

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
বুধবার (২৬ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট হলে বেলা ১১টায় আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেলা ১১টা নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পূরবী সিনেমা হলের উল্টোপাশে বিকেল ৩টায় বিএনপি এবং ঢাকা-১৬ আসন প্রার্থী আমিনুল হতের সমর্থনে মহানগর স্বেচ্ছাসেবক দলের গণমিছিল বের হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি সচিবালয়ে দুপুর পৌনে ১২টার দিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রেস ব্রিফ করবেন। পরিকল্পনা উপদেষ্টার কর্মসূচি
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ৯টায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ -এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সিইসির কর্মসূচি ঢাকায় সকাল ১০টায় বিজিবির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মন্তব্য করুন