কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০২:১১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের জন্য কঠোর সিদ্ধান্ত কুয়েতের, ডিসেম্বরে কার্যকর

কুয়েতের একটি এলাকা। ছবি: সংগৃহীত
কুয়েতের একটি এলাকা। ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। আগামী ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। দেশটিতে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ফি বাড়ানো হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েত টাইমস জানিয়েছে, কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয় সম্প্রতি বাসস্থান এবং ভিসা ফি ব্যাপক হারে বাড়িয়েছে। এর ফলে বেশ কিছু ক্যাটাগরিতে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি ঘটবে। রোববার এ-সংক্রান্ত গেজেটে প্রকাশিত হয়েছে। এটি আগামী মাস থেকে কার্যকর হবে। গত বছর প্রচলিত নতুন বাসস্থান আইনের অধীনে অন্তর্ভুক্ত করা এক্সিকিউটিভ আইনাবলির অংশ এটি।

মন্ত্রণালয় জানিয়েছে, স্বামী-স্ত্রী এবং সন্তানদের স্পন্সর করার জন্য প্রতি মাসে কমপক্ষে ৮০০ কুয়েতি দিনারের বেতন প্রয়োজন হবে। এ ছাড়াও, অবিলম্বে পরিবারের বাইরের নির্ভরশীলদের—যেমন পিতা-মাতা বা ভাইবোনদের—স্পন্সর করার ফি প্রতি বছর ৩০০ দিনার বৃদ্ধি করা হয়েছে।

নতুন নিয়মাবলি অনুযায়ী, ভিসা নবায়ন এবং রূপান্তরের জন্য নতুন শর্তাবলি এবং নির্ভরশীলদের জন্য কিছু নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, সব ভিজিট ভিসা—যার মধ্যে রয়েছে পর্যটন, পরিবার পরিদর্শন, কাজের প্রবেশ বা বাসস্থান প্রবেশ—সবার জন্য ১০ দিনার ফি নির্ধারণ করা হয়েছে। এই আইনের অধীনে ভিজিট ভিসা একবার নবায়ন করা যাবে এবং নির্দিষ্ট শর্তে তা বাসস্থানে রূপান্তরিত করা যাবে। নবজাতক শিশুর পিতা-মাতাকে এখন বাসস্থান স্ট্যাম্পিং প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৪ মাস সময় দেওয়া হবে, যা পূর্বে কম সময় ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মচারী, বেসরকারি খাতের কর্মচারী, বিদেশি ছাত্র, ধর্মীয় পাদরি এবং এ জাতীয় ক্যাটাগরির জন্য স্ট্যান্ডার্ড বাসস্থানের নবায়ন ফি দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে এ ফি প্রতিবছর ২০ দিনার নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বিদেশি বিনিয়োগকারী এবং সম্পত্তি মালিকদের (আর্টিকেল ১৯ এবং ২১) জন্য বাসস্থান ফি প্রতি বছর ৫০ দিনার হবে, এবং নতুনভাবে প্রবর্তিত স্ব-স্পনসর্ড বাসস্থান ক্যাটাগরি (আর্টিকেল ২৪) প্রতি বছর ৫০০ দিনার ফি ধার্য করা হয়েছে।

অস্থায়ী বাসস্থান (আর্টিকেল ১৪) প্রতি মাসে ১০ দিনার ফি ধার্য করা হয়েছে। এ ছাড়া গৃহশ্রমিকদের জন্য এই ফি হবে পাঁচ দিনার। একই ফি নবায়নের ক্ষেত্রেও প্রযোজ্য। যারা তাদের বাসস্থান বাতিল করে এবং দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের ‘প্রস্থান সময়কাল’ চলাকালীন প্রতি মাসে ১০ দিনার ফি দিতে হবে।

অস্থায়ী বাসস্থান কুয়েত ছেড়ে চলে যাওয়া ব্যক্তির জন্য, জরুরি পরিস্থিতির জন্য বা যাদের আরও সময়ের প্রয়োজন, তাদের জন্য প্রযোজ্য। এটি তিন মাস বৈধ থাকে এবং এক বছর পর্যন্ত নবায়ন করা যেতে পারে। যারা কুয়েতের বাইরে ছয় মাসের বেশি সময় থাকার অনুমতি চান, তাদের প্রতি মাসে ৫ দিনার ফি দিতে হবে।

দেশটিতে গৃহশ্রমিকদের কোটা এবং ফি নিয়েও কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ছয় সদস্য বা এর কম সদস্যবিশিষ্ট কুয়েতি পরিবার তিনটি গৃহশ্রমিক নিয়োগ করতে পারবে; ৬ থেকে ৯ সদস্যবিশিষ্ট পরিবারের জন্য ৪টি; এবং বড় পরিবারের জন্য ৫টি নিয়োগ দিতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

১০

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

১১

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

১২

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

১৩

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

১৪

শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের

১৫

অনিশ্চয়তার দোলাচলে শাকসু নির্বাচন

১৬

দুঃখ প্রকাশ

১৭

বিয়ের পিঁড়িতে জেফার-রাফসান!

১৮

নতুন সূচকে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

১৯

কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে

২০
X