কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

শঙ্কা দূর করতে হবে

শঙ্কা দূর করতে হবে

নির্বাচন বানচালের যে এক ধরনের আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে বলে কালবেলায় প্রকাশিত ‘কারা চায় নির্বাচন বানচাল’ শীর্ষক প্রধান প্রতিবেদনটি দাবি করছে, তা নিঃসন্দেহে উদ্বেগের। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই মুহূর্তে এরকম বার্তা দেশের মানুষের জন্য কোনোভাবেই সুখকর নয়। কেননা, দেশের মানুষ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সোমবার কালবেলায় প্রকাশিত প্রতিবেদন সাম্প্রতিককালে রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া নানা ঘটনা নির্বাচন বানচালের তৎপরতা বলে ইঙ্গিত দিচ্ছে। আমরা জানি, আসন্ন নির্বাচনের তপশিল ঘোষণা হয়ে গেছে এরই মধ্যে। সে অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। একই দিনে হবে গণভোট। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ কিছু বিষয়ে সন্তোষজনক অবস্থা পুরোপুরি সৃষ্টি না হলেও নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি প্রায় সন্তোষজনক বলা যায়। সে অনুযায়ী, আগামী বুধবার প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারেও নামতে যাচ্ছে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। এই যখন অবস্থা, অর্থাৎ দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও অনিশ্চয়তার পর দেশ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দ্বারপ্রান্তে, তখন নতুন করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপতৎপরতা চলছে বলে অভিযোগ উঠছে। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা, প্রকাশ্যে গুলি করে হত্যা, গুপ্তহত্যার মতো ঘটনা ঘটছে। এগুলো সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করছে। এ ছাড়া সম্প্রতি প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। আবার ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কেউ নির্বাচন করার সুযোগ পেলে রাজপথে নামারও হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এসব ঘটনায় রাজনীতির ময়দানে হঠাৎ করে নির্বাচন বানচালের একটি আওয়াজ উঠছে বলে মনে করছেন কোনো কোনো মহল। অবশ্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানে দলগুলোকে আশ্বস্ত করা হয়েছে।

এমন প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি কারা নির্বাচনের বিরোধিতা করছে, সরকারের গোয়েন্দা সংস্থার দায়িত্ব সেটা খুঁজে বের করা। রাজনৈতিক দলগুলোর নেতাদেরও নির্বাচন বানচাল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে। কিছু বিষয়ে চ্যালেঞ্জ, শঙ্কা ও সতর্কতার কথা উল্লেখ করা হলেও তাদের বিশ্বাস, নির্বাচন সুষ্ঠুই হবে।

আমরা মনে করি, নির্বাচন ঘিরে সবসময়ই সাধারণ কিছু চ্যালেঞ্জ থাকে। সেসব উতরে ভালো নির্বাচন করাই সংশ্লিষ্টদের প্রধান কাজ। তবে চব্বিশের অভ্যুত্থানের পর এবারের চ্যালেঞ্জ একটু বড় ও বহুমাত্রিক। তা সত্ত্বেও বহু চড়াই-উতরাই পেরিয়ে গোটা জাতি এখন নির্বাচনমুখী। সেই মাহেন্দ্রক্ষণ বেশি দূরে নয়। নির্বাচন বানচালের সঙ্গে যে শক্তিই তৎপর থাকুন কেন, রাষ্ট্রের উচিত সর্বশক্তি দিয়ে তা রুখে দেওয়া। মনে রাখতে হবে, গণতন্ত্রে উত্তরণের পথ হিসেবে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোট ছাড়া কোনোই বিকল্প নেই। এ-ও স্মরণে রাখতে হবে, প্রায় দেড় দশক এ পথকেই রাখা হয় রুদ্ধ। এজন্য চব্বিশে আবার জাতির ত্যাগ এবং সুযোগ সৃষ্টি। সে সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের প্রত্যাশা, নির্বাচনের আগে সব চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্টরা আরও দায়িত্বশীল ও কঠোর এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে সফল হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X