কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১১:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

অনলাইন জুয়ায় আসক্তি প্রসঙ্গে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাম্প্রতিককালে দেখা গেছে, মোবাইল ফোনে প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় কাজে বেশি ঝুঁকে যাচ্ছে দেশের তরুণ প্রজন্মের একটি অংশ। অনলাইনে জুয়ার ফাঁদে পড়ে দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক মেধাবী ছেলেমেয়ে। জুয়ার টাকার জোগাড় করতে গিয়ে একটি বড় অংশ লিপ্ত হচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মে। আবার কেউ কেউ নেশাগ্রস্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ছে পরিবার থেকে। এভাবে দেশের তরুণ প্রজন্মের বড় একটি অংশের নৈতিকতার অবক্ষয় ঘটে মারাত্মকভাবে সমাজের ওপর বিরূপ প্রভাব ফেলছে। তাই মাদকের মতো এ ভয়াবহ অনলাইন জুয়ার লাগাম টানতে না পারলে অচিরেই দেশের তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে। এর বিরুদ্ধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেই সোচ্চার হতে হবে; যে কোনো মূল্যে পরবর্তী প্রজন্মের তরুণদের রক্ষা করতে হবে মোবাইল অ্যাপসের এ জুয়ার কবল থেকে। সম্প্রতি অনলাইন গেম থেকে বেরিয়ে এসে এসব ছেলেমেয়ে ঝুঁকে পড়েছে ওয়ান-এক্স-বেইট, বেটউইনার, চরকাসহ নানা অনলাইন জুয়ার আসরে। এসব জুয়া সমাজে এমনভাবে বিস্তার লাভ করেছে যে, মোবাইলের সিমে ফ্লেক্সিলোডের মতো এখন এসব জুয়ার অ্যাপস টাকা ভরার জন্য প্রতিটি শহর থেকে গ্রামে এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। ফুটবল, ক্রিকেটের নানা লিগসহ বিভিন্নভাবে এ তরুণ-তরুণীরা ঘরে বসে এসব জুয়ায় ভয়াবহভাবে জড়িয়ে পড়ছে। কেউ কেউ দিনের পর দিন জুয়ায় হারতে হারতে বেশ সহায়-সম্পদও ঘুচিয়ে ফেলছে। জুয়ার প্রথমদিকে তারা বেশ লাভবান হয়। পরবর্তী সময়ে সেই লোভের ফাঁদের পড়ে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। হেরে যাওয়া টাকা আজ পাবে, কাল পাবে করতে করতে একটি সময় সেসব টাকা তুলতে না পেরে মানসিকভাবে তারা আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। পরিবার, সমাজ থেকে তারা ছিটকে পড়ে চরম একাকিত্বের মধ্যে দিন কাটাচ্ছে। একটা সময় এসে বাধ্য হয়ে বেঁচে নিচ্ছে আত্মহত্যার পথ। দেখা গেছে, এসব জুয়া বেশ সহজ পদ্ধতিতে খেলার সুযোগ থাকায় সমাজের মধ্যবয়সী অনেক মানুষও এতে আগ্রহী হয়ে উঠছে। জুয়ায় বাজি ধরলেই টাকা আসবে—এসব চিন্তায় অনেকে ঋণ করে খেলা করে নিঃস্ব হয়ে পড়ছে। এতে পরিবার-পরিজনের সঙ্গেও বাড়ছে দূরত্ব। বিশেষ করে আমাদের দেশে প্রচলিত আইনে জুয়া খেলা অবৈধ হলেও অনলাইন জুয়া রোধে যে আইনকানুন রয়েছে, তা মোটেও যথেষ্ট নয়। আর সেসব আইনের বাস্তবায়ন খুবই কম হয়ে থাকে। আইনে বলা হয়েছে, কোনো ঘর বা স্থান জুয়ার আসর হিসেবে ব্যবহৃত হলে তার মালিক বা রক্ষণাবেক্ষণকারী তিন মাসের কারাদণ্ড বা অনূর্ধ্ব ২০০ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। পাশাপাশি এসব স্থানে তাস, পাশা, কাউন্টার বা যে কোনো সরঞ্জামসহ কোনো ব্যক্তিকে জুয়া খেলতে বা সেখানে উপস্থিত পাওয়া গেলে সে এক মাস পর্যন্ত কারাদণ্ড বা ১০০ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তবে জুয়া প্রতিরোধে নতুন আইন করতে যাচ্ছে সরকার, এমনটাই পত্র-পত্রিকায় জানা গেছে। নতুন ‘জুয়া আইন, ২০২৩’-এর খসড়া করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। যে আইন প্রণয়ন এবং প্রয়োগে জুয়ার প্রভাব অনেকাংশে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া জুয়ার অ্যাপস বন্ধ করতে, এর সঙ্গে যুক্ত এজেন্টের আইনের আওতায় আনাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশে যেসব জুয়ার প্রচলন আছে তার বেশিরভাগ এজেন্টই দেশের বাইরে বসে জুয়ার সাইট পরিচালনা করায় তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এ জন্য প্রয়োজনে কীভাবে বাইরের দেশের সহযোগিতা নেওয়া যায়, তা সরকারকে ভাবতে হবে। এ ছাড়া নিজ নিজ জায়গা থেকে জুয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে। অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব নিয়ে স্কুল-কলেজেও সভা-সেমিনার করা যেতে পারে। এতে কিছুটা হলেও শিক্ষার্থীদের মানসিকতার পরিবর্তন ঘটানো সম্ভব। তবে মাদকের মতো ভয়াবহ এ জুয়ার বিস্তার ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপের বিকল্প নেই।

রিয়াদ হোসেন, শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

১০

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১১

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

১২

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

১৩

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১৪

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১৫

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১৬

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৭

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৯

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

২০
X