

যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী বদরুজ্জামান মিন্টুকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কেশবপুর পাবলিক ময়দানে জানাজা নামাজ শেষে পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে শনিবার (২২ নভেম্বর) রাতে অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকায়।
তিনি প্রয়াত মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের আপন ভাগনে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুরে কেশবপুর পাবলিক ময়দানে অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর মরদেহ আনা হলে তাকে শেষবারের মতো দেখতে ও জানাজায় শরিক হতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে। যশোর জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠন, কেশবপুর প্রেস ক্লাব এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, বিএনপি নেতা মারুফুল ইসলাম মারুফ, মাসুদুজ্জামান মাসুদ, ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা প্রমুখ।
জানাজায় ইমামতি করেন ডাক্তারখানা জামে মসজিদের খতিব ফজলুল করিম কাশেমী।
মন্তব্য করুন