

ঢাকা-১৩ আসনে বিএনপির ধানের শীষের সমর্থনে যুবদলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরেবাংলা নগর এলাকা থেকে শুরু হওয়া এ মিছিল মোহাম্মদপুর, শ্যামলী, রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল এলাকায় এসে শেষ হয়।
মিছিলটিতে মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখর ছিল মিছিলটি।
নেতাকর্মীরা জানান, গত ১৬ বছর ধরে জনগণ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পাননি। আসন্ন নির্বাচনে সেই সুযোগ তৈরি হয়েছে বলে তারা আশা করছেন।
তাদের দাবি, জনগণ এবার উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দেবেন।
ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে সমর্থন করছে বিএনপি ও এর অঙ্গসংগঠন।
নেতারা বলেন, ‘একজন শিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে ববি হাজ্জাজকে প্রার্থী করা একটি ইতিবাচক সিদ্ধান্ত, যা আসনে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করেনি। তারা বিশ্বাস করেন, জনগণ বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে।’
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা জাহিদ হোসেন মোড়লের পক্ষে মিছিলটি আয়োজন করা হয়।
এ সময় শেরেবাংলা নগর থানা যুবদলের সভাপতি শাহা জামাল বাবু, মোহাম্মদপুর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী খান, আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক এসএম বাবু, যুবদল নেতা মো. শফি উল্লাহ সরকার লিটন, স্বেচ্ছাসেবক দলের উত্তরের সহসভাপতি লিটন মাহমুদ বাবু, মোহাম্মদপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক শাকিল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতারা জানান, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের অংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজকে বিজয়ী করতেই তাদের সর্বাত্মক প্রচারণা চলবে।
মন্তব্য করুন