কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৪ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

এবার মুরাদ!

এবার মুরাদ!

শিক্ষকের নীতি-নৈতিকতা-আদর্শের এমন অধঃপতন হলে ভরসা-আস্থা-বিশ্বাসযোগ্যতা আর দায়িত্ববোধের জায়গা বলে সমাজে আর কিছু থাকে কি? একের পর এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগের ঘটনা নিঃসন্দেহে চূড়ান্ত পর্যায়ের সামাজিক অবক্ষয়েরই ইঙ্গিত বহন করে। এই পরিস্থিতি যে কোনো সমাজের জন্য ভয়াবহ, তা বলাই বাহুল্য।

দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুলে আবারও এক শিক্ষকের বিরুদ্ধে বহু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার কালবেলায় প্রকাশিত খবর অনুযায়ী, তিনি প্রায় এক দশক ধরে শিশুছাত্রীদের নানাভাবে যৌন নির্যাতন করে আসছেন। তিনি প্রতিষ্ঠানটির আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকার। শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনায় কয়েকজন অভিভাবক গত ৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটিতে লিখিত অভিযোগ করেন। এর ভিত্তিতে এক দিন পর একটি প্রাথমিক তদন্ত কমিটি করা হয়। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তবে কমিটি গঠনের পরপরই অভিযোগ ওঠে ঘটনা ধামাচাপা দেওয়ার নানা চেষ্টার ব্যাপারে। ভুক্তভোগীদের ‘ইমোশনাল ব্ল্যাকমেইল’ করা এবং ডেকে এনে হুমকি-ধমকি দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগ ওঠে অভিযুক্ত শিক্ষক এবং খোদ তদন্ত কমিটির সদস্য ও অধ্যক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১২ ফেব্রুয়ারি অধ্যক্ষ কেকা রায় চৌধুরী একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে আহ্বায়ক করা হয় গভর্নিংবডির সদস্য মৌসুমী খানকে, সদস্য হিসেবে রয়েছেন ড. ফারহানা খানম, চাঁদ সুলতানা ও রুবীনা তাসমীন। কমিটিতে শাখাপ্রধানদেরও সদস্য করা হয়। অবাক করা বিষয় হচ্ছে, সেই কমিটির খোদ আহ্বায়ক মৌসুমী খান জানেনই না যে তাকে কমিটির প্রধান করা হয়েছে! একাধিক সদস্যেরও একই অবস্থা। তারা সবাই পরবর্তী সময়ে জানতে পেরেছেন অন্য শিক্ষকদের কাছ থেকে, আনুষ্ঠানিকভাবে নয়। অর্থাৎ এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ চূড়ান্ত পর্যায়ের উদাসীনতার পরিচয় দিয়েছেন। অতিসম্প্রতি দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে উঠেছে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ, যা খুবই হতাশার। আমরা জানি, ভিকারুননিসার মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে এমন অভিযোগ রয়েছে এর আগেও একাধিকবার। গত বছরের সেপ্টেম্বর মাসেও এই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। তবে প্রতিষ্ঠানটি যৌন নিপীড়নের সবচেয়ে আলোচিত ঘটনার জন্ম দেয় এক দশকেরও বেশি সময় আগে। ২০১১ সালে স্কুলটির শিক্ষক পরিমল জয়ধরের দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের কথা সবারই জানা। সেই ঘটনায় ২০১৫ সালে ধর্ষক পরিমলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। এতসব ঘটনার পরও একই প্রতিষ্ঠানে বারবার এসব ঘটনার পুনরাবৃত্তি স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে।

আমরা মনে করি, শিক্ষকের কাছে শিক্ষার্থী নিরাপদ নয়—এর চেয়ে হতাশার চিত্র নেই! সামাজিক, নৈতিক ও আদর্শিক অবক্ষয়ের এই স্রোত রুখতে পারে যে অভিভাবক, সেই যদি অবক্ষয়ের তলানিতে পৌঁছে, তাহলে ভরসাটা কোথায়? একজন শিক্ষকের জন্য শিক্ষক সমাজ আজ নিশ্চয়ই লজ্জায় মুখ লুকাচ্ছে। আমরা সেইসব প্রকৃত শিক্ষাগুরুর জন্য অত্যন্ত দুঃখি বোধ করছি। তবে এসব ঘটনা এটাই প্রমাণ করে, সার্বিকভাবেই নারীর প্রতি আমাদের মানসিকতা বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন কতটা জরুরি। আমরা চাই, এই ঘটনায় প্রতিষ্ঠানটির দায়সারাভাব ও তদন্ত কমিটির সদস্যদের প্রশ্নবিদ্ধ ভূমিকার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং প্রমাণ সাপেক্ষে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। যৌন হয়রানি বিষয়ে জিরো টলারেন্স নীতির বাস্তবিক প্রয়োগ হোক—চাওয়া এটাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালোবেসে বিয়ে, ৫ মাসের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১০

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

১১

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১২

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১৩

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১৪

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৫

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৬

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৭

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৮

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৯

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

২০
X