প্রশিক্ষকের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রস্তুতির ঘোষণা দেয় কমিশন। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারাই আমাদের সার্থকতা। এর সঙ্গে আরেকটি বিষয় যুক্ত হয়েছে ক্রেডিবিলিটি। জনগণের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে। জনগণ যেখানে সত্যিকার অর্থে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেটি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।’ এ প্রত্যয়কে আমরা সাধুবাদ জানাই।

যদিও এর আগেই ভোটার তালিকা প্রকাশ, খসড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার খসড়া তালিকা প্রকাশ ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা খসড়াসহ প্রাথমিক কাজ শেষ করেছে ইসি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরের বছরের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন বসে। ফলে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে কমিশনকে। সে ক্ষেত্রে ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণগণনা। আর সেই হিসাবে নভেম্বরের শুরুতেই হতে পারে তপশিল ঘোষণা।

ইসির তথ্য অনুযায়ী, তপশিলের আগে নতুন ভোটারসহ ১১ কোটি ৯০ লাখের বেশি নাগরিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। নির্বাচনের জন্য প্রায় ৪২ হাজার ৩৫০টি খসড়া ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। খসড়ায় ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬০ হাজারের কিছু বেশি। এ মাসেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র ও কক্ষ। নির্বাচন সামনে রেখে এরই মধ্যে দুটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে। ৬৮টি দেশি পর্যবেক্ষক সংস্থার খসড়া তালিকা প্রকাশ হয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করে বিদেশি পর্যবেক্ষকদের জন্য খসড়া নীতিমালা করেছে কমিশন, যা আগামী কমিশন সভায় পাস করা হবে। নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে কমিশনে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, দেশের রাজনৈতিক অঙ্গন ততই উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে দেশের প্রধান দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচন প্রশ্নে দুই মেরুতে অবস্থান পরিস্থিতি মাঝেমধ্যেই সহিংস হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। গত কয়েক মাস দেশের রাজনৈতিক অঙ্গন অন্তত তারই সাক্ষ্য বহন করে। সেইসঙ্গে আসন্ন এ নির্বাচন ঘিরে রয়েছে বিদেশি নেতৃস্থানীয় রাজনীতিক থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার প্রভাবশালী মহলের তৎপরতা। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হয়, এ বার্তা নিয়ে এসব মহলের আগ্রহ ও তৎপরতা লক্ষণীয়। সব মিলিয়ে নির্বাচন কমিশনের কাছে আসন্ন এ নির্বাচন পরিচালনা এবং এর গ্রহণযোগ্যতা নিশ্চিতকরণ একটি বিশাল চ্যালেঞ্জ।

আমরা মনে করি, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সব দল ও জনগণের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। দেশে যথাসময়ে নির্বাচনের একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি এবং সবার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজ নিজ পছন্দের প্রতিনিধি নির্বাচন—এটি নিশ্চিত করাই হবে নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। আর এ কাজে শুধু নির্বাচন কমিশন নয়, সব রাজনৈতিক দল এবং দেশের জনগণেরও রয়েছে একই দায়িত্ব। আমরা চাই, দেশের সংবিধান অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সফল হোক। এতেই দেশের কল্যাণ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

১০

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

১১

খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে আফ্রিদির জামিন চাইলেন আইনজীবী

১২

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

১৩

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

১৪

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

১৫

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

১৬

চট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরির আউটলেট উদ্বোধন 

১৭

৩৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

১৮

ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী

১৯

কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

২০
X