আজ ২৬ জুন। সাংবাদিক, লেখক, সম্পাদক এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সাড়া জাগানো অনুষ্ঠান ‘চরমপত্র’-এর কথক ও লেখক এম আর আখতার মুকুলের ১৯তম মৃত্যুবার্ষিকী। এম আর আখতার মুকুলের জন্ম ১৯৩০ সালের ৯ আগস্ট বগুড়ার চিংগাসপুর গ্রামে। পুরো নাম মুস্তাফা রওশন আখতার মুকুল। বাবা বিশিষ্ট সাহিত্যিক সা’দত আলি আখন্দ, মা রাবেয়া খাতুন। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন। ৬০টিরও বেশি গ্রন্থের রচয়িতা এ গুণী মানুষটি জীবনে বিভিন্ন কর্মে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এম আর আখতার মুকুল সাংবাদিকতা পেশায় যোগদান করেন। সাপ্তাহিক ‘নও বেলাল’, ‘পাকিস্তান টুডে’, ‘দৈনিক আমার দেশ’, ‘দৈনিক সংবাদ’ ইত্যাদি পত্রিকায় তিনি কাজ করেন। ইত্তেফাকের জন্মলগ্ন থেকে ১৯৬০ সালের জুলাই পর্যন্ত কাজ করেন। তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা ইউডিআইয়ের ঢাকার সংবাদদাতার দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭১ সালে প্রবাসী সরকারের তথ্য ও প্রচার দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর বাংলাদেশ বেতারের মহাপরিচালকের দায়িত্ব পান। ১৯৭৫ সালের ১ জানুয়ারি তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস কাউন্সিলর হিসেবে যোগ দেন। সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০০১ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত করে। মুক্তিযুদ্ধের সময়ে ‘চরমপত্র’ অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ব্যাপক সাহস, উৎসাহ-উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগানো এ মানুষটি ২০০৪ সালের ২৬ জুন মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন